ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

ফরিদপুরে তরমুজবোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ এএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৩০ এএম
ফরিদপুরে তরমুজবোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। 

সোমবার (১৪ এপ্রিল) রাত সোয়া তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) এবং একই এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার মো. হায়দার আলী (৩২)। 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১২-৪৬৪৪) গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে  ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

এর সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রাশেদুল আলম বলেন, গভীর রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, মরদেহদুটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সঞ্জিব/মেহেদী/

বহিষ্কৃত যুবদল নেতার সঙ্গে একই মঞ্চে জেলা যুবদলের আহ্বায়ক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:৪৩ পিএম
বহিষ্কৃত যুবদল নেতার সঙ্গে একই মঞ্চে জেলা যুবদলের আহ্বায়ক
জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সঙ্গে মঞ্চে বহিষ্কৃত যুবদল নেতা আশরাফ ভূইয়ার বামপাশে সাদা পঞ্জাবি পরিহিত। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়ার সঙ্গে একই মঞ্চে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেককে দেখে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই মঞ্চে তাদের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুরো জেলায় যুবদলের নেতাকর্মী মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় বইছে।

রবিবার (১ জুন) বিকেলে উপজেলার পেরাবো এলাকার ফান ল্যান্ড পার্কে শহিদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে একই মঞ্চে বসে বিভিন্ন আলাপ ও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়। 

জানা যায়, দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে গত ২৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আশরাফ ভূঁইয়াকে সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। সেই বিজ্ঞপ্তিতে যুবদলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সিদ্ধান্তকে উপেক্ষা করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক তার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেই যাচ্ছেন। এতে একাধিবার বিতর্ক সৃষ্টি হলেও এবার পুরো জেলায় টক অব দ্যা টাউন এ পরিনত হয়েছে। 

অভিযোগ রয়েছে, বহিষ্কার হওয়ার পর থেকেই জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সঙ্গে আঁতাত করে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আশরাফ ভূঁইয়া। এছাড়াও বহিষ্কৃত এ নেতা আশরাফ ভূঁইয়ার সঙ্গে সোনারগাঁ থানায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি রাতে একটি সালিশি বৈঠকে ওসির কক্ষে সাদেকুর রহমান সাদেককে দেখা গিয়েছে। 

গত ২১ মে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি অভিজাত রেস্টুরেন্টে তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভায় সাদেকুর রহমান সাদেকের বলয়ে কিছু সংখ্যক লোক নিয়ে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক জিয়ার সামনে আশরাফ ভূইয়া বসলে হৈ চৈ শুরু হয়। পরে আশরাফ ভূইয়ার সাংগঠনিকভাবে বহিষ্কার হওয়া সত্ত্বেও অনুষ্ঠানে আসায় তাকে শাসিয়ে সভা কক্ষ থেকে বের করে দেন রেজাউল কবির পল। পরে পরিস্থিতি শান্ত হয়। এ নিয়েও নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। যুবদলের নেতাকর্মীদের অভিযোগ, বহিষ্কৃত নেতা আশরাফ ভূইয়া নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ককে ব্যবহার করে জামপুর ইউনিয়নে বেপরোয়া হয়ে ওঠেছেন। কিছুতেই তার লাগাম টানা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা যুবদল নেতা জানান, আশরাফ ভূইয়াকে চাঁদাবাজি ও তার উশৃঙ্খলার সত্যতা পেয়েই কেন্দ্র থেকে সরাসরি বহিষ্কার করা হয়। একই সঙ্গে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে যুবদলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। জেলা আহ্বায়কের এমন কর্মকাণ্ড সাংগঠনিক শিষ্টাচার বহির্ভূত।

সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আশরাফ ভূঁইয়াকে বহিষ্কারের পাশাপাশি তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে রাজনীতি করি। কেউ তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রেখে তাকে সঙ্গে নিয়ে সভা, সমাবেশ করলে দায় ভার তার নিজের নিতে হবে। 

নারায়ণগঞ্জে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, সোনারগাঁয়ের ২১ মে একটি অভিজাত রেস্টুরেন্টে তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা শেষে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল তাকে ঢাকায় সমাবেশে নেতাকর্মী নিয়ে যাওয়ার জন্য বলেছেন। তবে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী আশরাফ ব্যক্তিগতভাবে পালন করেছেন। দলীয় পদ ব্যবহার না করে অনুষ্ঠান করেছেন। সেই অনুষ্ঠানে আমাকে অতিথি করেছেন, আমি গিয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। 

ইমরান হোসেন/মাহফুজ 

 

 

