ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩২, শুক্রবার, ০৬ জুন ২০২৫
English
শুক্রবার, ০৬ জুন ২০২৫, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩২

যশোরে মুক্তিপণের টাকাসহ শিশু অপহরণকারী আটক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১০:৫৯ এএম
আপডেট: ২৯ মার্চ ২০২৫, ১২:১৮ পিএম
যশোরে মুক্তিপণের টাকাসহ শিশু অপহরণকারী আটক
ছবি : খবরের কাগজ

যশোরে পুলিশের অভিযানে চট্টগ্রামের বোয়ালখালী থানায় শিশু অপহরণের ঘটনায় মূলহোতাকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের প্রায় চার লাখ টাকা।
 
পুলিশসূত্রে জানা যায়, গত ২৫ মার্চ চট্টগ্রামের বোয়ালখালী থানার চরণদ্বীপ ইউনিয়ন এলাকা থেকে আফরানুর (৮) নামে এক শিশু অপহৃত হয়। এ ঘটনায় পরদিন বোয়ালখালী থানায় একটি অপহরণ মামলা করা হয়। মামলার তদন্তকালে বোয়ালখালী থানা পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত ব্যক্তি শার্শার গোড়পাড়া এলাকায় অবস্থান করছে। বিষয়টি শার্শা থানা পুলিশের সঙ্গে শেয়ার করলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, যশোরের শার্শা থানা পুলিশের একাধিক টিম বেনাপোল ও শার্শার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বেনাপোল থানাধীন পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে নগদের এক এজেন্ট জহিরুলকে আটক করা হয়। তার অ্যাকাউন্টে ৩ লাখ ৯৮ হাজার টাকা জমা হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এই অর্থ দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী ইকবাল হোসেনের। পরে ইকবালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চট্টগ্রামের পূর্বপরিচিত মহিউদ্দিন ব্যবসায়িক লেনদেনের পাওনা হিসেবে এই টাকা পাঠিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে (২৭ মার্চ) সন্ধ্যায় বেনাপোলের পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে মূল অভিযুক্ত মহিউদ্দিনকে আটক করে। 

এ সময় উদ্ধার করা হয় মুক্তিপণের ৩ লাখ ৯৮ হাজার টাকা এবং একটি স্মার্টফোন।

এইচ আর তুহিন/জোবাইদা/

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ঢাকামুখী লেনে ৪ কিমি যানজট

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১২:৫৪ পিএম
যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ঢাকামুখী লেনে ৪ কিমি যানজট
ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ঢাকামুখী লেনে দেখা দিয়েছে তীব্র যানজট। যমুনা সেতু পশ্চিমপাড় থেকে সায়দাবাদ পর্যন্ত পুরোপুরি অচলাবস্থায় রয়েছে ঢাকামুখী লেন। 

ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) সকাল থেকে যাত্রীদের সুবিধা ও উত্তরবঙ্গগামী গাড়ির গতি ঠিক রাখতে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে এই লেনের টোল আদায়। ফলে সেতু এলাকা ও সংযোগ মহাসড়কে সৃষ্টি হয়েছে চরম অচলাবস্থা।

সরেজমিনে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকামুখী লেনে ট্রাক, বাস ও প্রাইভেটকারগুলো ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে আছে। তবে উত্তরবঙ্গগামী লেন স্বাভাবিক।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঢাকামুখী যেসব যানবাহন রয়েছে; সেগুলোর মধ্যে চালক ও হেলপার ছাড়া যাত্রী নেই বললেই চলে। অন্যদিকে, উত্তরবঙ্গগামী লেনে যাত্রী ও গাড়ির চাপ ব্যাপক হলেও যানজট নেই। তাই মানুষের সুবিধার্থে আপাতত ঢাকামুখী লেন বন্ধ রাখা হয়েছে, কিন্তু উত্তরমুখী লেনে টোল আদায় চলছে।

এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, উত্তরবঙ্গগামী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। যমুনা সেতু পার হওয়ার পর আর কোনো বড় ধরনের জট নেই। মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরছেন। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ টানা কাজ করছে। তারা যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। তবে ঢাকামুখী লেনে অতিরিক্ত যানবাহনের চাপ তাদের কার্যক্রমে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকামুখী লেনের পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে। 

অমিয়/

দিনাজপুরে ৬ উপজেলায় ঈদুল আজহা উদযাপন

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১২:৩৯ পিএম
দিনাজপুরে ৬ উপজেলায় ঈদুল আজহা উদযাপন
ছবি: খবরের কাগজ

দিনাজপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ছয়টি উপজেলায় ঈদুল আজহা উদযাপন করছেন মুসল্লিদের একটি অংশ।

শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ আদায় করেন তারা।

এ ছাড়াও চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় আজ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে কয়েক শ পরিবারের মানুষ নামাজ আদায় করেছেন।

পার্টি সেন্টারে নারী-পুরুষ ও শিশুসহ তিন শতাধিক মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন বিরল উপজেলার মহেশপুর গ্রামের ফ্যামিলি কেয়ার ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠা পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুর রাজ্জাক। 

এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে, ১৩ মাইলে, বিরল উপজেলার পশ্চিম বনগাঁ জামে মসজিদে, বোচাগঞ্জ উপজেলার ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা মাঠে ও খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠে প্রায় ২০-২৫টি গ্রামের কয়েক শ মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুৎবায় একইদিনে ঈদ ও কুরবানির যৌক্তিকতা তুলে ধরা হয়। পরে সবাইকে একইদিনে ঈদ ও কুরবানি দেওয়ার আহ্বান জানানো হয়। 

সুলতান মাহমুদ/অমিয়/

তারাকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা, বাবা-ছেলে নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১২:২৮ পিএম
তারাকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা, বাবা-ছেলে নিহত
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দিলে বাসের যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার পশ্চিম তালদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মো. হাসান মিয়া (৮)।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান।

তিনি বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে পশ্চিম তালদিঘি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মসজিদে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও ১২ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/অমিয়/

দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১২:১৮ পিএম
দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন
ছবি: খবরের কাগজ

দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে অবস্থিত মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন (ক.) এর তত্ত্বাবধানে তার উত্তরাধিকারী হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান নামাজের ইমামতি করেন।

মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা প্রায় ২০০ বছর ধরে হানাফি মাযহাবের নিয়ম অনুসরণ করে হজের পরদিন ঈদুল আজহা উদযাপন করে আসছেন। এ ছাড়াও তারা বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর ও চান্দ্রমাসের সঙ্গে সম্পৃক্ত সব ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন।

মির্জাখীল দরবার শরীফের সূত্রমতে, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল, গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরাণগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালী উপজেলার কালীপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুঁইছড়ি, আনোয়ারা উপজেলার বরুমছড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসকামা, কাঠাখালী, রায়পুর, গুজরা, লোহাগাড়া উপজেলার পুঁটিবিলা, কলাউজান, চুনতি, সীতাকুন্ড উপজেলার মাহমুদাবাদ, বারিয়াঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুর, মহালংকা, মিরসরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, হাতিয়া, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ি উপজেলার অর্ধশতাধিক গ্রামের বহুসংখ্যক অনুসারী আজ ঈদুল আজহা উদযাপন করছেন।

সাতকানিয়া উপজেলার বাজালিয়া থেকে ঈদুল আজহার নামাজ আদায় করতে মির্জাখীল দরবার শরীফে এসেছেন পল্লীচিকিৎসক মো. ইকবাল হোসেন। তিনি বলেন, মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাবের নিয়ম অনুসরণ করে প্রায় ২০০ বছর ধরে পবিত্র হজের পরদিন পবিত্র ঈদুল আজহা উদযাপন করে আসছেন। এর ধারাবাহিকতায় এ বছরও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছি। নামাজের পর দোয়া ও মোনাজাত শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বাড়িতে গিয়ে পশু কোরবানি দিব ইনশাআল্লাহ।

মির্জাখীল দরবার শরীফের মেজ শাহাজাদা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের অবস্থান এবং হজ পালনের খবর সচিত্র অবগত হয়ে তথা এই বছর শায়খ ড. সালেহ বিন হুমাইদ প্রদত্ত হজের খুতবা সরাসরি পবিত্র আরাফাতের মসজিদে নামিরা হতে দেখে-শুনেই দেশ-বিদেশে সিলসিলায়ে আলিয়া জাঁহাগীরিয়া মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করছেন।

প্রায় ২০০ বছর আগে মির্জাখীল গ্রামে হজরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীর (র.) হানাফি মাযহাবের নিয়মে পৃথিবীর যে কোনো দেশে চাঁদ দেখা গেলে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ সব ধর্মীয় উৎসব পালনের ফতোয়া দেন।

অমিয়/

কালিহাতীতে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে ২ জন নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১২:০৩ পিএম
কালিহাতীতে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে ২ জন নিহত
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় উত্তরবঙ্গগামী অজ্ঞাত ট্রেনের ছাদ থেকে পড়ে একজন এবং বাসের ছাদ থেকে পড়ে একজন নিহত হয়েছেন। 

শুক্রবার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ি ও নাগবাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদ থেকে হটাৎ অজ্ঞাত এক ব্যাক্তি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে এই ঘটনায় ট্রেনটি থামেনি। রেলওয়ে পুলিশ দীর্ঘ সময় পরও লাশের খোঁজ নেয়নি। লাশটি রাস্তার পাশেই পড়ে রয়েছে।

অন্যদিকে, নাগবাড়ি এলাকায় পাবনাগামী বাসের ছাদ থেকে রানা নামে একজন নিহত হন। তার বাড়ি পাবনা বলে জানা গেছে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বাসটি সখীপুর হয়ে কালিহাতী দিয়ে পাবনা যেতে চেয়েছিল। পথে তার শরীর খারাপ হওয়ায় বাসের ছাদে বসলে সেখান থেকে পড়ে মারা যান তিনি।

অমিয়/