
শেরপুরের নালিতাবাড়ীতে ফসল রক্ষার্থে কৃষকের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক মাদি বন্যহাতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উপজেলার সীমান্তবর্তী লাল টেঙ্গুরনামা গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েক দিন ধরে বন্যহাতির একটি দল নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন পাহাড়ের টিলায় অবস্থান নেয়। দিন গড়িয়ে সন্ধ্যা হলেই লোকালয়ে হানা দিচ্ছে। তাই কৃষকরা তাদের ধানখেত রক্ষা করতে জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখছেন। এর ফলে ভয়ে বন্যহাতির দল ধানখেতে হানা দিতে আসে না।
কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর ১৫/২০টি হাতি উপজেলার সমশ্চুড়া পাহাড়ের লাল টেঙ্গুরনামা গুচ্ছগ্রাম এলাকার লোকালয়ে হানা দেয়। এ সময় ওই এলাকার কৃষক জিয়ারুলের ধানের খেতে হাতির দল হানা দিলে আগে থেকেই তার খেতে দেওয়া বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় একটি বন্যহাতি। এ সময় সঙ্গে থাকা অন্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায়। একপর্যায়ে মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ওই সময় এলাকাবাসী ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসেনি।
পরে প্রায় দুই ঘণ্টা পর হাতির দলটি পাহাড়ে চলে যায়। এদিকে, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আসে এবং মৃত হাতির পাশ থেকে জিআই তার উদ্ধার করে।
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, 'মৃত হাতিটির ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে।'
শাকিল মুরাদ/জোবাইদা/