ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি, সরাইলের এসিল্যান্ড প্রত্যাহার

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৩:০২ পিএম
আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৩:৫১ পিএম
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি, সরাইলের এসিল্যান্ড প্রত্যাহার
ছবি: খবরের কাগজ

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই দিন সকালে ফেসবুক পেজে দেওয়া পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষক দাবি করা হয়। যদিও পোস্টটি কিছুক্ষণ পরে পেইজ থেকে মুছে দেওয়া হয়। এরপর পৃথক আরেক পোস্টে আইডি হ্যাক হয়েছিল বলে দাবি করেন এসিল্যান্ড কায়ছান।

এসিল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পোস্টটিতে লিখা ছিল-

‘পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে, শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা।’

‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন-বাংলাদেশ স্বাধীন! এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬শে মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল।’

‘আমাদের স্বপ্ন-একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর, উন্নত বাংলাদেশ। যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, শিক্ষার মান আরও উন্নত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর এবং সর্বোপরি-গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার থাকবে সুসংহত।’

‘অর্জিত স্বাধীনতা কেবল একটি ঘটনা নয়, জীবনধারার প্রাত্যহিকতায় মুক্তির আবেশ দায়িত্ব এদেশের প্রতিটি সন্তানের কাঁধে, আগামী দিনে গড়তে হবে সোনার বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...'

এদিকে, পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াচ অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন।

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, সরাইলের এসিল্যান্ড ফ্যাসিবাদের দোসর। তার এই নাটকে কাজ হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, ফেসবুক পোস্টের জেরে এসিল্যান্ড কায়ছানকে সরাইল থেকে প্রত্যার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজিজুল/জুয়েল/সিফাত/

ইউএনও’র হস্তক্ষেপে বেতন-ভাতা পেলেন ৫৪ শিক্ষিকা

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৭:১৬ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৭:১৭ পিএম
ইউএনও’র হস্তক্ষেপে বেতন-ভাতা পেলেন ৫৪ শিক্ষিকা
বেতনের অপেক্ষায় শিক্ষিকারা। ছবি: খবরের কাগজ

আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির আওতায় বাগেরহাটে ‘সুখী মানুষ’ নামক একটি এনজিওর বাস্তবায়নাধীন শিক্ষা কর্মসূচির ৫৪ জন শিক্ষিকার বেতন-ভাতা উত্তোলন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। বুধবার (৪ জুন) কোরবানির ঈদের শেষ কর্মদিবসে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ওই নারী শিক্ষিকারা তাদের বেতন-ভাতা তুলতে সক্ষম হন।

এনজিও ‘সুখী মানুষ’ পরিচালিত ওই শিক্ষা কার্যক্রমের কয়েকজন শিক্ষিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির সুপারভাইজার বশির কয়েকজন শিক্ষিকার চেকবই ও ডেবিট কার্ড, ডেবিড কার্ডের পাসওয়ার্ড নিয়ে গেছেন এবং তাদের তিন মাসের বেতন, বোনাস ও ঘরভাড়া-সহ মোট ২৬ হাজার ৬০০ টাকার একটি অংশ তিনি রেখে দিবেন। বিষয়টি আমলে নিয়ে তিনি বাগেরহাট উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচালক শুভেন্দু ঘোষকে জানালে তিনি ডাচ বাংলা ব্যাংকে এসে প্রত্যেক শিক্ষিকার বেতন তাদের স্ব স্ব হিসাব নম্বরে প্রদানের ব্যবস্থা করেন। এসময় টাকা বুঝে পেয়ে শিক্ষিকারা সন্তোষ প্রকাশ করেন।

অভিযুক্ত সুপারভাইজার বশির দাবি করেন, তিনি শিক্ষিকাদের সহযোগিতা করার জন্য ডেবিট কার্ড ও পিনকোড নিয়েছিলেন। কিন্তু সার্ভার ডাউনের কারণে বেতন তোলা যাচ্ছিল না। ফলে কয়েকজন শিক্ষিকা তাকে ভুল বুঝে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। এসময় কয়েকজন শিক্ষিকা তার এ বক্তব্যকে সমর্থন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চিতলমারী, মোল্লাহাট ও বাগেরহাট সদর উপজেলায় শিক্ষকদের বেতন ও ভাতা নিয়ে এ ধরনের পায়তারা চলছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন শিক্ষিকারা।

