ঢাকা ১৩ বৈশাখ ১৪৩২, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
English
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

পরীক্ষায় ফেল করায় ইনচার্জকে মামলার হুমকি সমন্বয়কের

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০১:৩৫ পিএম
পরীক্ষায় ফেল করায় ইনচার্জকে মামলার হুমকি সমন্বয়কের
পরীক্ষায় ফেল করায় ইনচার্জকে হুমকি দেওয়া সমন্বয়ক মিজান রহমান। ছবি: সংগৃহীত

পিরোজপুরে নার্সিং পরীক্ষায় ফেল করায় পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের নামে মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ থেকে ভোল পাল্টে সমন্বয়ক হওয়া মিজান রহমান নামের এক ছাত্রের বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষার ফলাফলে এক বিষয় অকৃতকার্য হওয়ার পর ইনচার্জ বেবী রায়ের নামে মামলার হুমকিসহ ওই ইন্সটিটিউটের অনেক ইনস্ট্রাক্টরকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠছে ওই ছাত্রের বিরুদ্ধে।

অভিযুক্ত মিজান রহমাস সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার আবু তালেবের পুত্র এবং পিরোজপুর নার্সিং ইন্সটিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পিরোজপুর নার্সিং ইনস্টিটিউে ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবী রায় জানান,  মিজান ৫ আগস্টের পূর্বে এই প্রতিষ্ঠানে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চলেছে। এখনো প্রভাব খাটাচ্ছে। কোনো এক অদৃশ্য হাত তার পিছনে কাজ করছে। পরীক্ষার আগে মিজান দলবলসহ এসে পরীক্ষার হল ছেড়ে দেওয়াসহ তাকে পাশ করাতে হুমকি দেন। পরে পরীক্ষায় ফেল করলে আমার নামে মিথ্যাচার ও মামলাসহ বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। আমরা এর বিচার চাই।

নার্সিং ইনস্টিটিউট সূত্রে জানা  যায়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে গত নভেম্বর মাসে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষার ফলাফল গত মঙ্গলবার (১১ মার্চ) প্রকাশিত হয়। তাতে সমন্বয়ক মিজান এক বিষয় অকৃতকার্য হন। পরে তিনি প্রভাবশালী নার্স নেতা, কেন্দ্রীয় সমন্বয়ক, স্থানীয় রাজনৈতিক নেতাদের দিয়ে নার্সিং ইনস্টিটিউটের কর্তৃপক্ষকে ফোন দিয়ে পাশ করানোর জন্য চাপ দিতে থাকেন। তাতেও কাজ না হলে প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবী রায়ের নামে মামলা করার হুমকি দেন।

এ বিষয়ে নার্সিং ইনস্টিটিউটটির ইনস্ট্রাকটর প্রভা রানী বড়াল বলেন, ‘মিজানুর রহমান আমাদের নার্সিং ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। গত ১১ মার্চ বিএনএমসির রেজাল্ট দেওয়ার পর থেকে সে বিভিন্নভাবে সমন্বয়ক ও রাজনৈতিক নেতা-কর্মীদের দিয়ে ফোন দিয়ে পাশ করানোর ব্যাপারে হুমকি দেয়। সে যে বিষয়ে ফেল করেছে, সে বিষয়ে আমাদের কোনো টিচার পরীক্ষা নেয়নি। সাধারণ ঐ বিষয়ে বাইরের টিচার নিয়োগ দেওয়া হয়। আমরা টিচার হিসেবে কখনও কোনো শিক্ষার্থী ফেল করুক সেটা চাইনা।’

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘মিজান সব সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের প্রভাব দেখাতো। সে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিতো। গত ৫ আগস্টের পর হঠাৎ তিনি সমন্বয়ক বনে যান। তিনি পরীক্ষায় ফেল করে আমাদের ইনস্ট্রাক্টরদের বিভিন্নভাবে হয়রানি করছে। পড়ালেখায় পাশ-ফেল তো থাকবেই এটা কেন মানতে পারবেনা, এখানে কেন প্রভাব দেখাতে হবে। অবিলম্বে তাকে এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা উচিত এবং তার ছাত্রত্ব বাতিল করা উচিত।’

অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, ‘তারা আমার শিক্ষক। তাদের বিরুদ্ধে মামলা করা তো দূরের কথা কোনো খারাপ কথাও আমি বলিনি। তিনি এর চেয়ে বেশি কিছু ফোনে বলবেন না বলে কল কেটে দেন।’

