ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পিএম
হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ও তিনজন আহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১০টার দিকে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের কালাবাসী দাসের ছেলে দূর্বাসা দাশ (৩৫) ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয় তার ভাই ভূষণ দাশ (৩২) ও বোন সুধন্য দাশ (২৮)। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া সকাল ৯টার দিকে বজ্রপাতে একই উপজেলার টেকাবিলের হাওড়ে হাঁসের খামারে যাবার সময় বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) আহত হয়।

কাজল সরকার/মাহফুজ

 

শুল্ক ছাড়াই ভারত থেকে ৯৫টি মহিষ আমদানি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:৫৩ পিএম
শুল্ক ছাড়াই ভারত থেকে ৯৫টি মহিষ আমদানি
ট্রাকে করে ভারত থেকে মহিষ আমদানি। ছবি: খবরের কাগজ

শুল্ক ছাড়াই ভারতের হরিয়ানা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মহিষের একটি বড় চালান আমদানি হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে পাঁচটি ট্রাকে ছোট-বড় ৯৫টি মহিষ আসে বেনাপোল বন্দরে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, সাভার প্রাণিসম্পদ ও গবেষণা-উন্নয়ন কেন্দ্রের জন্য মহিষগুলো বাংলাদেশ সরকার আমদানি করেন। আমদানিতে সহযোগীতা করেন ঠিকাদার প্রতিষ্ঠান তামাম করপোরেশন। দুধ উৎপাদনের জন্য ৫৫টি বড় ও ৪০টি বাছুর (প্রজনন) আমদানির দরপত্র দেওয়া হয়।

মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। কাস্টমস, বন্দর ও প্রানিসম্পদ অফিসের কার্যক্রম শেষে বন্দর থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করণের কাজ করছেন বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট তৃষা এন্টারপ্রাইজ। পরে মহিষগুলো ঢাকার সাভার প্রাণি সম্পদ গবেষণা কেন্দ্রের উদ্দেশে নেওয়া হবে।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউস থেকে খালাস নিতে সিএন্ডএফ এজেন্ট তৃষা এন্টার প্রাইজ সন্ধ্যায় প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে। 

নজরুল ইসলাম/মাহফুজ

 

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:৪৩ পিএম
শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) বিকেলে পালং মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শরীয়তপুরে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি নেই। পুরাতন কমিটি ২০২১ বিলুপ্ত করা হয়। এদিকে জেলায় কার্যক্রম গতিশীল করতে মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে এইচ.এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

ছবি: খবরের কাগজ

বিকেলে একটি পক্ষ কমিটি ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিজয় মিছিল করে। অপরদিকে আরেকটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিল দু’টির একটি পালং থানার সামনের গেটের সড়ক ও আরেকটি মিছিল পেছনের গেটের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একটি পক্ষ আরেকটি পক্ষের ওপর হামলা চালায়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে অন্তত পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ছাত্রদলের আহ্বায়ক কমিটি আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, দীর্ঘদিন জেলায় কমিটি ছিল না, নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এ কারণে আমরা আনন্দ মিছিল করেছিলাম, যারা কোনো সময়ই ছাত্রদল নেতা ছিল না, এ কমিটিতে তাদের নাম আসে নাই। আমরা যখন আনন্দ মিছিল করতেছিলাম, তখন তারা আমাদের মিছিলে হামলা করে এবং আমরা তাদের প্রতিহত করতে সক্ষম হই।

ছবি: খবরের কাগজ

এ কমিটির যুগ্ন-আহ্বায়ক ইসহাক সরদার বলেন, এ কমিটিতে যারা পদ পেয়েছে তারা অনেকেই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে সক্রিয়ভাবে ছিল না। অনেকে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে রাজনীতি করেছে। যারা পদবঞ্চিত হয়েছে, সবাই দুঃসময়ে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ কমিটির বিপক্ষে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতে ছিলাম, তখন যুবদল, যুবলীগের হেমলেট বাহিনী এসে আমাদের ওপর হামলা করে। আমরা এ কমিটি মানি না, এ কমিটির কোনো কার্যক্রম আমরা শরীয়তপুর করতে দিব না।

এ ব্যাপারে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের দু’পক্ষের মধ্যে একটি ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সতর্ক থাকায় বিষয়টি দ্রুত কন্ট্রোল করা সম্ভব হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাজিব হোসেন রাজন/মাহফুজ

 

২ ভাতিজির প্রাণ গেল চাচার হাতে

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:২৬ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ১০:৩৭ পিএম
২ ভাতিজির প্রাণ গেল চাচার হাতে
খবরের কাগজ গ্রাফিকস

