ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
English
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

চোরাকারবারির মলের সঙ্গে বেরিয়ে এল কোটি টাকার স্বর্ণের বার!

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:১৯ পিএম
আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০১:২০ পিএম
চোরাকারবারির মলের সঙ্গে বেরিয়ে এল কোটি টাকার স্বর্ণের বার!
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার জীবননগরে প্রায় কোটি টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বারসহ রাজ রকি (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রাজ রকি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর থানা মোড় এলাকা থেকে রাজ রকিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু স্বীকার না করলেও সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মলত্যাগ করানো হলে তার মলদ্বার থেকে কস্টেপে মোড়ানো দুটি পোটলা বেরিয়ে আসে। পোটলাগুলো খুলে ৭২৮.৯৬ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা।

উদ্ধার করা বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার ও জীবননগর থানায় মামলার  কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

 

মিজানুর/মেহেদী/

করিমগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:৫৩ পিএম
করিমগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ছবি: খবরের কাগজ

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে গর্তের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন (৮) পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং তাইয়্যিবা (৯) একই এলাকার রাসেল মিয়ার মেয়ে। নিহত দু’জনই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং তারা দুইজন সম্পর্কে চাচাতো বোন।

স্বজনরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুই বোন মিলে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে গোসল করতে যায়। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচে কাঁদার মধ্যে আটকে থাকা অবস্থায় তাদের দুই বোনকে পায়। সেখান থেকে তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাদীউর রশিদ তাদের মৃত ঘোষণা করেন।

তাসলিমা আক্তার মিতু/মাহফুজ

 

খুলনায় তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:৩৬ পিএম
খুলনায় তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি

খুলনার রূপসায় এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১০ জুন) রাতে অভিযান চালিয়ে রূপসার বাগমারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ৱ

গ্রেপ্তাররা হলেন উপজেলার বেলায়েত হোসেন রাতুল (২৩), মো. মাসুদ মীর (১৯) ও মো. পারভেজ খান (২৫)। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান বলেন, ‘ধর্ষণের ঘটনায় অভিযোগ পাওয়ার পরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। পুলিশ এ ধরনের অপরাধ তৎপরতা বন্ধে সক্রিয় রয়েছে।’

প্রাইভেট কার নিয়ে বেপরোয়া তরুণ, ধাক্কায় প্রাণ গেল আরেক তরুণের

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:৩৫ পিএম
আপডেট: ১১ জুন ২০২৫, ১০:৩৭ পিএম
প্রাইভেট কার নিয়ে বেপরোয়া তরুণ, ধাক্কায় প্রাণ গেল আরেক তরুণের
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের হালিশহর বড়পোল মোড় এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি সাদা রঙের হোন্ডা সিভিক প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬) বেপরোয়া গতিতে এসে রাস্তা পার হতে থাকা এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে সাইকেলে থাকা আরোহী তরুণ মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের বয়স আনুমানিক ১৫-১৭ বছর বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘাতক প্রাইভেট কার এবং আটক তার চালক তানিম। ছবি: খবরের কাগজ

প্রাইভেট কারটি তানিম নামের একজন তরুণ চালাচ্ছিলেন। তার বয়স আনুমানিক ২০ বছর। দুর্ঘটনার পর স্থানীয় জনতা গাড়িটিসহ চালক তরুণকে আটক করে। ঘটনাস্থলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ প্রাইভেট কারের চালককে আটক করে থানায় নিয়ে যায়। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, প্রাইভেট কারের চাপায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ঘটেছে। স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তবে সাইকেল আরোহীর পরিচয় এখনও যায়নি। চেষ্টা চালিয়ে যাচ্ছি পরিচয় পাওয়ার জন্য। 

আবদুস সাত্তার/মাহফুজ

 

৫ দিনের ব্যবধানে বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:০৩ পিএম
৫ দিনের ব্যবধানে বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
খবরের কাগজ গ্রাফিকস

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবারও মৃত্যু ঘটেছে বরগুনায়। ৫ দিনের ব্যবধানে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। তারা হলেন গোসাই দাস (৭০) ও চান মিয়া (৭৫)। 

বুধবার (১১ জুন) দুপুরে ও সন্ধ্যার পর বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

মৃত গোসাই দাস বরগুনা পৌরসভার থানা পাড়া এলাকার বাসিন্দা। আর চান মিয়া বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরপাড়ার বাসিন্দা।

