
যশোর শিক্ষা বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী। গত বছরের তুলানায় ২১ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী কমেছে। ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৭০০ জন। পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৮৫ জন ছাত্র ও ৭১ হাজার ৯৭৯ জন ছাত্রী। বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের সংখ্যা হলো, বিজ্ঞান বিভাগে ৪০ হাজার ১৪৪ জন, মানবিক বিভাগে ৮৫ হাজার ২৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৬৮২ জন। গত কয়েক বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমানসহ কয়েকজন শিক্ষক জানান, আগে অনেক শিক্ষার্থীকে বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বাধ্য হতো। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির চাপে যা করা হতো। বর্তমানে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভাপতির দায়িত্ব পালন করছেন। এতে শিক্ষকরা আর অনৈতিক চাপের মুখে নেই। এবার টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে আশা করা হচ্ছে, এবারের পরীক্ষার ফল আগের বছরের তুলনায় ভালো হবে।
অধ্যাপক ড. আব্দুল মতিন জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা বোর্ডের ২৯৯টি পরীক্ষা কেন্দ্র সচিবদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ নিশ্চিত করা হবে এবং পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে এবং লাল পতাকা চিহ্নিত করা হবে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ কেন্দ্রে ঢুকলে তাকে গ্রেপ্তার করা হবে। পরীক্ষার সময় কোনো শিক্ষক বা কর্মকর্তা আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো শিক্ষকের কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে দায়িত্ব থেকে সঙ্গে সঙ্গে অব্যাহতি দেওয়া হবে।