ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের সাবেক এমপি নাসিমের বিরুদ্ধে সস্ত্রীক দুদকের মামলা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:২৭ পিএম
আওয়ামী লীগের সাবেক এমপি নাসিমের বিরুদ্ধে সস্ত্রীক দুদকের মামলা
ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও তার স্ত্রী ডা. জাহানারা আরজু। ছবি: সংগৃহীত

ফেনী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম (৬৪) এবং তার স্ত্রী ডা. জাহানারা আরজুর (৪৯) বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বাদী হয়ে ফেনীর বিশেষ জজ আদালতে মামলা দুটি দায়ের করেন।

এতে সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ৭৪ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৭৫৭ টাকা এবং তার স্ত্রী ডা. জাহানারা আরজুর বিরুদ্ধে ১২ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১৮৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্জনের তথ্য পায় সংস্থাটি।

অভিযুক্ত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী জেলার পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের সালেহ উদ্দিন আহমদের ছেলে। তিনি সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার এক সময়ের প্রোটোকল কর্মকর্তা ছিলেন এবং তার স্ত্রী ডা. জাহানারা আরজু একই গ্রামের মো. আবু তাহের চৌধুরীরর মেয়ে। তিনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক।

দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. ইদ্রিস মামলার বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ ও সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে মামলা দুটি দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সরকারি চাকরীতে যোগদান করেন। তিনি ২৩ বছর পর ২০০৯ সালে যুগ্ম-সচিবের পদ থেকে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। পরে ২০২৪ সালে ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ফেনী, চট্টগ্রাম, পিরোজপুর, কক্সবাজার, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়  মোট ১২৬টি দলিলের মাধ্যমে পাঁচটি ফ্ল্যাট, দুটি প্লটসহ মোট ৩৯ কোটি আট লাখ ৪৪ হাজার ৬০৫ টাকার স্থাবর সম্পত্তি ক্রয় করেন।

এ ছাড়া তার নামে ১৪টি ব্যাংক হিসাবে আট কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১০৮ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়। অন্যদিকে ১৫টি কোম্পানিতে ৩৪ কোটি ৬২ লাখ ৩৯ হাজার ৯৫৪ টাকার শেয়ার, তার নামে ঢাকা-চট্টগ্রামে ২৭ লাখ ৩৩ হাজার ৪৬ টাকায় ১০টি ক্লাবের সদস্যসহ স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ৮৪ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ৭১৩ টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়। পারিবারিক ব্যয়সহ এ হিসেবের পরিমাণ ১০২ কোটি ৩৮ লাখ সাত হাজার ৪৯১ টাকা।

অপরদিকে তার স্ত্রী ডা. জাহানারা আরজুর নামে ফ্ল্যাট, প্লট ও জমিসহ মোট ১২ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১৮৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় দুর্নীতি দমন কমিশন আইনসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/মাহফুজ

 

নিজে বাঁচতে যাত্রীদের খালে ফেলে দিলেন অটোরিকশাচালক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পিএম
নিজে বাঁচতে যাত্রীদের খালে ফেলে দিলেন অটোরিকশাচালক
দুই যাত্রীসহ খালে ফেলে দেওয়া ব্যাটারিচালিত অটোরিকশা। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের হালিশহরে নিজে বাঁচতে নিয়ন্ত্রণ হারানো ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুই যাত্রীকে খালে ফেলে দিয়েছেন চালক।

বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হালিশহর থানার সামনের খালে এ ঘটনা ঘটে। 

হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামির হোসেন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হালিশহর থানার সংলগ্ন রাস্তার পাশে একটি অটোরিকশা উল্টে খালে পড়ে যায়। চালক লাফ দিয়ে রাস্তায় অক্ষত থাকে। কিন্তু যাত্রীসহ গাড়িটি খালে পড়ে যায়। মূলত সেই চালক নিজে বাঁচতে গাড়িটি খালে ফেলে দেয়। পরে যাত্রীদের উদ্ধার করা হয়।

অটোরিকশাচালক স্থানীয়দের জানান, একটি ছোট বাচ্চা তার মায়ের হাত থেকে ছুটে দৌড়ে রিকশার সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে রিকশাটি উল্টে যায়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যায় ব্যাটারিচালিত অটোরিকশাটির। এ সময় তিনি লাফ দিয়ে রাস্তায় পড়ে যান। কিন্তু গাড়িতে থাকা দুই যাত্রী পড়ে যান খালে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা যাত্রী ও অটোরিকশাটি উদ্ধার করে। তবে কারও নাম-পরিচয় আমরা জানতে পারিনি।

সুমন/

পিরোজপুরে ৫ লাখ টাকার চিংড়িপোনা ছিনতাই

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পিএম
পিরোজপুরে ৫ লাখ টাকার চিংড়িপোনা ছিনতাই
পিরোজপুর সদর থানা। ছবি: সংগৃহীত

