
দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবার নির্মাণখাতে অবদান রাখতে সরকারের নির্দেশনা মোতাবেক পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তিতে নির্মাণের আধুনিক উপকরণ হিসেবে উন্নতমানের ব্লক তৈরি করছে। এর ফলে পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার কার্যক্রম কমে আসবে। নির্মাণখাতে তৈরি হবে যুগান্তকারী প্রযুক্তি।
এ লক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) দুপুরে রাজশাহীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে নাবিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান উৎস ব্লক ফ্যাক্টরি ও রাজশাহী ব্লকটেক-এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ক্রয়-বিক্রয় সংক্রান্ত এ চুক্তি সম্পাদন অনুষ্ঠানে নাবিল গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন উৎস ব্লক ফ্যাক্টরির স্বত্বাধিকারী ইসরাত জাহান। অপরদিকে রাজশাহী ব্লকটেকের পক্ষে সমঝোতা স্মারকের স্বাক্ষর করেন স্বত্বাধিকারী মশিউল আলম।
এ সময় তারা বলেন, পরিবেশ রক্ষায় নির্মাণ সামগ্রী হিসেবে ব্লক উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সরকারি স্থাপনা নির্মাণকাজেও ব্লক ইটের ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হয়েছে। পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তির হওয়ায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ব্লক। কাজেই এখন ব্যক্তিগত স্থাপনা নির্মাণখাতেও ব্লকের বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এ দুটি প্রতিষ্ঠান এক হয়ে দেশের ব্লক তৈরির বাজারে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চায়।
এনায়েত করিম/মাহফুজ