ঢাকা ১৬ বৈশাখ ১৪৩২, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
English
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা এখন যানজটের নগরী

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:৪৭ এএম
কুমিল্লা এখন যানজটের নগরী
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে মনোহরপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রভাব পড়েছে শহরের অন্যান্য সড়কে। ছবি: খবরের কাগজ

অতিরিক্ত যানবাহনের চাপ, যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল, রাস্তার ওপরে নির্মাণসামগ্রী রাখাসহ নানা কারণে কুমিল্লার ট্রাফিক ব্যবস্থাপনা প্রায় ভেঙে পড়েছে। ফলে কুমিল্লা এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। নিত্যদিনের যানজটে নাভিশ্বাস উঠেছে নগরবাসীর।

বিশেষ করে ঈদকে সামনে রেখে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে মনোহরপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ায় এর চাপ পড়েছে অন্য সড়কগুলোতে। এতে নগরীর বিভিন্ন সড়কের অন্তত ২০টি স্থানে মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে। চৈত্রের দুপুরে যানজট ঠেলে ঘেমে-নেয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে নগরবাসীকে। নষ্ট করতে হচ্ছে কর্মঘণ্টা। আর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, নগরীর সড়কগুলোতে অন্তত ১০ গুণ বেশি যানবাহন চলাচল করছে। কিন্তু এর বিপরীতে প্রয়োজনের তুলনায় অপ্রতুল জনবল নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা সামলাতে হচ্ছে। ইচ্ছে থাকলেও সবকিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

গেল কয়েক দিন কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে যানজটের ভয়াবহ চিত্র দেখা গেছে। বিশেষ করে নগরের কান্দিরপাড় থেকে পুলিশলাইন্স সড়ক, টমসন ব্রিজ সড়ক ও রানীর বাজার সড়কে দীর্ঘ যানজট লেগেই থাকে। এ ছাড়াও নগরীর রাজগঞ্জ, চকবাজার, মোগলটুলি, ফৌজদারি মোড়, বাদুড়তলা, সালাউদ্দিন মোড়, শাসনগাছা, বাদশা মিয়ার বাজার, রেসকোর্সসহ বেশ কয়েকটি স্থানে যানজটের কারণে মানুষকে ভোগান্তি পোহাতে দেখা গেছে। এসব এলাকায় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত থেমে থেমে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গেল কয়েক মাসে কুমিল্লা শহরে রিকশা, ব্যাটারিচালিত রিকশা এবং ইজিবাইকের সংখ্যা অন্তত পাঁচগুণ বেড়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে নগরজুড়ে দাপিয়ে বেড়ানো এসব পরিবহরনর কারণেই বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। এ ছাড়াও নগরীর বেশ কয়েকটি স্থানে গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। এসব এলাকায়ও যানজট নিত্য চিত্র। তার ওপর হঠাৎ করে কান্দিরপাড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এর চাপও পড়েছে অন্যান্য সড়কে। সেই সঙ্গে সড়ক দখল করে গাড়ি পার্কিং, যত্রতত্র নির্মাণসামগ্রী রেখে সড়ক দখল, ফুটপাত দখল করে হকারদের বাণিজ্যের কারণে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এ রকম অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

কুমিল্লার শুভপুর এলাকার বাসিন্দা রাফি শামস্ বলেন, কুমিল্লার ট্রাফিক ব্যবস্থাপনা একেবারেই ভেঙে পড়েছে। সড়কগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ, দীর্ঘ যানজট ও ভোগান্তিতে এক প্রকার অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর থেকে পরিত্রাণের পথ খোঁজা জরুরি হয়ে পড়েছে। নগরবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