পিরোজপুরের সদর উপজেলার বেকুটিয়া সেতু টোল প্লাজায় চিংড়িপোনা পরিবহনকারী একটি মাইক্রোবাস থেকে সাড়ে ৫ লাখ টাকার চিংড়িপোনা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা বলে জানান মাইক্রোবাস চালক চঞ্চল চাকলাদার। তিনি এ বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়ার একটি হ্যাচারী থেকে বাগেরহাটের ব্যবসায়ীরা ১৮২ পলি গলদা চিংড়ি রেনু পোনা মাইক্রোবাসে (খুলনা মেট্রো-ছ-১১-০০৩৩) করে বাগেরহাটের ফকিরহাটে নিয়ে যাচ্ছিল। ভোর ৫টার দিকে পিরোজপুরের বেকুটিয়া সেতু টোলপ্লাজায় পৌছা মাত্র অজ্ঞাত ১০-১২ জন লোক মোটরসাইকেল নিয়ে গাড়ীর গতিরোধ করে চালককে জিম্মি করে এবং পৌরসভার বড় খলিশাখালী স্কুলের সামনে নিয়ে যায়। এর পর চালককে ভয় দেখিয়ে মাইক্রোবাসে থাকা পোনাগুলো ছিনতাই করে, যার বাজার মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

এ ছাড়া চালকের কাছে থাকা ৬ হাজার টাকাও তারা ছিনিয়ে নিয়ে যায়। 

এ ব্যাপরে সদর থানার ভারপ্রাপ্দ কর্মকর্তা (ওসি) তদন্ত মো. তরিকুল ইসলাম জানান, আমরা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

হাসিবুল/তাওফিক/ 

চট্টগ্রামে রিকশাচালক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পিএম
চট্টগ্রামে রিকশাচালক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
রিকশাচালক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রিকশা বন্ধে অভিযানে নামলে উভয়পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নগর পুলিশের ট্রাফিক বিভাগের ব্যাটারিচালিত রিকশাবিরোধী সাঁড়াশি অভিযানের প্রতিক্রিয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানা যায়নি। 

ঘটনার বিষয়ে জানতে নগর পুলিশের ডিসি উত্তর, এডিসি (জনসংযোগ) এবং চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিনকে কল করা হলে তারা কেউ সাড়াই দেননি। 

চলতি এপ্রিল মাসে চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। এর প্রেক্ষিতে চালকদের মধ্যে ক্ষোভ দানা তৈরি হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। 

পপি/

ভোলায় চাকরি স্থায়ীকরণের দাবিতে পিডিবিএফ কর্মীদের বিক্ষোভ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:২৮ পিএম
ভোলায় চাকরি স্থায়ীকরণের দাবিতে পিডিবিএফ কর্মীদের বিক্ষোভ
ভোলা শহরের কালীবাড়ি রোডে উপ-পরিচালক কার্যলয়ের সামনে পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ। ছবি: খবরের কাগজ

ভোলায় অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির দাবিতে বিক্ষোভ করেছেন পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারী ইউনিয়নের সদস্যরা। 

বুধবার (২৩ মার্চ) সকালে ভোলা শহরের কালীবাড়ি রোডে উপ-পরিচালক কার্যলয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। 

দাবি না মানা পর্যন্ত আগামী ২৬ এপ্রিল নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানান তারা। 

এ সময় বক্তরা জানান, দেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা। দীর্ঘদিন কাজ করলে অস্থায়ী কর্মীদের স্থায়ী করা ও স্থায়ী কর্মীদের পদোন্নতি না দেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। স্বল্প বেতনে তাদের সংসার চালানো কষ্ট হচ্ছে।

তাই দ্রুত অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি জানান তারা। 

এ সময় পল্লি দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ভোলা অঞ্চল কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুন্নবী সোহাগ, কার্যকরি সভাপতি মোহাম্মদ মনির হোসেনসহ ভোলা অঞ্চলের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

ইমতিয়াজ/পপি/

ট্রাকচাপায় প্রাণ গেল নৈশপ্রহরীর

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৪ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০২:২৩ পিএম
ট্রাকচাপায় প্রাণ গেল নৈশপ্রহরীর
প্রতীকী ছবি

ঝিনাইদহে ট্রাকের চাপায় বাদল মোল্লা (৫৫) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ৬টার দিকে শহরের হামদহ আল-হেরা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুণ্ডু উত্তর পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি শহরের আল-হেরা মোড় এলাকায় তার দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানায়, ভোরে দায়িত্ব পালনের এক পর্যায়ে রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়েছিলেন বাদল মোল্লা। সে সময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান খবরের কাগজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাহফুজুর/তাওফিক/