
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার চরাঞ্চল চানপুরের মৌহিনীপুর গ্রামের বড় বাড়ি বংশ ও জান মাহমুদ বাড়ি বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
একটি গ্রুপের নেতৃত্ব দেন বড় বাড়ির বংশের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও অপর গ্রুপের জান মাহমুদ বাড়ির বংশের নেতৃত্ব দেন শামসু মেম্বার।
চানপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকার নিহতের খবর নিশ্চিত করেছেন। তবে পুলিশ দুপুর ১টা পর্যন্ত একজন নিহতের ঘটনা নিশ্চিত করেন।
সংঘর্ষে নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের আমিন (২৩) ও বাশার (৩৫)। নিহতরা সালাম গ্রুপ ও বড় বাড়ির বংশের সদস্য।
প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত জানা যায়নি।
আহতদের মধ্যে দুই বংশেরই লোকজন রয়েছেন।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে বিগত কয়েক মাস ধরে ওই চরাঞ্চলের সালামের বংশের লোকেরা এলাকার বাইরে ছিল। আজ (শুক্রবার) সকালে তারা এলাকায় ঢোকার চেষ্টা করলে শামসু মেম্বারের বাড়ির লোকেরা তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় দুই যুবক নিহত হন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘দুজন মারা গেছে শুনেছি, তবে একজনের লাশ বুঝে পেয়েছি। এলাকার পরিস্থিতি এ মুহূর্তে শান্ত আছে। আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।’
শাহিন/পপি/