ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩২, শুক্রবার, ০৬ জুন ২০২৫
English
শুক্রবার, ০৬ জুন ২০২৫, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩২

শেরপুরে কূপ খনন করতে গিয়ে ২ জনের মৃত্যু

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম
আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পিএম
শেরপুরে কূপ খনন করতে গিয়ে ২ জনের মৃত্যু
ছবি: খবরের কাগজ

শেরপুরের ঝিনাইগাতীতে মাটির গভীর কূপ খনন করতে গিয়ে নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ নামে দুইজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভুইয়াবাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নারায়ণ কোচ ওই এলাকার ভুইয়াবাড়ীর নীলমোহন কোচের ছেলে। আর নিরঞ্জন কোচ রাংটিয়ার নীপুরাম কোচের ছেলে। তারা পরস্পর ভায়রা ভাই।

মৃতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নারায়ণ কোচ তার বাড়িতে পানি সরবরাহের জন্য মাটির একটি গভীর কূপ খননের কাজ করেন। পরে রবিবার কূপ খনন শেষে কূপের নিচে ময়লা আবর্জনা থাকায় ওইসব ময়লা পরিষ্কারের জন্য প্রথমে নারায়ণ কোচ বাঁশ দিয়ে নিচে নামেন। এ সময় কূপের গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় নারায়ণ কোচ জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই কায়দায় নিরঞ্জন কোচও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের একটি টিম গিয়ে তাদের উভয়কে কূপ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এলাকাবাসী জানান, কূপটিতে ১ ফুট উচ্চতার সিমেন্টের তৈরি মোট ২৪টি রিং নামানো হয়। অর্থাৎ কূপটির গভীরতা ছিল প্রায় ২৫ ফুট। ইতোমধ্যে কূপে পানি উঠতে শুরু করেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, কূপের গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শাকিল/মেহেদী/ 

বঙ্গোপসাগর দিয়ে ১৩ রোহিঙ্গার অনুপ্রবেশ

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৬:৪৭ পিএম
বঙ্গোপসাগর দিয়ে ১৩ রোহিঙ্গার অনুপ্রবেশ
ছবি: খবরের কাগজ

টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন উপকূলীয় বঙ্গোপসাগর দিয়ে মাছ ধরার নৌকায় এক পরিবারে ১৩ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু অনুপ্রবেশ করেছে। 

বৃহস্পতিবার (৫ জুন) তারা অনুপ্রবেশ করেন। পরে বিকেলে তাদের টেকনাফ পৌরসভার আবু ছিদ্দিক মাকের্টে অবস্থান করতে দেখা যায়।

তারা একই পরিবারের সদস্য এবং মায়ানমার বুচিডং লম্বাবিল এলাকার বাসিন্দা বলে জানা যায়।

রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ আমিন জানান, তারা আরাকান আর্মির নির্যাতনে থাকতে না পেরে পালিয়ে পাহাড়ে অবস্থান নেন। পাহাড়ে ১৩ দিন অবস্থান করার পর তার পরিবারসহ দুই পরিবারে ২১ জন নারী পুরুষ ও শিশুসহ মাছ ধরার নৌকায় সাগর দিয়ে অনুপ্রবেশ করেন। 

তিনি জানান, অন্য এক পরিবারের আটজন নৌকা থেকে নেমে অন্যত্রে পালিয়ে গেলেও এখন টেকনাফ স্টেশনে এলাকায় আছেন। ওখানে মাকের্টে আশ্রয় নিয়েছে। মায়ানমার থেকে আসতে প্রতিজন থেকে এক লাখ টাকা করে নিয়েছে নৌকার মাঝি।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, স্থানীয়দের কাছে জেনে ১৩ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যাবাসনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

শাহীন/অমিয়/

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৫:৫০ পিএম
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ছবি: খবরের কাগজ

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে পলাশবাড়ি উপজেলায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে তিনজন ও গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ জুন) বিকেল ৪টার দিকে পলাশবাড়ীর গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের দোকানঘর এলাকায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে তিনজন নিহত হন। তারা সবাই রিকশার যাত্রী। তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলা শহর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত রিকশাটি পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় দোকানঘর এলাকায় ঢাকা থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিকশার তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো। 

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত তিনজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। 

এদিকে গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। 

শুক্রবার বিকেলে উপজেলার বোগদহ কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

রফিক/অমিয়/

কু‌ড়িগ্রামের ৫‌ উপজেলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৫:৩২ পিএম
কু‌ড়িগ্রামের ৫‌ উপজেলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

কু‌ড়িগ্রামের ফুলবা‌ড়ি, ভূরুঙ্গামারী, রৌমারী, রা‌জিবপুর ও চিলমারীর ঢুষমারা উপজেলার বি‌ভিন্ন গ্রামে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে  ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এসব ঈদের জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার ঢুষমারা থানার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর গ্রামের দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনু‌ষ্ঠিত হয়। এতে ৬০ থেকে ৬৫ জন পুরুষ ও ১১০ থেকে ১২০ জন নারী ঈদের নামাজ আদায় করেন।

জামাতে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ।

রৌমারী থানাধীন শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনু‌ষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মওলানা হিজবুল্লাহ। জামাতে ৮৭ জন পুরুষ ও ১৫ জন নারী ঈদের নামাজ আদায় করেন।

রাজিবপুর উপ‌জেলার রাজিবপুর ইউনিয়নে করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার মাঠে মওলানা আব্দুল হাকিমের ইমামতিতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ৭০-৮০ নারী ও পুরুষ নামাজ আদায় করেন।

ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে উপজেলার ২০ গ্রামের প্রায় ৭০ থেকে ৮০ জন ঈদের নামাজ আদায় করেন। নামাজে ইমাম‌তি করেন মওলানা আমিনুল ইসলাম। 

এ ছাড়া ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙা ও ছিট পাইকের ছড়া গ্রামেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

অমিয়/

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ ছাত্রের

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৫:১২ পিএম
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ ছাত্রের
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে ঝিনাইদহ শহর এবং কোটচাঁদপুরে এই দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে কলেজছাত্র কাজল (১৮) এবং ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার শিমুল হোসেনের ছেলে মাদ্রাসাপড়ুয়া ছাত্র আদনান (১০)।

প্রত্যক্ষদর্শীরা খবরের কাগজকে জানান, শুক্রবার সকালে জাম খাওয়ার উদ্দেশ্যে আদনান পবহাটি এলাকায় গিয়েছিল। ফেরার পথে কলাহাট এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মাটিবাহী লাটাহাম্বা গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আদনান।

এদিকে, শুক্রবার সকালে কলেজছাত্র কাজল তার চাচাতো ভাই অভিকে নিয়ে মোটরসাইকেলে কোটচাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বহরমপুর গ্রামের মাঠ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাজল নিহত হন। আহত অভিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া খবরের কাগজকে জানান, দুটি দুর্ঘটনার পরপরই পুলিশ গিয়ে আইনি ব্যবস্থা নিয়েছে। এসব ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

মাহফুজ/অমিয়/

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উদযাপন

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উদযাপন
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় কয়েকটি এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ছিয়াত্তর বিঘি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার দেবীনগরের একটি আম বাগানে নামাজে ইমামতি করেন মোমিনটোলা জামে মসজিদের ঈমাম মো. আবুল কালাম আজাদ।

অন্যদিকে, শিবগঞ্জের রাধানগর ছিয়াত্তর বিঘির একটি আম বাগানে নামাজে ইমামতি করেন হাজারিডাঙ্গা মসজিদের ঈমাম মাওলানা ইউসুফ আলী।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেন।

আসাদুল্লাহ/অমিয়/