
নোয়াখালীর বেগমগঞ্জে মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি যুবদলের কর্মী বলে জানা গেছে। সন্ত্রাসীদের হাত থেকে একজনকে বাঁচাতে গিয়ে তাদের গুলিতে প্রাণ হারান তিনি।
সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময়ে স্থানীয় এলাকাবাসী হামলাকারী তিনজনকে আটক করে গণধোলাই দেয়।
নিহত শাকিল একই গ্রামের মো. সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন। আসন্ন কোরবানি ঈদে তার সৌদি যাওয়ার কথা ছিল। ইতোমধ্যে তার ভিসাও এসেছে।
নিহত শাকিলের ছোট ভাই শুভ জানান, সোমবার রাত ৮টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব (২৩) নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। শাকিলসহ আরও কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে লক্ষ্য করে গুলি করলে শাকিল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তিনি এগিয়ে এলে তার ওপর হামলা করে তারা দ্রুত পালিয়ে যায়।
হাসপাতালে উপস্থিত গঙ্গাবর এলাকার বাসিন্দা ও যুবদল কর্মী খালিদ হাসান বলেন, নিহত শাকিল যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি আরেকজনকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন এবং গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাত সোয়া ৮টার দিকে গুলিতে নিহত শাকিল আরাফাত নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন লোক। তার বুকে গুলির দাগ দেখা গেছে। লাশ মর্গে আছে।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। জেলা পুলিশ সুপার মো. আবদুল্লা আল ফারুক দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।