ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
English
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ এএম
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ১২
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি। ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের শৈলকুপায় ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সকালে ঝিনাইদহের দহকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দহকোলা গ্রামে স্থানীয় মাতব্বর নওয়াব আলী ও আবুল হোসেন কাবুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে গ্রামের ঈদগাহে নামাজ আদায়ের সময় মাইকের শব্দ নিয়ে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

এরই জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হন। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান খবরের কাগজকে জানান, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ছাড়া কাউকে আটকও করা যায়নি।

মাহফুজুর রহমান/সুমন/     

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৫১৮৪৯ যানবাহন পারাপার

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৮:৫০ এএম
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৫১৮৪৯ যানবাহন পারাপার
ছবি: খবরের কাগজ

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে উপভোগ করতে নাড়ির টানে বাড়ি যাচ্ছেন মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে বেড়েছে টোল আদায়ের পরিমাণও। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৯ টি যানবাহন পারাপার হয়েছে, আর টোল আদায় হয়েছে তিন কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেন। 

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৮৪ লাখ  ৯৭ হাজার ৩৫০ টাকা। 

অপরদিকে ঢাকাগামী ২১ হাজার চারটি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

একদিন আগের তুলনায় বুধবার ১৮ হাজার ২৮৫টি বেশি যানবাহন পার হয়েছে।

প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানবাহনের চাপ বাড়ালেও যানজট নেই। যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। সেতুর উপর কোনো দুর্ঘটনা ঘটলে সেই জন্য দুইটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে।এছাড়া এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত অংশটি সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

জুয়েল রানা/অমিয়/

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বিড়ম্বনাহীন

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বিড়ম্বনাহীন
ছবি: খবরের কাগজ

ঈদযাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। পদ্মা সেতুর কল্যাণে এই পথে এবারের ঈদযাত্রাও বিড়ম্বনাহীন ও নিবিঘ্ন।

ঈদের আগে শেষ কার্যদিবস শেষে বুধবার রাত থেকে ওই এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে যানবাহনের চাপ বাড়তে থাকে, যা বৃহস্পতিবার (৫ জুন) সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার ভোর থেকে পদ্মা সেতুর টোলপ্লাজায় স্বাভাবিক সময়ের চেয়ে অধিক যানবাহন অপেক্ষমাণ দেখা গেছে। মাওয়া প্রান্তের টোলপ্লাজায় কিছুটা বিলম্ব হলেও টোল পরিশোধ করে নিবিঘ্নে যানবাহনগুলো পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। 

দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে নিজ গন্তব্যে ছুটছেন দক্ষিণবঙ্গের মানুষ।

অমিয়/

যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার জুড়ে যানবাহনের ধীরগতি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৮:২৫ এএম
যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার জুড়ে যানবাহনের ধীরগতি
ছবি: খবরের কাগজ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

পুলিশ জানায়, ভোরে যমুনা সেতু থেকে রাবনা পর্যন্ত গাড়ির সারি ছিল কিন্তু যানজট ছিল না। গাড়িগুলো ধীরগতিতে চলছে। 

যাত্রী ও কয়েকজন বাসচালক জানান, বুধবার (৪ জুন) রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে নিয়োজিত সেনাবাহিনী-পুলিশ কাজ করছে।

তাদের ভাষ্য, রাতভর মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আটকা পড়ে পশুবাহী শতাধিক গাড়ি।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়ে যায়। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে।

জুয়েল রানা/অমিয়/

চাঁদপুরে দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে হত্যামামলা

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:০৭ পিএম
চাঁদপুরে দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে হত্যামামলা
দীপু মনি-সহ মামলার উল্লেখযোগ্য আসামিরা

২০১৩ সালে চাঁদপুর শহরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সমর্থকগোষ্ঠী হামলা এবং গুলি চালায়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ছাত্রদল নেতা তাজুল ইসলাম (২০)। এই হত্যার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমনিসহ ৪৯০ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলী আদালতে হত্যার শিকার তাজুল ইসলামের বড় ভাই মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর করার নির্দেশ দেন।

হত্যার শিকার ছাত্রদল নেতা তাজুল ইসলাম ও বাদী মো. ফারুকুল ইসলাম সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আনোয়ার উল্লাহ পাটওয়ারীর ছেলে।

মামলায় এজহার নামীয় ১৪০ জন এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন-সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০টার দিকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সমর্থকগোষ্ঠী ব্যাপক হামলা এবং গুলি চালায়। ওই হামলায় ছাত্রদল নেতা তাজুল ইসলাম (রতন) এর বুকের বামপাশে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। একই সময় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩০০ জন আহত হয়।

এই ঘটনার পর ১ ও ২ নম্বর আসামির নির্দেশে কর্তৃপক্ষের নিকট হতে নিহতের সুরতহাল ও তদন্ত প্রতিবেদন না পাওয়ায় এবং বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে ও আসামিদের হুমকি-ধমকিতে ভীত-সন্ত্রস্ত হয়ে মামলা দায়ের করতে ব্যর্থ হন। গেল বছর ৫ আগস্টের পরে স্বৈরাচারমুক্ত হওয়ার ফলে সার্বিক পট পরিবর্তন এবং বাকস্বাধীনতা ফেরত পাওয়ায় মামলা করতে বিলম্ব হয়।

রাতে মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বাদী মো. ফারুকল ইসলাম বলেন, ঘটনার সময় পরিবেশ অনুকুলে না থাকা ও বিবাদী পক্ষের নানা হুমকি ধমকির কারণে মামলা দায়ের করা সম্ভব হয়নি। ন্যায় বিচারের জন্য বিলম্ব হলেও মামলা দায়ের করেছি। আশা করি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাব।

মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদের জিলানী মিল্টন জানান, ঘটনার পর মামলা দায়ের করার পরিবেশ না থাকায় প্রায় একযুগ পরে বাদী মামলাটি দায়ের করেন। আশা করি, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাদী আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন।

ফয়েজ আহমেদ ফয়েজ/মাহফুজ

ময়মনসিংহে হতদরিদ্রদের জন্য বরাদ্দের ৯৭ বস্তা সরকারি চাল জব্দ

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:২৪ পিএম
ময়মনসিংহে হতদরিদ্রদের জন্য বরাদ্দের ৯৭ বস্তা সরকারি চাল জব্দ
জব্দ করা চাল

ময়মনসিংহের হালুয়াঘাটে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের ৯৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে আবদুর রশিদ (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ জুন) ভোর পাঁচটার দিকে উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকা থেকে চালগুলো জব্দ করা হয়।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, রামনাথপুর এলাকায় আবদুর রশিদ তার বাড়িতে বিপুল পরিমাণ ভিজিএফ চাল মজুদ করে রেখেছে, গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে ভোর পাঁচটার দিকে অভিযান চালানো হয়। এসময় প্রতি বস্তায় থাকা ৩০ কেজি ওজনের ৯৭ বস্তা (২ হাজার ৯১০ কেজি) ভিজিএফ চাল জব্দ করা হয়।

ওসি বলেন, দৌড়ে পালিয়ে যাওয়ার আগেই আবদুর রশিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/মাহফুজ