
ফেনীতে র্যাব-৭ এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) রাতে ফেনী সদর থানার লালপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব-৭ এর কোম্পানি সিনিয়র সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারা হলেন- মরিয়ম (৪৫), মো. শামিম (৩৪), হেদায়েত উল্লাহ সবুজ (৩২) ও মো. জুনায়েদ হোসেন লিমন (১৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বারৈয়ারহাট থেকে কুমিল্লার দিকে মাদকদ্রব্য বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
সন্দেহভাজন অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে অটোরিকশাটি আটক করে এবং চারজনকে গ্রেপ্তার করে। পরে গাড়িটির পেছনের মালামাল রাখার স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরে আইনানুগ ব্যবস্থা নিতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিলয়/তাওফিক/