বাগেরহাট জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচালক শুভেন্দু ঘোষ জানান, খবর পেয়ে তিনি ফকিরহাট এসে শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছেন। তিনি উপস্থিত থেকে প্রত্যেক শিক্ষিকার একাউন্টে টাকা পোস্টিং এর ব্যবস্থা করেছেন। তবে সার্ভার জ্যাম থাকায় একটু দেরি হচ্ছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন বলেন, কয়েকজন শিক্ষিকার অভিযোগ পেয়ে বিষয়টি সমাধানের দায়িত্ব দিয়েছি। আশা করি দ্রুত সমাধান হয়ে যাবে।

উল্লেখ্য বেসরকারী সংস্থা ‘সুখী মানুষ’ বাগেরহাটের ৮টি উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি পরিচালনা করে আসছে। রামপাল, কচুয়া, মোড়েলগঞ্জ ও মংলা উপজেলায় সহযোগী সংস্থার মাধ্যমে কর্মসূচি পরিচালনা করেছে। এদিকে বাগেরহাট সদর, চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় সুখী মানুষ নিজে কার্যক্রম পরিচালনা করে আসছে। 

প্রকল্পের শুরু থেকে সুখী মানুষ কোটি কোটি টাকার অনিয়ম করেছে বলে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর দূদক বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

রিফাত আল মাহামুদ/মাহফুজ

 

ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৪ দিনের ছুটি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৬:১৩ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৬:২৩ পিএম
ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৪ দিনের ছুটি
আখাউড়া স্থলবন্দর। ছবি: খবরের কাগজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা চারদিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এসময় বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।

বন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার (৬ জুন) থেকে সোমবার (৯ জুন) বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কাযক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (১০ জুন) বন্দরে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরারাজ্যসহ সাতটি পাহাড়িরাজ্যে পাথর, সিমেন্ট, ছোট-বড় মাছ, শুটকিসহ প্রায় অর্ধশতাদিক পণ্য রপ্তানি হয়। সম্প্রতি ভারত বেশ কয়েকটি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এ বন্দরে রপ্তানি আয় প্রায় অর্ধেকে নেমে আসে।

জুটন বনিক/মাহফুজ

 

শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায়, নাশকতার আশঙ্কা নেই

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৬:২৭ পিএম
শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায়, নাশকতার আশঙ্কা নেই
শোলাকিয়ায় ব্রিফিং করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। ছবি: খবরের কাগজ

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ১৯৮তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ঈদের জামাতের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। নারীদের জন্য সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ও র‍্যাব কর্মকর্তারা জানিয়েছে, শোলাকিয়া ঈদগাহে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই।

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, সারা দেশ ও বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজের জন্য আসবেন। যারা এক থেকে দুই দিন আগে চলে আসেন, তাদের জন্য পৃথক স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থানগুলো হলো আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় ও বাগে জান্নাত নুরানি মাদ্রাসা। দূর-দূরান্ত থেকে যে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসবেন, তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে অজুর পানির ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা করা হচ্ছে। মুসল্লিদের কোনো শারীরিক সমস্যা হলে এখানে মেডিকেল ক্যাম্প থাকবে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য। ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

বুধবার (৪ জুন) দুপুরে জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেম উদ্দিন শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পরে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির সাংবাদিকদের শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ঈদের জামাতে অংশগ্রহণের জন্য মুসল্লিদের জন্য ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। শোলাকিয়া এক্সপ্রেস-১ ভৈরব থেকে ছাড়বে সকাল সাড়ে ৬টায়। শোলাকিয়া এক্সপ্রেস-২ ময়মনসিংহ থেকে ছাড়বে সকাল পৌনে ৬টায়। উভয় ট্রেন কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায়।

