
সিরাজগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
শনিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে শহরের পৌরসভার সাহেদনগর (ব্যাপারীপাড়ায়) এই ঘটনা ঘটে।
নিহত ও আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, সকালে শহরের সাহেদনগর ব্যাপারীপাড়ায় ড্রেন নির্মাণের খননকাজের জন্য পাঁচ শ্রমিক কাজ করছিল। এ সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে চাপা পড়ে পাঁচজন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিকের মৃত্যুর ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া মেডিনোভা হাসপাতালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে ও অন্যজনের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাটি থেকে পাঁচ ফুট নিচে খননের কাজে নিয়োজিত শ্রমিকরা কাজ করছিল। এ সময় রাস্তার পাশে বাড়ির ৬-৭ ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়ে। এতে পাঁচ শ্রমিক চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। পর দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অপর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশির/মেহেদী/