
শেরপুরের ঝিনাইগাতীতে মাটির গভীর কূপ খনন করতে গিয়ে নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ নামে দুইজনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভুইয়াবাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নারায়ণ কোচ ওই এলাকার ভুইয়াবাড়ীর নীলমোহন কোচের ছেলে। আর নিরঞ্জন কোচ রাংটিয়ার নীপুরাম কোচের ছেলে। তারা পরস্পর ভায়রা ভাই।
মৃতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নারায়ণ কোচ তার বাড়িতে পানি সরবরাহের জন্য মাটির একটি গভীর কূপ খননের কাজ করেন। পরে রবিবার কূপ খনন শেষে কূপের নিচে ময়লা আবর্জনা থাকায় ওইসব ময়লা পরিষ্কারের জন্য প্রথমে নারায়ণ কোচ বাঁশ দিয়ে নিচে নামেন। এ সময় কূপের গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় নারায়ণ কোচ জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই কায়দায় নিরঞ্জন কোচও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের একটি টিম গিয়ে তাদের উভয়কে কূপ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এলাকাবাসী জানান, কূপটিতে ১ ফুট উচ্চতার সিমেন্টের তৈরি মোট ২৪টি রিং নামানো হয়। অর্থাৎ কূপটির গভীরতা ছিল প্রায় ২৫ ফুট। ইতোমধ্যে কূপে পানি উঠতে শুরু করেছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, কূপের গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শাকিল/মেহেদী/