
শরীয়তপুরের সখিপুরে জমি ও পারিবারিক বিরোধের জেরে দ্বীন ইসলাম মীর (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
সোমবার (১৭ মার্চ) রাতে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএম খালী ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দ্বীন ইসলাম মীর একই এলাকার মৃত হযরত মীরের ছেলে। এ ঘটনায় সখিপুর থানায় হত্যা মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে দোষীদের ফাঁসির দাবিতে থানা গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বহু বছর ধরে দ্বীন ইসলামের সঙ্গে ২৪ শতাংশ জমি নিয়ে একই গ্রামের বাসিন্দা ও তার আপন চাচাতো ভাইদের মামলা চলছিল। সোমবার সকালে চাচাতো ভাই কালু মীরসহ বেশ কয়েকজন সেই জমির গম কাটছে- এমন খবর পেয়ে দ্বীন ইসলাম বাধা দিলে এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলা করে কালু মীর ও তার লোকজন। পরে স্থানীয়রা দ্বীনকে হাসপাতালে নিলে রাতেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। দ্বীন ইসলামের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে আজ (মঙ্গলবার) শরীয়তপুর আদালতে পাঠিয়ে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানা তিনি।
রাজিব হোসেন রাজন/নাইমুর/