
যশোরে পুলিশের অভিযানে চট্টগ্রামের বোয়ালখালী থানায় শিশু অপহরণের ঘটনায় মূলহোতাকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের প্রায় চার লাখ টাকা।
পুলিশসূত্রে জানা যায়, গত ২৫ মার্চ চট্টগ্রামের বোয়ালখালী থানার চরণদ্বীপ ইউনিয়ন এলাকা থেকে আফরানুর (৮) নামে এক শিশু অপহৃত হয়। এ ঘটনায় পরদিন বোয়ালখালী থানায় একটি অপহরণ মামলা করা হয়। মামলার তদন্তকালে বোয়ালখালী থানা পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত ব্যক্তি শার্শার গোড়পাড়া এলাকায় অবস্থান করছে। বিষয়টি শার্শা থানা পুলিশের সঙ্গে শেয়ার করলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, যশোরের শার্শা থানা পুলিশের একাধিক টিম বেনাপোল ও শার্শার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বেনাপোল থানাধীন পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে নগদের এক এজেন্ট জহিরুলকে আটক করা হয়। তার অ্যাকাউন্টে ৩ লাখ ৯৮ হাজার টাকা জমা হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এই অর্থ দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী ইকবাল হোসেনের। পরে ইকবালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চট্টগ্রামের পূর্বপরিচিত মহিউদ্দিন ব্যবসায়িক লেনদেনের পাওনা হিসেবে এই টাকা পাঠিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে (২৭ মার্চ) সন্ধ্যায় বেনাপোলের পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে মূল অভিযুক্ত মহিউদ্দিনকে আটক করে।
এ সময় উদ্ধার করা হয় মুক্তিপণের ৩ লাখ ৯৮ হাজার টাকা এবং একটি স্মার্টফোন।
এইচ আর তুহিন/জোবাইদা/