এর আগে গত ৬ জুন বরগুনা পৌরসভার থানা পাড়া এলাকার আজমেরী মোনালিসা জেরিন (২৫) নামে এক উদ্যোক্তা নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারান। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে বরগুনা জেলার মোট ১২ জনের মৃত্যু হলো।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাজকিয়া সিদ্দিকাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরেই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৩ জন। যার মধ্যে ৩১ জন শিশু। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পুরো জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৯ জন। চলতি বছর বরগুনা জেলায় মোট ১ হাজার ৫৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

বরগুনায় ডেঙ্গুর এই দ্রুত বিস্তার স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে। জনস্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত মশক নিধনে কার্যকর ব্যবস্থা, পরিচ্ছন্নতা বজায় রাখা ও চিকিৎসার মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে মশক নিধন কার্যক্রম ও চিকিৎসা সেবা জোরদার করার কথা জানিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মহিউদ্দিন অপু/

 

চাচা শ্বশুরের ছোড়া গরম পানিতে ঝলসে গেল গৃহবধূর শরীর

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৯:৪৬ পিএম
আপডেট: ১১ জুন ২০২৫, ০৯:৫০ পিএম
চাচা শ্বশুরের ছোড়া গরম পানিতে ঝলসে গেল গৃহবধূর শরীর
ছবি: খবরের কাগজ

কুমিল্লার মুরাদনগরে রান্না করার সময় প্রতিবেশির ঘরে ধোঁয়া যাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার জেরে গরম পানি ছুড়ে এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ ওঠেছে। বুধবার (১১ জুন) সকালে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার বেনিখলা গ্রামে ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্বপ্না আক্তার নামের ওই গৃবধূকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহত স্বপ্না বেনিখলা গ্রামের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত আবদুল কুদ্দুস মোল্লা আহত স্বপ্না আক্তারের আপন চাচা শ্বশুর বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে নিজ বাড়ির উঠানে ভাত রান্না ও গরুর জন্য পানি গরম করছিলেন দুই সন্তানের জননী স্বপ্না আক্তার। রান্নার সময় ‘অতিরিক্ত ধোঁয়া উঠে পাশ্ববর্তী ঘরে যাওয়ার’ অভিযোগ এনে স্বপ্না আক্তারের চাচা শ্বশুর আবদুল খালেক মোল্লা তাকে গালমন্দ করতে থাকেন। এর প্রতিবাদ করায় খালেক মোল্লা চুলায় বসানো গরম পানি স্বপ্না আক্তারের শরীরে ছুড়ে মারেন। এসময় চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে স্বপ্নার স্বজনরা তাকে সেখানে নিয়ে যায়।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বপ্না আক্তারের সঙ্গে থাকা তার ভগ্নিপতি জসিম উদ্দিন সবুজ বলেন, ‘স্বপ্না আক্তারের মুখ, বুক, কাধ, পাসহ শরীরে বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কত অংশ পুড়েছে, তা এখনই বলা যাবে না। সার্জারি বা বার্ন ইউনিটের চিকিৎসকেরা ওই তথ্য দিতে পারবেন। হাসাপাতালের বিছানায় স্বপ্না যন্ত্রণায় ছটফট করছেন।’

দেবিদ্বারে হাসাপাতালে চিকিৎসা দেওয়ার সময় স্বপ্না আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমাদের রান্নার ধোঁয়া নাকি আমার চাচা শ্বশুরের ঘরে ঢুকে। এ নিয়ে কিছুদিন যাবত মনোমালিন্য চলে আসছে। আমি সকালে ভাত রান্না ও গরুর পানি গরম করার জন্য চুলায় আগুন দেই। হঠাৎ আমার চাচা শ্বশুর এসে আমাকে ও আমার শ্বশুরকে গালমন্দ করতে থাকে। গালমন্দ করার প্রতিবাদ করলে আমার চুলায় থাকা গরম পানি আমার উপর ঢেলে দেয়।’

স্বপ্না আক্তারের শাশুড়ি ফিরোজা বেগম বলেন, ‘রান্নার চুলার ধোঁয়া তাদের ঘরে নাকি ঢুকে, এ নিয়ে মূলত শত্রুতা। ওই বিষয় নিয়ে নিয়ে আরও কয়েকবার কথা কাটাকাটি হয়। এমন তুচ্ছ ঘটনা নিয়ে গরম পানি ঢেলে আমার ছেলের বউয়ের শরীর ঝালিয়ে দিবে, তা ভাবতেও পারিনি।’

অভিযোগের বিষয়ে আবদুল কুদ্দুস মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, ‘সন্ধ্যায় বিভিন্ন মাধ্যমে আমরা এই তথ্যটি জানতে পেরেছি। এরপর সঙ্গে সঙ্গেই ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

জহির শান্ত/মাহফুজ