
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুত্রবধূকে (২১) ধর্ষণের দায়ে শ্বশুর আহসান উল্যাহকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ মার্চ) দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে শনিবার (১৫ মার্চ) রাতে ভুক্তভোগী নারী শ্বশুরের বিরুদ্ধে মামলা করার পর রাতেই কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেটিএমহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত আহসান উল্যাহ চরপার্বতী গ্রামের মৃত আলী আহমদের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
মামলা সূত্র জানা গেছে, ভুক্তভোগীর স্বামী দুবাই থাকেন। ঘরে তিনি তিন বছরের মেয়ে, শাশুড়ী ও অভিযুক্ত আহসান উল্যাহসহ বসবাস করেন। শনিবার রাত সোয়া ৩টার দিকে আহসান উল্যাহ পুত্রবধূর কক্ষে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে রাতে শ্বশুরের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, আসামিকে আদালতে সোপর্দ এবং ভুক্তভোগীকে ২২ ধারায় জবানবন্দি ও ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শহীদুল ইসলাম খবরের কাগজকে বলেন, ধর্ষণ মামলার আসামি আহসান উল্যাহকে বিচারকের নির্দেশের কারাগারে পাঠানো হয়েছে।
মজনু/মেহেদী/