হাসিবুল ইসলাম/সুমন/

চাঁদপুরে চার মাদককারবারি ও কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পিএম
চাঁদপুরে চার মাদককারবারি ও কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার ১১ জন

চাঁদপুর সদর, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তালিকাভুক্ত চার মাদককারবারি এবং কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে তালিকাভুক্ত মাদককারবারি ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করে সেনাবাহিনী ও থানা পুলিশ।’

এর মধ্যে ২৪ এপ্রিল রাতে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি হেলাল (২২) ও মাসুদকে (২৬) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আট কেজি গাঁজা।

একইদিন রাত সোয়া ১টার দিকে কচুয়ার পলাশপুর থেকে মো. মোহসীন (৩০) ও মো. এরশাদ খান (৪০) নামে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল।

একই রাতে চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আপন (১৯), শিপন (১৯), ফারহান (১৮) নামে কিশোর গ্যাংয়ের তালিকাভুক্ত তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাইনিজ কুড়াল, তিনটি রাম দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

অন্যদিকে ২৫ এপ্রিল রাত ১১টায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান চালিয়ে উপজেলার কাশারা থেকে কিশোর গ্যাং সদস্য মো. হৃদয় (১৮), তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) ও শাহেদ মোল্লাকে (১৭) গ্রেপ্তার করা হয়। 

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘পরিবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ মাদকদ্রব্য, গ্রেপ্তার মাদককারাবির এবং কিশোর গ্যাং সদস্যদের নিজ নিজ থানায় হস্তান্তর করা হয়েছে।’

ফয়েজ/পপি/

আকিজ ইস্পাত কারখানায় শ্রমিক নিহত

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০২:২৭ পিএম
আকিজ ইস্পাত কারখানায় শ্রমিক নিহত
ছবি : খবরের কাগজ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত কারখানায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগে কাজ করতেন বলে জানা গেছে।

নিহত শ্রমিকের নাম মোহাম্মদ আলী (৪৫)। তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়ায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) রাতের শিফটে কাজ করছিলেন প্রোডাকশন বিভাগের ফোরম্যান মোহাম্মদ আলী। রাত তিনটার দিকে মেশিনে রড চেক করার সময় রড উৎপাদনের জন্য গরম করা বিলেট মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শনিবার (২৬ এপ্রিল) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক কাউছার আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে সকাল ৯টায় গজারিয়া থানায় উপস্থিত হয়ে আকিজ ইস্পাত কারখানার প্রতিনিধি খোরশেদ আলম বলেন, ‘নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এসেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলছি। ময়নাতদন্তের পর লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে।’

গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

অমিয়/

ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, গণঅধিকার পরিষদ নেতাকে অব্যাহতি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩১ পিএম
ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, গণঅধিকার পরিষদ নেতাকে অব্যাহতি
দাউদকান্দি উপজেলা গণঅধিকার পরিষদে সদস্য সচিব জাহিদ মিয়া। ছবি: সংগৃহীত

ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জাহিদ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই অভিযোগে দাউদকান্দি উপজেলা গণঅধিকার পরিষদে সদস্য সচিব পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৫ এপ্রিল রাতে মোবাইলে দৈনিক খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া।

জানা যায়, জাহিদ অফিস সহকারী হলেও এলাকায় জাহিদ মাস্টার নামে পরিচিত। জাহিদ গণঅধিকার পরিষদের দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব ছিলেন। কয়েকদিন আগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কুমিল্লার তিতাস উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ আবুল খায়ের জানান, একছাত্রীর দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে আমরা বসেছিলাম। জাহিদের উপস্থিতিতেই ১০ থেকে ১২জন ছাত্রী অভিযোগ করেছে যে, জাহিদ বিভিন্ন সময় তাদের বিভিন্ন আপত্তিজনক কথা বলেছে, কথার ছলে গায়েও হাত দেওয়ার চেষ্টা করত। কিন্তু জাহিদ এসব অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারেনি। 

এ বিষয়ে জানার জন্য জাহিদকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী জাহিদের নামে লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়া বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রী ওর নামে মৌখিক অভিযোগ দিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘বিষয়টি কমিটির সদস্যদের জানানো হলে কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।’

