ঢাকা ১১ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ধামরাইয়ে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা খুন

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৮:০৪ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৮:০৪ পিএম
ধামরাইয়ে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা খুন
নিহত আবুল কাশেম

ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম নিহত হয়েছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবুল কাশেম উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কাশেমকে দুর্বত্তরা অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। এলাকাবাসী আহতকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কিন্তু নিহতের স্ত্রী শহিদা বেগম বলেন, আমার স্বামী আবুল কাশেম মানিকগঞ্জ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পথে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। মৃত্যুর আগে সে খুনিদের নাম বলে গেছে। আবদুল জলিল, বাছেদ, বাবু, বিল্টু, আলী, আহাদ, সাইম, গফুর ও মালেক নামে ব্যক্তিরা তাকে কুপিয়েছে। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে জানা যায়।  

নিহত আবুল কাশেম ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের অনুসারী বলে জানা যায়। 

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমের খুনিদের গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শামসুল হকের নির্দেশে বিক্ষোভ মিছিল বের করেন। অতিদ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। 

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হোসেন শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুনিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।  

মো. রুহুল আমিন/মাহফুজ 

 

রাঙামাটিতে টিসিবি পণ্য পাচারকালে সেনাবাহিনীর হাতে জব্দ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৪ পিএম
রাঙামাটিতে টিসিবি পণ্য পাচারকালে সেনাবাহিনীর হাতে জব্দ
কাপ্তাই থানা। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাইয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে পাচার হওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কাপ্তাই জেটিঘাট এলাকায় কাপ্তাই সেনা জোনের (অটল ছাপান্ন) সেনারা এসব মালমাল জব্দ করেন।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ফারুকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান।

জব্দ এসব পণ্যের মধ্যে রয়েছে ২০৮ লিটার সয়াবিন তেল, ২৫০ কেজি মসুর ডাল ও ১০০ কেজি চিনি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। মূলত বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি থেকে চোরাইভাবে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যগুলো ইঞ্জিন চালিত বোটে কাপ্তাই জেটিঘাটে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, টিসিবি পণ্যগুলো সেনাবাহিনী কাপ্তাই থানায় হস্তান্তর করেছে। পরে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসব মালামাল হস্তান্তর করা হয়েছে।

জিয়াউর/তাওফিক/ 

সীতাকুণ্ডে ট্রাকের চাপায় ইঞ্জিনিয়ারের মৃত্যু

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পিএম
সীতাকুণ্ডে ট্রাকের চাপায় ইঞ্জিনিয়ারের মৃত্যু
নিহত ইঞ্জিনিয়ার মো. সোলাইমান

চট্টগ্রামের সীতাকুণ্ডে রয়েল সিমেন্ট কারখানায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সোলাইমান (৩০) নামে এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার কুমিরা রয়েল সিমেন্ট ও রড তৈরি কারখানা কেএসআরএম ফ্যাক্টরির ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত ইঞ্জিনিয়ার ভাটিয়ারির উত্তর বাজার যমুনা ব্যাংকের পাশে নজির সওদাগরের বাড়ির জহুর আলমের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, একই মালিকানাধীন রয়েল সিমেন্ট ফ্যাক্টরি ও রড তৈরি কারখানা কেএসআরএম পাশাপাশি অবস্থিত। ইঞ্জিনিয়ার সোলাইমান রয়েল সিমেন্টে চাকরি করলেও কেএসআরএম স্টিল ও রয়েল সিমেন্টের মাঝখানে একটি পাওয়ার প্লান্ট চেক করতে যান। ফেরার পথে কারখানার ভেতর রড বোঝাই একটি ট্রাক স্কেল করে আসার সময় চালকের অসাবধানতাবশত পিছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় রাতেই নিহতের বড় ভাই মো. জাফর ইকবাল বাদী হয়ে উপজেলার লালানগর গ্রামের নুরুল আলমের ছেলে ট্রাকচালক নুর নবীর (২৮ বিরুদ্ধে থানায় মামলা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, রয়েল সিমেন্ট ফ্যাক্টরি ও রড তৈরির কারখানা একই গেট দিয়ে পাশাপাশি অবস্থিত। যিনি মারা গেছেন, তিনি রয়েল সিমেন্ট ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার। কিন্তু দুর্ঘটনা ঘটেছে কেএসআরএম রডের কারখানার স্কেলে রডবোঝাই গাড়িচাপা পড়ে। এ ঘটনায় ওই চালকের বিরুদ্ধে নিহতের বড় ভাই মামলা করেছেন।