কান্দিরপাড়ে ঈদের কেনাকাটা করতে আসা আড়াইওড়া এলাকার বাসিন্দা হাজি কবির হোসেন বলেন, মানুষের চলাচলের সুবিধার্থে কান্দিরপাড় রাস্তায় যান চলাচল বন্ধ করা হলেও এর কোনো সুফল মিলছে না। হকাররা সড়কটি দখলে নিয়েছে। যানবাহন চলাচল বন্ধ হলেও হকারদের কারণে সাধারণ পথচারীরা হাঁটাচলা করতে পারছে না।

কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়কে মালামাল রেখে ব্যবসা করতে বসেছেন মো. হারুনুর রশিদ নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। তিনি বলেন, দখল করেই ব্যবসা করতে হয়। আমার তো পুঁজি নেই যে দোকান ভাড়া করে ব্যবসা করব। অল্প পুঁজিতে ব্যবসা করি। রাস্তা-ফুটপাত দখল করলে যানজট লাগে তা জানি, কিন্তু কী করব? আর তো কোনো উপায় নেই।

এ বিষয়ে কুমিল্লার ট্রাফিক ইন্সপেক্টর সারোয়ার মোহাম্মদ পারভেজ বলেন, ‘ঈদকে সামনে রেখে ব্যবসায়ী সমিতির চাহিদার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী কান্দিরপাড় এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে অন্য সড়কগুলোতে কিছুটা চাপ বেড়েছে। প্রতিবছরই ঈদ এলে এই এলাকাটিতে যান চলাচল বন্ধ রাখা হয়। সে ধারাবাকিতায় এবারও বন্ধ রাখা হয়েছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন।’

চাহিদার তুলনায় ট্রাফিক পুলিশের জনবল সংকটের কথা জানিয়ে তিনি বলেন, শহরের যানজট নিয়ন্ত্রণে আমাদের ৫২ জন ট্রাফিক পুলিশের সদস্য কাজ করছেন, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। ফলে প্রত্যেককেই বাড়তি ডিউটি করতে হচ্ছে। তার পরও আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি যানজট সমস্যা কিছুটা কমাতে পারব।

নগরীর যানজট নিরসন বিষয়ে প্রশ্ন করা হলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, শহরের যানজট নিরসনে আমাদের কাছে চ্যালেঞ্জ রয়েছে। ৫ আগস্টের পরে কুমিল্লা শহরে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। আগে যেখানে পুরো শহরে ৫/৬ হাজার রিকশা, অটোরিকশা ছিল- এখন তা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। যার ফলে সবকিছু নিয়ন্ত্রণ কিছুটা কষ্টসাধ্য। তার পরও  ঈদ ঘিরে যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থা রয়েছে।

উৎস ব্লক ফ্যাক্টরি ও রাজশাহী ব্লকটেকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পিএম
উৎস ব্লক ফ্যাক্টরি ও রাজশাহী ব্লকটেকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
ছবি: খবরের কাগজ

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবার নির্মাণখাতে অবদান রাখতে সরকারের নির্দেশনা মোতাবেক পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তিতে নির্মাণের আধুনিক উপকরণ হিসেবে উন্নতমানের ব্লক তৈরি করছে। এর ফলে পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার কার্যক্রম কমে আসবে। নির্মাণখাতে তৈরি হবে যুগান্তকারী প্রযুক্তি।

এ লক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) দুপুরে রাজশাহীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে নাবিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান উৎস ব্লক ফ্যাক্টরি ও রাজশাহী ব্লকটেক-এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।  

ক্রয়-বিক্রয় সংক্রান্ত এ চুক্তি সম্পাদন অনুষ্ঠানে নাবিল গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন উৎস ব্লক ফ্যাক্টরির স্বত্বাধিকারী ইসরাত জাহান। অপরদিকে রাজশাহী ব্লকটেকের পক্ষে সমঝোতা স্মারকের স্বাক্ষর করেন স্বত্বাধিকারী মশিউল আলম।