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাস্তির মুখে ৭ শিক্ষক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:২৮ পিএম
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাস্তির মুখে ৭ শিক্ষক
ছবি: খবরের কাগজ

গাজীপুরের শ্রীপুরে সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযোগকারী সাত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছেন তদন্ত কমিটি।

সোমবার (২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া।

গত ১৯ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত পত্রে সাত শিক্ষককের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে অধিদপ্তরকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।

বিভাগীয় শাস্তি পাওয়া সহকারী শিক্ষকরা হলেন- মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. লুৎফর রহমান ফরহাদ, মাওনা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জহিরুল হক, টেপিরবাড়ি দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আনিছুর রহমান, ধনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবু কাইয়ুম, বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবুল কালাম ফকির, সিংগারদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আনোয়ার হোসেন, পূর্ব নিজ মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রীপুর, গাজীপুর (বর্তমানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডেমরা, ঢাকা) ও সিকদার মো. হারুন অর রশিদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শ্রীপুর, গাজীপুর (বর্তমানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সদর, ময়মনসিংহ) গণের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের কোনোটিরই সত্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তদন্ত কর্মকর্তা মতামত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে অভিযোগ উত্থাপনকারী সাতজন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই সাত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থা অত্র অধিদপ্তরকে অবহিত করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে ওই পত্রে।

এ বিষয়ে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া বলেন, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অধিদপ্তর থেকে একটি চিঠি পেয়েছি, চিঠির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


পলাশ প্রধান/মাহফুজ

 

মোটরসাইকেলে মদ নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:২৩ পিএম
মোটরসাইকেলে মদ নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে করে বিদেশি মদ বহনের সময় ট্রাকের ধাক্কায় আফরোজ হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন মোজাম্মেল হক (২৪) নামে এক যুবক।

রবিবার (১ জুন) রাতে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের রামগঞ্জ বিলাসী চর তিস্তার পাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে ব্যাগে থাকা বিদেশি মদের কয়েকটি বোতল ভেঙে যায়, তবে একটি বোতল অক্ষত ছিল।

নিহত আফরোজ হোসেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাসিন্দা। তিনি সৈয়দপুর প্লাজার ২য় তলায় ‘লোটো’ শোরুমের সামনে মোবাইল ও ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা করতেন। আহত মোজাম্মেল হক একই পৌরসভার পুরাতন বাবু পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন থেকে মোটরসাইকেলে করে বিদেশি মদ নিয়ে যাচ্ছিলেন আফরোজ ও মোজাম্মেল। তারা রামগঞ্জ বিলাসী চর তিস্তার পাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন এবং সঙ্গে থাকা মদের বোতল ভেঙে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আফরোজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, 'দুর্ঘটনার শিকার দুই যুবকের ব্যাগে বিদেশি মদের বোতল পাওয়া গেছে, যার বেশিরভাগই ভেঙে গেছে। তাদের একজন ঘটনাস্থলে গুরুতর আহত হন এবং পরে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

রনি/মেহেদী/

কুলিয়ারচর আইএফআইসি ব্যাংকের ৬ কর্মী অসুস্থ, নেপথ্যে কী?

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:১৪ পিএম
আপডেট: ০২ জুন ২০২৫, ১০:২৪ পিএম
কুলিয়ারচর আইএফআইসি ব্যাংকের ৬ কর্মী অসুস্থ, নেপথ্যে কী?
ছবি: খবরের কাগজ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আইএফআইসি ব্যাংকের ৬ কর্মকর্তা-কর্মচারী অজ্ঞান হয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ পুলিশ হাতে পেয়েছে। সোমবার (২ জুন) সকালে ব্যাংক এবং আশপাশের দোকান থেকে ঘটনার সময়ের ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই রবিবার (১ জুন) ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলছিল। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের উপশাখাতে রবিবার দুপুর ১টার দিকে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খান-সহ ছয়জন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অজ্ঞান হয়ে যাওয়া ছয়জনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেলে পাঠানো হয়।

