
সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ দখলদারদের ইটপাটকেল নিক্ষেপের কারণে ঘটনাস্থল থেকে সরে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভাঙচুর করা হয়েছে পুলিশের তিনটি গাড়ি।
রবিবার (২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার ফুটপাত উচ্ছেদ অভিযানে এই ঘটনা ঘটে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির জানান, আসন্ন ঈদকে ঘিরে সড়কে চলাচল স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় উচ্ছেদে গেলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দখলদাররা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ৩টি যানবাহনে ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সহস্রাধিক স্থাপনা উচ্ছেদ
অন্যদিকে এক দিন পরই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অনুষ্ঠান। এরপরই মুসলিম উম্মাহর সবচেয় বড় উৎসব ঈদুল ফিতর ঘিরে রাজধানী ঢাকা ছাড়বে কোটি মানুষ। এই দুটি উৎসবেই মানুষ চলাচলের জন্য রাজধানীর সঙ্গে যোগাযোগ স্থাপনকারী অন্যতম সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক। তাই ঈদযাত্রা ও স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা ঘিরে যাতে চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ সহস্রাধিক দোকানপাট। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও অভিযানে সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।