এ সময় তারা বলেন, পরিবেশ রক্ষায় নির্মাণ সামগ্রী হিসেবে ব্লক উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সরকারি স্থাপনা নির্মাণকাজেও ব্লক ইটের ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হয়েছে। পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তির হওয়ায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ব্লক। কাজেই এখন ব্যক্তিগত স্থাপনা নির্মাণখাতেও ব্লকের বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এ দুটি প্রতিষ্ঠান এক হয়ে দেশের ব্লক তৈরির বাজারে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চায়।

এনায়েত করিম/মাহফুজ

নড়াইলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩১ পিএম
আপডেট: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৩ পিএম
নড়াইলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
ধর্ষক নুরনবী শেখ (২২)। ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুরনবী শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৮ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

এর আগে রবিবার এই ধর্ষণের ঘটনা ঘটলে রাতেই লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া রাজাপুর গ্রাম থেকে ধর্ষককে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।

গ্রেপ্তার নুরনবী লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া রাজাপুর গ্রামের নূর মিয়া শেখের ছেলে।

পুলিশও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় স্কুল গেটের সামনে থেকে নুরনবী তাকে জোর করে তুলে নিয়ে লোহাগড়া পৌরসভায় একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

পরে ওই ছাত্রী স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘটনা খুলে বলে। এরপর ওই ছাত্রীর বাবা লোহাগড়া থানায় ধর্ষণ মামলা করেন।

ওসি মো. আশিকুর রহমান এ বিষয়ে বলেন, ‘ধর্ষণের ঘটনা ঘটলে ওইদিন রাতেই আমরা নুরনবীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’

শরিফুল ইসলাম/সুমন/

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, আহত ৫

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, আহত ৫
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। 

রবিবার (২৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের আলিম উদ্দিন বিশ্বাসের সমর্থকদের সঙ্গে স্থানীয় রেজওয়ান বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। রবিবার রাতে রেজওয়ানের সমর্থক তুষারের সঙ্গে আলিম উদ্দিনের সমর্থক মুকুলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। 

পরে রাতে আলিম উদ্দিনের লোকজন রেজওয়ান বিশ্বাসের সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। বাঁধা দিলে পিটিয়ে ও কুপিয়ে নারীসহ ৫ জনকে আহত করা হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মাহফুজুর রহমান/মাহফুজ

 

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, ২ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পিএম
বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, ২ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশের সোপার্দ করেছে এলাকাবাসী।

রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে তাদের আটক করে গণধোলাই দেওয়া হয়। এঘটনায় সোমবার সকালে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মোহাম্মদ রেজাউল করিম বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চোরদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো-রূপগঞ্জের মাসাবো এলাকার মো. রবিউল ইসলাম (২৩), একই এলাকার রাকিবুল ইসলাম (২০)। তবে মো. সাগর নামের আরও এক চোর পালিয়ে যায়।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির দায়ে দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। দুই চোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইমরান হোসেন/মাহফুজ 

 

সিওমেকে চিকিৎসককে মালাউনের বাচ্চা বলে গালি, হাতাহাতি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পিএম
আপডেট: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পিএম
সিওমেকে চিকিৎসককে মালাউনের বাচ্চা বলে গালি, হাতাহাতি
সিওমেকে চিকিৎসককে মালাউনের বাচ্চা বলে গালি দেওয়ায় মেজাজ হারান চিকিৎসক। ছবি: খবরের কাগজ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে রোগীর এক স্বজনের বিরুদ্ধে ডা. তনয় বর্ধন নামে এক চিকিৎসককে মালাউনের বাচ্চা ও আবাদি বলে গালি দেওয়ার অভিযোগ উঠছে। 

রবিবার ( ২৭ এপ্রিল) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চিকিৎসক ও রোগীর স্বজনের হাতাহাতির ঘটনার একটি ভিডিও রবিবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে রোগীর আত্মীয় ও বন্ধুকে চিকিৎসকের লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। ভিডিওতে দেখা যায় কর্তব্যরত চিকিৎসককে কিছু একটা বলায়, রোগীর ভাইকে মারতে তেড়ে যান চিকিৎসক। ভিডিওতে এক যুবককে লাথি মারতেও দেখা যায়।

