
নীলফামারী জেলার সৈয়দপুর শহরের বিউটি সাইকেল স্টোরের মালিক এবং সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনের বিরুদ্ধে এক হিন্দু পরিবারের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি এবং হিন্দুকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগারওয়ালা নিক্কি।
শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহিদ তুলসীরাম সড়কের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সুমিত কুমার আগারওয়ালা অভিযোগ করে জানান, গত ৮ মার্চ আলতাফ হোসেন তার পরিবারের ঐতিহাসিক বাড়িটি দখল করার জন্য হামলা চালিয়েছিলেন।
তিনি দাবি করেন, আলতাফ হোসেন তার পৈতৃক বাড়িটি দখল করার জন্য নিজেকে ভাড়াটিয়া সাজিয়ে জাল কাগজপত্র তৈরি করেন এবং দেশীয় অস্ত্রসহ শতাধিক গুন্ডা নিয়ে এসে তার পরিবারের ওপর হামলা চালায়। এই হামলায় তার ছেলে রাঘব আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
নিক্কি আরও বলেন, ‘আমরা বিএনপি করি, তবে রাজনৈতিক প্রভাব না খাটিয়ে হিন্দুকল্যাণ সমিতির লোকজনকে নিয়ে বিক্ষোভ মিছিল করেছি। কিন্তু সমিতির সভাপতি তুষার কান্তি রায় মিথ্যে বিবৃতি দিয়ে আলতাফ হোসেনের পক্ষে কথা বলেছেন।’
তিনি আরও জানান, আলতাফ হোসেন দাবি করেছেন যে, তিনি গত জানুয়ারি মাসে বাড়িটি ভাড়া নিয়েছেন প্রদীপ কুমার আগারওয়ালার কথিত পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত হিল্লোল রায়ের কাছ থেকে কিন্তু প্রদীপ কুমার দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন এবং তার দ্বারা এমন কোনো চুক্তি করা সম্ভব নয়।
স্থানীয় বাসিন্দা আজগার আলী জানান, আলতাফ হোসেন শতাধিক লোক নিয়ে সুমিত ও তার ছেলের ওপর হামলা চালিয়েছিল। এতে তারা আহত হন।
এদিকে সুমিত কুমার আগারওয়ালার ভাই অমিত কুমার আগারওয়ালা রিক্কি বলেন, ‘আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি এবং আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আলতাফ হোসেন কেন আমাদের পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা করছেন, তার আইনগত ভিত্তি কি?’
বিএনপির সৈয়দপুর জেলা সভাপতি আলহাজ আব্দুল গফুর সরকার জানান, তিনি শান্তিপূর্ণ মীমাংসার জন্য উভয় পক্ষের কাগজপত্র দেখে একটি সমাধান প্রস্তাব দিয়েছেন।
তবে সুমিত কুমার বলেছেন, ‘আমরা আলতাফ হোসেনের সাথে বসতে রাজি নই। যদি বসতে হয়, তবে আমাদের কাকা প্রদীপ কুমার আগারওয়ালার সাথে বসব, না হলে আদালতের রায়ই চূড়ান্ত হবে।’
আজাদ/তাওফিক/