পুলিশ সুপার কাজেম উদ্দিন বলেন, ঈদ জামাতকে কেন্দ্র করে শোলাকিয়ায় ঈদগাহ-সহ আশপাশের এলাকাকে ৭টি সেক্টরে বিভক্ত করে ৪টি নিরাপত্তা বলয় করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্যে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও জেলা প্রশাসন মিলে একসঙ্গে কাজ করব। নিরাপত্তার জন্য ৫০টি মেটাল ডিটেক্টর, ৮টি আর্চওয়ে গেইট, ৬৪টি সিসি ক্যামেরা, ৮টি ড্রোন ক্যামেরা, ৪টি লাইভ ক্যামেরাসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবহার নেওয়া হয়েছে। একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। মুসুল্লিদের প্রতি অনুরোধ থাকবে শুধু জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করবেন।

স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স থাকবে। সড়ক ও মহাসড়কে মোবাইল টিম মোতায়েন থাকবে। দূর-দূরান্ত থেকে আসা মুসুল্লিরা যেকোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য র‍্যাব টহল দিবে। সামাজিক যোগাযোগ মাধ্যম-সহ অন্যান্য প্লাটফর্মে কোনো ধরনের গুজব ও উস্কানিমূলক কোনোকিছু ছড়াতে না পারে সেজন্য আমাদের সাইবার মনিটরিং সেল কাজ করছে। ওয়াচ-টাওয়ারে স্বয়ংক্রিয় স্নাইপার রাইফেল থাকবে যেন যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ করতে পারেন। 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মাহমুদুল ইসলাম তালুদকদার, শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া ও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তাসলিমা আক্তার মিতু/মাহফুজ

 

মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য, বিপাকে বড় গাড়ি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:৪২ পিএম
মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য, বিপাকে বড় গাড়ি
ছবি: খবরের কাগজ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সিএনজিচালিত অটোরিকশার দৌরাত্ম্য। এই তিন চাকার বাহনটির জন্য বিপাকে পড়তে হচ্ছে দ্রুতগতির বাস ও ট্রাকগুলোর। মহাসড়কে এই অটোরিকশাগুলোকে বাঁধাও দিচ্ছে না পুলিশ। 

টাঙ্গাইলের মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার মহাসড়ক। এর মধ্যে মির্জাপুর থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত মহাসড়কে দেখা যায় সিএনজির দৌরাত্ম্য।

হানিফ পরিবহনের একটি বাসের চালক মজিবর রহমান বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশার কারণে বাস চালাতে সমস্যা হচ্ছে। কারণ, তারা সাইট দেয় না, হালকা টাচ লাগলেই এক্সিডেন্ট হবে। যেহেতু সাইট লেন আছে চাইলে তারা সাইট দিয়ে যেতে পারে, কিন্তু যায় না।’

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘অবশ্যই সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনি মহাসড়কের মোবাইল টিমকে বলে দিচ্ছি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।’

জুয়েল রানা/অমিয়/

মুন্সীগঞ্জে আম পাড়তে গিয়ে কারখানা শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৪:৩১ পিএম
মুন্সীগঞ্জে আম পাড়তে গিয়ে কারখানা শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জ জেলারেল হাসপাতাল। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জ সদরে গাছ থেকে আম পাড়তে গিয়ে পলাশ শেখ (২২) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টার দিকে সদরের বজ্রযোগিনী এলাকায় রাকা ইন্ডাস্ট্রি নামের একটি অ্যালুমিনিয়াম কারখানায় এ ঘটনা ঘটে। 

পলাশ স্থানীয় শুয়াপাড়া এলাকার নাজিম শেখের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টায় কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন পলাশ। দুপুরে কারখানা থেকে খবর আসে সেখানে গাছ থেকে আম পাড়তে গিয়ে অসতর্কতাবশত কারখানার টিনের শেড ভেঙে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম খবরের কাগজকে  বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ এখনো পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

মঈনুদ্দীন/পপি/