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচার বিরুদ্ধে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতদের মাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

মঙ্গলবার (৩ জুন) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৭), তার ছোট বোন মাছুমা বেগম (২৫)। অপরদিকে অভিযুক্ত চাচার নাম মাসুক মিয়া।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে কাঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাসুক মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করতে গেলে আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম ও তার দুই মেয়ে শারমিন ও মাছুমা বেগম বাধা দেন।

এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাদেরকে কুপিয়ে জখম করেন অভিযুক্ত মাসুক মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুই বোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। আসামি গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

পুলক পুরকায়স্থ/মাহফুজ

 

সিলেটে বৃষ্টি কমলেও থামেনি পাহাড়ি ঢল, পানি বৃদ্ধি অব্যাহত

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৯:০৮ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৯:২২ পিএম
সিলেটে বৃষ্টি কমলেও থামেনি পাহাড়ি ঢল, পানি বৃদ্ধি অব্যাহত
ছবি: খবরের কাগজ

সিলেটে গত দুইদিন ধরে ভারী বৃষ্টিপাত কিছুটা কমলেও ভারতের পাহাড়ি ঢল থামেনি। যার ফলে সিলেট জেলার বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলেছে। বিশেষ করে সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকায় কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের ফলে দ্রুত বাড়ছে সীমান্ত নদী কুশিয়ারার পানি। আর এই কুশিয়ারা নদী বয়ে গেছে সিলেটের জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা দিয়ে। তাই এই তিন উপজেলায় ইতোমধ্যে নদীর পানিতে প্লাবিত হয়ে গেছে। বিশেষ করে বাঁধ ভেঙে সীমান্তবর্তী জকিগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং এই দুই উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ভারতের পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কুশিয়ারার বাঁধে আরও ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর তিনটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। রবিবার (১ জুন) রাত থেকে সোমবার (২ জুন) সকাল পর্যন্ত জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামে প্রায় ১০০ ফুট, বাখরশাল গ্রামে ৫০ ফুট এবং খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকায় ৪০ ফুট বাঁধ ভেঙে যায়। এছাড়া আরও ২৫ থেকে ৩০টি স্থানে বাঁধ উপচে পানি প্রবেশ করছে। যার ফলে পানি লোকালয়ে প্রবেশ করে প্লাবিত হয়েছে অন্তত ৫০টি গ্রাম।

অপরদিকে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রাম এলাকায় কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। ফলে ওই অঞ্চলের একাধিক গ্রাম ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। ইতোমধ্যে বন্যার আশঙ্কায় বিয়ানীবাজারে ৬৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরণ মাহমুদকে প্রধান করে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সুরমা, কুশিয়ারা নদী ছাড়াও সিলেট জেলার সীমান্তবর্তী সারি, সারিগোয়াইন, ডাউকি, ধলাই ও লোভা নদীতে পানি বাড়ছে। ফলে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ উদ্বেবেগের সাথে দিনানিপাত করছেন।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের তথ্য মতে, মঙ্গলবার (৩ জুন) বেলা তিনটায় কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জ উপজেলার আমলশিদ পয়েন্ট বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার, বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্টে ৪৮ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) বৃষ্টিপাত হয়েছে ২৬.৬ মিলিমিটার।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস খবরের কাগজকে বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ও সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মূলত ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে বিশেষ করে শিলচরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যার ফলে সেই পানি আমাদের সুরমা ও কুশিয়ারা নদী দিয়ে নামছে। এজন্য সিলেটের কয়েকটি উপজেলার মানুষজন বন্যার সম্মুখীন হচ্ছেন। যেহেতু সিলেটেও বৃষ্টিপাত কমে গেছে, আশা করছি আগামী দুই তিনদিনের মধ্যে বন্যার পানি নেমে যাবে।

শাকিলা ববি/মাহফুজ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:৫৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ জুন) ভোর ৫টার দিকে উপজেলার আমতলী এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব পণ্য জব্দ করে। এ দিন দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি দল বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানে ১৪০ পিস ভারতীয় সানস্ক্রিন ক্রিম, ৬ হাজার পিস আইভি ক্যানুলা এবং ৪৬ বাক্স বিভিন্ন প্রকার আগরবাতি জব্দ করা হয়। চোরাচালানি এ সব পণ্যের আনুমানিক মূল্য ৩৮ লাখ ৬৩ হাজার ৩০০ টাকা। জব্দকৃত পণ্য আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

আজিজুল সঞ্চয়/মাহফুজ