ঢাকা ৪ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে মহাসড়কে ট্রাক উল্টে শ্রমিক নিহত, ওসিসহ আহত ৬

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:২৬ এএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০২:৫৬ পিএম
টাঙ্গাইলে মহাসড়কে ট্রাক উল্টে শ্রমিক নিহত, ওসিসহ আহত ৬
টাঙ্গাইলে মহাসড়কে ট্রাক উল্টে শ্রমিক নিহত। ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি আলুর ট্রাক উল্টে গেলে পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এর ফলে এক শ্রমিক নিহত হয়েছেন এবং গোড়াই হাইওয়ে থানার ওসিসহ ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গ থেকে আসা আলুর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। পরে ওই ট্রাক থেকে আলু অন্য একটি ট্রাকে তোলার সময় পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের পাশেই থাকা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান, সার্জেন্ট এবং দুই পুলিশ সদস্যসহ ছয়জন আহত হন।

নিহতের নাম ইলিয়াস (৪২), তার বাড়ি রংপুরে। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক সিরাজ জানান, দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন এবং পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুর্ঘটনাস্থলে পুলিশি তৎপরতা চলছে।

জুয়েল/তাওফিক/

কলেজছাত্রীর এডিট করা নগ্ন ছবি ছড়ানোয় যুবক গ্রেপ্তার

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:২২ পিএম
কলেজছাত্রীর এডিট করা নগ্ন ছবি ছড়ানোয় যুবক গ্রেপ্তার
মনোয়ার হোসেন মুন্না। ছবি: খবরের কাগজ

রাজশাহীতে কলেজছাত্রীর এডিট করা নগ্ন ছবি ছড়ানোর দায়ে মনোয়ার হোসেন মুন্না (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে র‍্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুন্না ঝলমলিয়া বাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, রাজশাহী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রী সম্প্রতি ওই যুবকের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না ইমেইলের মাধ্যমে ছাত্রীর কাছে তার একটি এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন। পরে বিভিন্ন নামে একাধিক মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ছাত্রীর ছবি পাঠাতে থাকেন তিনি। 

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেন ছাত্রীর পরিচিতদের কাছে। ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এনায়েত করিম/পপি/

ফরিদপুরে স্ত্রীর শিলের আঘাতে কৃষকদল নেতার মৃত্যু

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পিএম
ফরিদপুরে স্ত্রীর শিলের আঘাতে কৃষকদল নেতার মৃত্যু
কৃষকদল নেতা ওবায়দুর রহমান মুন্সি। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর শিলের আঘাতে ওবায়দুর রহমান মুন্সি (৫৫) নামে উপজেলা কৃষকদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর রাতের দিকে আলফাডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওবায়দুর রহমান মুন্সি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই গ্রামের আব্দুল খালেক মুন্সির (ডক সাহেব) ছেলে।

নিহতের ভাই সিরাজুল হক বলেন, ‘ওবায়দুরের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে দীর্ঘদিন যাবৎ তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে তার স্ত্রী পাথরের শিল দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। আমি ভাই হত্যার বিচার চাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের স্ত্রী সাবিনা বেগম স্বীকার করেছেন যে, সে নিজেই তার স্বামীকে পাথরের শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সঞ্জিব দাস/সুমন/ 

জামালপুরে মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫২ পিএম
জামালপুরে মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মা মঞ্জিলা বেগম জিরা (৬৫) কে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার চর নাওভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ এপ্রিল সকালে জামালপুর পৌর শহরের চন্দ্রা এলাকায় নিজ বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে মা মঞ্জিলা বেগম জিরাকে ছুরিকাঘাতে হত্যা করে তার বড় ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এ সময় গাছ ব্যবসায়ী ফরিদ মণ্ডলকেও ছুরিকাঘাতে আহত করা হয়। ঘটনার পরের দিন নিহতের ছোট ছেলে
জীবন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে জামালপুরসহ বিভিন্ন জেলায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে আজ ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নাওভাঙ্গা চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

নিহত মঞ্জিলা বেগম জিরা নিজের চোখের চিকিৎসার জন্য টাকা জোগাতে কম্পপুর এলাকার গাছ ব্যবসায়ী ফরিদ মণ্ডলের কাছে ১৬ হাজার টাকায় নিজ বাড়ির তিনটি গাছ বিক্রি করেন এবং অগ্রীম ৯ হাজার টাকা বুঝে নেন। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ফরিদ মণ্ডল (৪৫) ও তার লোকজন গাছ কাটতে আসলে বড় ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৪০) বাধা দেন। মঞ্জু তার মাকে বলে আরও বেশি দামে গাছ বিক্রি করা যাবে কিন্তু এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ফরিদ মণ্ডলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে মঞ্জু। এ সময় ছেলেকে বাধা দিলে মাকেও ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে বাড়িতে লোকজন আসতে দেখে মঞ্জু পালিয়ে যান এবং স্থানীয়রা আহত গাছ ব্যবসায়ী ফরিদ মণ্ডলকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পরের দিন (১৬ এপ্রিল) নিহতের ছোট ছেলে জীবন থানায় একটি হত্যা মামলা করেন।

আসিফ/মেহেদী/

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে হামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০২:২৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে হামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে হামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। ছবি: সংগৃীত

ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় একটি মসজিদে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে সাভারের আশুলিয়ার কাঁইচাবাড়ি এলাকায় সংগঠনটির নিজস্ব জমঈয়ত ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনটির মহাসচিব শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ হারুন হুসাইন এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী বলেন, ‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস দেশের সবচেয়ে বড় আহলুল হাদিস সংগঠন, যার সঙ্গে প্রায় ৪ কোটি মানুষ যুক্ত। তারা শিরকমুক্ত তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে এবং বেদাতমুক্ত ইবাদতের শিক্ষা দিচ্ছে। এই সঠিক দাওয়াতের ফলেই ব্রাহ্মণবাড়িয়ার আল বাইতুল মামুর সালাফী জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সম্প্রতি কিছু উগ্রবাদী ব্যক্তির উসকানিমূলক বক্তব্যে সেখানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। মুসল্লিদের ওপরও নির্মম হামলা হয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একটি বৈষম্যবিরোধী রাষ্ট্র হিসেবে পরিচিত, এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে একটি ধর্মীয় স্থাপনায় নিয়মিত নামাজ আদায় করা সত্ত্বেও কেন এ ধরনের হামলা চালানো হল, সেটি ভাবনার বিষয়। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন এবং ক্ষতিগ্রস্ত মসজিদের পুনর্নির্মাণ ও নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করুন।’

তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দেশের কোথাও যেন আর কোনো ধর্মীয় স্থাপনায় এ ধরনের হামলার ঘটনা না ঘটে।’

ইমতিয়াজ / তাওফিক

টাঙ্গাইলে ধানখেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০২:১১ পিএম
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০৩:০১ পিএম
টাঙ্গাইলে ধানখেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে ধানখেত থেকে আমিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার বাড়ির পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দুই সন্তানের জননী আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৬ এপ্রিল) রাতে খাওয়া-দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলতে ঘরের বাইরে বের হয়ে দীর্ঘক্ষণ যাবৎ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভোরে স্থানীয়রা বাড়ির পাশের ধানখেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সখীপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বাড়ির পাশ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

জুয়েল/মেহেদী/