
চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে নিহত হওয়া শিশুকে নিয়ে সড়কে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার (২২ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত শিশুটির মরদেহ নিয়ে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
জানা গেছে, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ মীরপুরে হাতির আক্রমণে মো. আরমান জাওয়াদ নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই শিশুটির মা খজিমা বেগম (৩০)। শুক্রবার (২১ মার্চ) রাত ২টার দিকে উপজেলার বড় উঠানের শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু আরমান জাওয়াদ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। শিশুটির মা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার সকাল থেকে এলাকাবাসীরা শিশুটির মরহেদ সড়কে রেখে বনবিভাগের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ওই এলাকা থেকে হাতিগুলোকে তাড়ানোর। বিভিন্ন সময় জেলা প্রশাসনসহ বনবিভাগের ঊধ্বর্তন কর্তৃপক্ষকে স্বারকলিপি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বার বার হাতির আক্রমণের শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।
নিহত শিশুর বাবা মোহাম্মদ ইব্রাহীম জানান, শুক্রবার রাতে একটি বন্য হাতি এসে আমাদের টিনের ঘর ভাঙচুর করে। এ সময় প্রাণ বাঁচতে আমার স্ত্রী খজিমা বেগম তিনমাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ঘর থেকে বের হতেই হাতিটি সামনে পড়েন। হাতিটি শুঁড় দিয়ে আমার বাচ্চাকে তুলে আছাড় দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় আমার স্ত্রী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে অবরোধের ফলে সড়কের উভয় দিকে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।
স্থানীয় আবদুল মুহিত বলেন, এই এলাকা থেকে হাতিগুলো সরানো না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। উপজেলা প্রশাসন, বনবিভাগ ও কেপিজেড কর্তৃপক্ষকে এই নিশ্চয়তা দিতে হবে।
স্থানীয় আবদুল মান্নান জানান, এই এলাকায় হাতির আক্রমণে একের পর মানুষের প্রাণ যাচ্ছে। সবশেষ শিকার তিন মাসের নিষ্পাপ বাচ্চাটি। অথচ কোনো সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। রাত হলেও আতঙ্কে থাকি। আর কত মানুষের প্রাণ গেলে এর সদুত্তর মিলবে। আমরা বন বিভাগ ও প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।
হাতির আক্রমণে শিশু মৃত্যুর ঘটনায় ৬ ঘণ্টা পর সড়কের অবরোধ তুলে নিয়েছে এলাকাবাসী। শনিবার দুপুর ১ টার দিকে অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
তিনি বলেন, হাতির আক্রমণে শিশু নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে তার পরিবার ও এলাকাবাসী সড়ক অবরোধ করে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বোঝানোর পর সমাধানের আশ্বাসে দুপুরের দিকে অবরোধ ছেড়ে দেয় এলাকাবাসীরা।
এর আগে সকাল সাড়ে ৬টা থেকে দুপুর পর্যন্ত পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর কেইপিজেড গেইট এলাকায় হত্যার প্রতিবাদ জানিয়ে অবরোধ করে এলাকাবাসী। সকাল ১০টায় দিকে সড়কেই শিশু আরমান জাওয়াদ এর নামাযে জানাজা অনুষ্ঠিত হয়।
আবদুস সাত্তার/মাহফুজ