
পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষা লাভের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। পাহাড়ি ওই দুর্গম এলাকায় ৪২টি পরিবারের বসবাস থাকলেও আশেপাশে কোনো স্কুল ছিল না।
শুক্রবার (২ মে) বিজিবির আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ত্রীমতি কারবারী পাড়ায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ওই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন।
এ সময় তিনি ২৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে প্রাথমিক শিক্ষার বই, শিক্ষা সহায়ক সামগ্রী, বিস্কুট ও চকলেট বিতরণ করেন। এর বাইরেও স্থানীয় দরিদ্রদের মাঝে মশারী বিতরণ ও আর্থিক অনুদান দেন তিনি।
আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী খবরের কাগজকে বলেন, ‘দুর্গম ত্রীমতি কারবারি পাড়ায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় স্থানীয় পাঁচটি পাড়ার ৪২টি পরিবারের কোমলমতি শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত ছিল। ওই এলাকার শিশু-কিশোরদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে স্থানীয় কারবারি ও জণসাধারণের সমন্বয়ে একটি অস্থায়ী প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই ধারাবাহিকতায় স্কুলটি পাঠদানের জন্য উদ্বোধন করা হয়েছে।’
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, বিজিবি কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরেরের অধীনে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সার্বক্ষণিক অতন্দ্র প্রহরী হিসেবে অতি দূর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে।
অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষাসহ আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি ‘অপারেশন উত্তরণের’ আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠীর মাঝে বিভিন্ন সময়ে মানবিক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকাণ্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ি-বাঙ্গালি সম্প্রীতি সুদৃঢ়করণে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় স্কুলটি চালু করা হলো। বিজিবির এই কাজের জন্য কারবারীসহ সর্বস্তরের জনসাধারণ বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পদবির বিজিবি সদস্য, স্থানীয় পাড়ার কারবারীরা উপস্থিত ছিলেন।
আলমগীর হোসেন/সুমন/