এই ঘটনার পর থেকে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত সময়ের ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, দুপুর ১টার কিছু সময় আগে ব্যাংকে কয়েকজন গ্রাহক আসে এবং কিছুক্ষণ পর কাজ শেষে ব্যাংক থেকে বেরিয়ে যান। এরপর বেশ কিছুক্ষণ সময় ব্যাংকে কোনো গ্রাহক প্রবেশ করেন নি। গ্রাহকশূন্য ব্যাংকে হঠাৎ হিসাব বিভাগে কর্মরত হোসনা রহমান ব্যাংকের দ্বিতীয় তলার মেঝেতে পড়ে যান এবং বমি করতে থাকেন। এরপর এক এক করে পাঁচজন কর্মকর্তা ও কর্মচারী ব্যাংকের মেঝেতে পরে যান। এদের পাঁচ জনের মধ্যে দুই নারী কর্মকর্তা ছিলেন। কেউ কেউ অর্ধ অচেতন অবস্থায় ব্যাংক থেকে বাইরে যাওয়ার চেষ্টা করেছেন। তবে ব্যাংকের শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান-সহ দু’জন চেয়ার ছেড়ে উঠতে পারেননি। তাদেরকেও হঠাৎ বমি করতে দেখা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আইএফআইসি ব্যাংকের নিরাপত্তা কর্মী কামাল হোসেন অন্যদের থেকে তুলনামূলক সুস্থ ছিলেন। ধীরে ধীরে তিনি ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যান এবং টেলিফোন ধরার চেষ্টা করেন। টেলিফোন ধরতে গিয়ে তিনি ব্যাংক কাউন্টারের কাচের গ্লাস ভেঙে ফেলেন কিন্তু টেলিফোন ধরতে সফল হননি। এমন অবস্থায় একজন গ্রাহক ব্যাংকে প্রবেশ করলে কামাল হোসেন ওই গ্রাহকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ওই গ্রাহক তাৎক্ষণিক নিচে নেমে যান। এরপর ভবনের অন্য আরেক নিরাপত্তা কর্মী জুয়েল মিয়া এসে অন্যদের সহযোগিতায় অসুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাইরে বের করে আনেন।

ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব সিসিটিভি ফুটেজের এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে, ঘটনাটি নাশকতা কিংবা ডাকাতির কোনো ঘটনা নয়। ব্যাংকের ভল্ট ও ক্যাশবাক্স থেকে কোনো টাকা-পয়সা এদিক সেদিক হয়নি। সবকিছু অক্ষত অবস্থায় থাকতে দেখা গেছে।

তবে পুলিশের সন্দেহ জেনারেটরকে ঘিরে। একটি বন্ধ ঘরে জেনারেটর রাখা ছিল। দুর্ঘটনার দিন বিদ্যুৎ না থাকায় সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টা জেনারেটর চালু ছিল। ধারণা করা হচ্ছে, একটানা বেশি সময় ধরে জেনারেটর চালু রাখার ফলেই সেই বন্ধ রুম থেকে বিষাক্ত গ্যাস নিঃসরণ হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। খাবারের সঙ্গে কোনো চেতনানাশক ছিল কি না তা সিআইডি খতিয়ে দেখছে। জেনারেটরের ঘরের গ্যাস থেকে বিষক্রিয়া বা গ্যাসের ধরন কী তা নিয়ে ফায়ার সার্ভিস কাজ করছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন খবরের কাগজকে বলেন, অসুস্থ হয়ে যাওয়া ছয় জনের সঙ্গে কথা বলেছি। সবাই মোটামুটি সুস্থ হয়ে ওঠছেন। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে খাবার, পানি, চা ও বমির নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে অজ্ঞান হওয়ার কারণ।

ঘটনার পরপরই ব্যাংকে কার্যক্রম স্থগিত করা হয়। এরপর বাজিতপুর মূল শাখা থেকে কর্মকর্তারা এসে ব্যাংক নিয়ন্ত্রণ নেন। সোমবার সারাদিন বিকল্প কর্মকর্তা কর্মচারী দিয়ে ব্যাংকের কার্যক্রম চালু করা হয়। কুলিয়ারচর থানা সড়কের হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখাটি অবস্থিত। 

তাসলিমা আক্তার মিতু/মাহফুজ 

 

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ২২ মোটরসাইকেল জব্দ, লাখ টাকা জরিমানা

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ২২ মোটরসাইকেল জব্দ, লাখ টাকা জরিমানা
ছবি: খবরের কাগজ

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে যৌথবাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে ৪৫৬ গাড়ি তল্লাশি, ট্র্যাফিক আইনে ৩৪ বাহন মালিককে ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা এবং ২২ মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদরের বাবুরহাট, ফরিদগঞ্জের চরকুমিরা ও শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।

পরে রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে সদর উপজেলার বাবুরহাট এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এ সময় ২২৯টি যানবাহনে তল্লাশি করা হয়। ২২ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ১ লাখ ১০হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় ১৫টি মোটর সাইকেল জব্দ করা হয়।
ফরিদগঞ্জে চরকুমিরা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করা হয় ১০২টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৩টি মোটর সাইকেল আরোহির কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৩ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তল্লাশি করা হয় ১২৫টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৯টি মোটর সাইকেল আরোহির কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৯ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দ করা ২২টি মোটরসাইকেল স্ব স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্র্যাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

মেহেদী/