মেহেদী/

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মা-ছেলে আটক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পিএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০০ পিএম
চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মা-ছেলে আটক
চুয়াডাঙ্গায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ভারতীয় মা-ছেলে আটক। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ভারতীয় এক মা ও তার ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কালিনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) ও তার ছেলে তাকের দাস (২৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮-বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন।

সাইফুল ইসলাম জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

মিজানুর/তাওফিক/ 

নড়াইলে হকার্স মার্কেট উচ্ছেদের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ, জীবিকা রক্ষার দাবি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:১২ পিএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম
নড়াইলে হকার্স মার্কেট উচ্ছেদের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ, জীবিকা রক্ষার দাবি
নড়াইলের রূপগঞ্জ বাজারে অবস্থিত হকার্স মার্কেট উচ্ছেদের চেষ্টার বিরুদ্ধে ব্যবসায়িদের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন। ছবি: খবরের কাগজ

নড়াইলের রূপগঞ্জ বাজারে অবস্থিত হকার্স মার্কেট উচ্ছেদের চেষ্টার বিরুদ্ধে ব্যবসায়ীরা সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় হকার্স মার্কেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে হকার্স মার্কেটের শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার। তিনি জানান, দীর্ঘ ২১ বছর ধরে তারা এখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। শহরে ফোর লেন সড়ক ও ড্রেন নির্মাণের সময় নিজেরাই দোকান সরিয়ে নিলেও, প্রশাসনের মৌখিক আশ্বাসে কাজ শেষে রাস্তার পাশে অবশিষ্ট জায়গায় ছোট দোকানঘর নির্মাণ করে পুনরায় ব্যবসা শুরু করেন তারা।

তবে বর্তমানে একটি কুচক্রী মহল তাদের উচ্ছেদে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তিনি। 

মাসুম জমাদ্দার বলেন, ‘আমরা স্বল্প আয়ের মানুষ। এই মার্কেট আমাদের জীবিকা নির্বাহের একমাত্র উৎস। অথচ মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের উচ্ছেদের পাঁয়তারা চলছে।’

তিনি আরও জানান, এখানে কোনো অর্থের বিনিময়ে দোকান বরাদ্দ দেওয়া হয়নি এবং অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই মার্কেট উচ্ছেদ হলে বহু দরিদ্র ব্যবসায়ী, তাদের পরিবার এবং কর্মচারীদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে।

ব্যবসায়ীরা দাবি করেন, মার্কেট জনসাধারণের কোনো ক্ষতির কারণ নয়। তাই তারা সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন হকার্স মার্কেট উচ্ছেদ না করা হয় এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

সাংবাদিক সম্মেলনে হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক লিটন মোল্যা, মনু বিশ্বাস, ফিরোজ, ইসমাইলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শরিফুল/তাওফিক/

 

 

হাটহাজারীতে বসতঘরের সীমানাসংক্রান্ত বিরোধে খুন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০১:৩৪ পিএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম
হাটহাজারীতে বসতঘরের সীমানাসংক্রান্ত বিরোধে খুন
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে বসতঘরের সীমানাসংক্রান্ত বিরোধের জেরে শফিউল আলম (৬৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার ২নং ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ তিতাগাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শফিউল আলমের পুত্র রবিউল আলম (১৫)।

 স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শফিউল আলম তার সন্তান রবিউলকে নিয়ে নিজ ঘরের কাজ করছিলেন। এ সময় একই বাড়ির মো. সেলিম ও তার পুত্র সজীব উদ্দিন হঠাৎ দেশীয় অস্ত্র (দা) দিয়ে তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিন কবির শফিউলকে মৃত ঘোষণা করেন এবং রবিউল আলমের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। 

হাটহাজারী মডেল থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক মর্গে পাঠান।

এলাকার ইউপি সদস্য মো. মহিন উদ্দিন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডে ইউপি সদস্যের দায়িত্ব পালন করে আসছি। কখনো উভয় পক্ষের কোনো রকম অভিযোগ পাইনি। হঠাৎ কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল বুঝে আসছে না। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই।’ নিহতের পরিবার থানায় মামলা করবে বলেও জানান তিনি। 

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। অপরাধী যেই হোক, দ্রুত সমযের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।’ ইতোমধ্যে পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করে দিয়েছে বলেও জানান তিনি।

তাওফিক/