তবে সেই চিকিৎসকের দাবি মালাউনের বাচ্চা ও আবাদি বলে গালি দেওয়াসহ  অশোভন আচরণ করায় মেজাজ হারান তিনি।

জানা গেছে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা নিতে আসেন জুবায়ের আহমদ নামে এক ব্যক্তি। ঘটনার সময় রোগীর অ্যাপেন্ডিসাইটস-এর ব্যথা হচ্ছিল। তখন পাশের ওয়ার্ডে এক রোগী মারা গেলে ডা. তনয় বর্ধন সেখানে দ্রুত যাচ্ছিলেন। ওই সময় রোগীর বিছানায় শুয়ে পায়ের ওপর পা তুলে তাকে ‘এই স্যার’ বলে ডাক দিচ্ছিলেন রোগীর স্বজন। তখন চিকিৎসক তার ডাক দেওয়ার বাচন ও শারীরিক ভঙ্গি ভালো না লাগার কথা ওই রোগীর স্বজনদের জানান। এই কথা শুনে চিকিৎসককে মালাউন, নন সিলেটি ও আবাদি বলায় নিজের মেজাজ হারিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ডা. তনয় বর্ধন।

এ ব্যাপারে ভুক্তভোগী রোগী জোবেল আহমেদ ও তার বন্ধু জুবায়ের বলেন, ‘অ্যাপেন্ডিসাইটিস-এর ব্যথা ওঠায় চিকিৎসককে ডাক দিলে তিনি আসছেন বলে ইমার্জেন্সি অন্য একটি রোগী দেখতে আরেকটি ওয়ার্ডে চলে যান। পরবর্তীতে চিকিৎসক আসার পর আবার যখন আমি ডাক দেই তিনি বলেন, এইভাবে ডাকছেন কেন। আমি বললাম স্যার বলেই তো ডাকলাম, পরবর্তীতে চিকিৎসক ক্ষেপে গিয়ে থাপ্পড় ও লাথি দেন।’

এ বিষয়ে ওই ওয়ার্ডে কর্তব্যরত আরেক চিকিৎসক ডা. রুবেল আহমেদের সঙ্গে কথা বলে জানা যায়, রোগীর স্বজনদের ডা. তনয়কে ডাকার ভঙ্গি ভালো ছিল না। আর পরবর্তীতে যখন ডা. তনয় ফিরে আসেন তখন তাকে গালাগালি করলে তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং এই ঘটনা ঘটে।’

এ ব্যাপারে ডা. তনয় বর্ধন বলেন, ‘পাশের ওয়ার্ডে একজন রোগী মারা যান। তাই আমি দ্রুত সেখানে যাচ্ছিলাম। তখন রোগীর বিছানায় শুয়ে পায়ের উপর পা তুলে তাকে ‘এই স্যার, এই স্যার’ বলে ডাক দিচ্ছিলেন রোগীর এক স্বজন। পরে আমি পাশের ওয়ার্ড থেকে এসে তাকে জিজ্ঞেস করলাম যে, সে কেন এভাবে আমাকে ডাকল। আমার কথা শুনে তিনি আমাকে স্থানীয় ক্ষমতার কথা বলেন এবং আমাকে মালাউনের বাচ্চা, নন সিলেটি, আবাদি বলায় নিজের মেজাজ হারিয়ে ফেলি। তখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে আমি পরে বুঝতে পারি এভাবে মেজাজ হারানো আমার ঠিক হয়নি। আমি এইজন্য অনুতপ্ত। পরবর্তীতে রোগীর বাবার কাছে গিয়ে সব কিছু বুঝিয়ে বললে তারা বিষয়টা বুঝতে পারেন। এর জন্য দুঃখ প্রকাশ করেন।’

এ ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা ৭ কর্মদিবসে প্রতিবেদন দিবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সুমন/