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম জানান, যদিও অভিযোগের বিষয়টি আমি এখনও জানিনা। এমনটি হয়ে থাকলে বা সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আর চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব থেকে অফিস সহকারী জাহিদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

লিটন সরকার/সুমন/

সিলেট সীমান্তে ১ কোটি ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম
আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৫১ পিএম
সিলেট সীমান্তে ১ কোটি ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
জব্দ করা চোরাইপণ্য

সিলেটের হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের পৃথক দুটি অভিযানে এক কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ২৭ বীর-এর ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফের নেতৃত্বে গোয়াইঘাটের ফতেপুর বাজারের উত্তর পাশে লামা ফতেপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভিযানে একটি গুদাম থেকে দুই ব্যক্তিকে আটক এবং মিনি ট্রাকসহ অবৈধভাবে সীমান্ত দিয়ে নিয়ে আনা বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হয়।

অন্যদিকে রাত ১০টা ১০মিনিটে ২৭ বীর-এর ক্যাপ্টেন ইফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করা হয়।  

অভিযানে আটকরা হলেন- গোয়াইনঘাটের লামা ফতেপুর গ্রামের মো. হানিফ আহমদ, নারায়ণপুর গ্রামের জুমান আহমদ।

জব্দকরা ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে স্ক্রিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেড ও ভারতীয় লেহেঙ্গা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযানে জব্দ পণ্যগুলো ৪৮ বিজিবির সিও-এর কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়।

পপি/

ফরিদপুরে নিজের তৈরি প্যারাগ্লাইডারে আকাশে উড়লেন যুবক!

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৩৬ পিএম
আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ০২:২৪ পিএম
ফরিদপুরে নিজের তৈরি প্যারাগ্লাইডারে আকাশে উড়লেন যুবক!
ফরিদপুরে নিজের তৈরি প্যারাগ্লাইডারে আকাশে উড়ছেন মারুফ মোল্লা নামের এক যুবক। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের সদরপুরে প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন মারুফ মোল্লা নামের এক যুবক। প্রতিদিন তার প্যারাগ্লাইডিং দেখতে ভিড় করছেন এলাকাবাসী।

সদরপুরের এই মারুফ মোল্লা এক সম্ভাবনাময়ী যুবক। তার বাড়ি উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন পাখির মতো আকাশে ওড়া। কিন্তু টাকার অভাবে কখনো স্বপ্ন পূরণ হয়নি। তাই একটা সময় সে নিজের চেষ্টায় আকাশে ওড়ার সিদ্ধান্ত নেন।

ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে প্যারাগ্লাইডারের সন্ধান পায়। কিন্তু দাম অনেক হওয়ায় কেনা হয় না প্যারাগ্লাইডার। পরে সিদ্ধান্ত নেন নিজেই তৈরি করবেন প্যারাগ্লাইডার। প্রথমে সে রিমোট কন্ট্রোল প্রটোটাইপ প্যারামোটর তৈরি করেন। তবে সফলতা না পাওয়ায় পরে তিনি মানুষবাহী প্যারাগ্লাইডার তৈরি করে সফল হন।

প্রথমে ব্যালেন্স করতে একটু কষ্ট হলেও এক সময় দেখেন সফলতার মুখ। পূরণ হয় তার আকাশে ওড়ার স্বপ্ন। এর পর মাঝে মাঝেই তিনি বেরিয়ে পড়েন প্যারাগ্লাইডিং করতে। উড়ে বেড়ান আকাশে।

মারুফ বলেন, ‘ইচ্ছে ছিল অল্প টাকায় প্যারাগ্লাইডার তৈরি করে মানুষের আকাশে ওড়ার স্বপ্নপূরণ করার। সেই ভাবনা মতো কাজ শুরু করি। প্রথমে রিমোট কন্ট্রোল প্রটোটাইপ প্যারামোটর তৈরি করার চেষ্টা করি। তবে তা সফলতা না পাওয়ায় পরে মানুষবাহী প্যারাগ্লাইডার তৈরি করে সফল হই।’ 

মারুফ মনে করছেন ভবিষ্যতে আরও দারুণ দারুণ কিছু তৈরি করে মুগ্ধ করবেন এলাকাবাসীকে।

সঞ্জিব দাস/সুমন/