ঢাকা ১৯ জ্যৈষ্ঠ ১৪৩২, সোমবার, ০২ জুন ২০২৫
English

ক্রেতা সেজে টিয়াপাখি জব্দ, বিক্রেতাকে জরিমানা

প্রকাশ: ১১ মে ২০২৫, ০২:৩৭ পিএম
আপডেট: ১১ মে ২০২৫, ০৩:৫৫ পিএম
ক্রেতা সেজে টিয়াপাখি জব্দ, বিক্রেতাকে জরিমানা
ছবি: খবরের কাগজ

ফেসবুকে টিয়াপাখির ছানা বিক্রির ঘোষণা দেওয়ার পর অভিনব কায়দায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে পাঁচটি টিয়াপাখির ছানা জব্দ করেছে বন বিভাগের কর্মকর্তারা। এ সময় বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (১১ মে) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকা থেকে পাখিগুলো জব্দ করা হয়।

আটক বিক্রেতা মো. হাফিজুর রহমান খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রেংকার্যা গ্রামের বাসিন্দা।

বন বিভাগের কর্মকর্তারা জানান, একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান, হাজাছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ ও মো. আব্দুল কুদ্দুস বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। এর পর ক্রেতা সেজে ঘটনাস্থলে গিয়ে পাখিগুলো উদ্ধার করেন তারা। পরে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ মোবাইল কোর্ট বসিয়ে বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী পাখি বা বন্যপ্রাণী শিকার, ধরা কিংবা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। টিয়াপাখির ছানাগুলোকে বন বিভাগের হেফাজতে দেওয়া হয়েছে।

নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, পাখির ছানাগুলো এখনো ভালোভাবে উড়তে পারে না। আপাতত বন বিভাগের হেফাজতে রয়েছে। উড়বার উপযুক্ত হলে ছানাগুলোকে অবমুক্ত করা হবে।

রাজু/মেহেদী/

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ২২ মোটরসাইকেল জব্দ, লাখ টাকা জরিমানা

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ২২ মোটরসাইকেল জব্দ, লাখ টাকা জরিমানা
ছবি: খবরের কাগজ

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে যৌথবাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে ৪৫৬ গাড়ি তল্লাশি, ট্র্যাফিক আইনে ৩৪ বাহন মালিককে ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা এবং ২২ মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদরের বাবুরহাট, ফরিদগঞ্জের চরকুমিরা ও শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।

পরে রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে সদর উপজেলার বাবুরহাট এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এ সময় ২২৯টি যানবাহনে তল্লাশি করা হয়। ২২ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ১ লাখ ১০হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় ১৫টি মোটর সাইকেল জব্দ করা হয়।
ফরিদগঞ্জে চরকুমিরা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করা হয় ১০২টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৩টি মোটর সাইকেল আরোহির কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৩ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তল্লাশি করা হয় ১২৫টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৯টি মোটর সাইকেল আরোহির কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৯ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দ করা ২২টি মোটরসাইকেল স্ব স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্র্যাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

মেহেদী/

বিকেল ৫টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারের লক্ষ্য চসিকের

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:৫০ পিএম
আপডেট: ০২ জুন ২০২৫, ০৯:৫৯ পিএম
বিকেল ৫টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারের লক্ষ্য চসিকের
ছবি: খবরের কাগজ

ঈদুল আজহার দিন নগরীতে তৈরি হওয়া বর্জ্য ঈদের দিন বিকেল ৫টার মধ্যেই পরিষ্কার করার লক্ষ্য নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। 

সোমবার (২ জুন) দুপুরে চসিক কার্যালয়ে চসিকের পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রস্তুতি সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন এ বিষয়ে দিক নির্দেশনা দেন। 

ডা. শাহাদাত হোসেন বলেন, ঈদুল আজহা পবিত্র একটি দিন। আমরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করি। কোরবানির মাধ্যমে অন্তরের পাপ, অহংকার, হিংসা, হিংস্রতাকে কোরবানি দিই। সেই মানসিকতা থেকে নগরবাসীর সেবায় আমাদের কাজ করতে হবে। আমাদের টার্গেট ঈদের দিন ৫টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করে একটি পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা।

তিনি বলেন, আমরা ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ বিকেল পাঁচটার মধ্যে নগরী থেকে কোরবানির বর্জ্য অপসারণ করব। এ লক্ষ্যে আমাদের প্রায় ৪ হাজার ২০০ কর্মী কাজ করবে। নগরীর ৪১টি ওয়ার্ডে মোট ৩৬৯টি গাড়ি বর্জ্য অপসারণে কাজ করবে। বর্জ্য অপসারণের জন্য ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে-লোডার কাজ করবে। পানির ভাউজার থাকবে রক্ত পরিস্কার করার জন্য। কোনো কর্মী অসুস্থ হলে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম প্রস্তুত থাকবে।

মেয়র বলেন, কোরবানির চামড়া নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে। নগরীর বাহিরের চামড়া নির্দিষ্ট সময় পর্যন্ত নগরীতে প্রবশ করতে পারবে না। 

নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, পশু জবাইয়ের আগে পানি পান করানো, জবাইয়ের স্থান পরিষ্কার রাখা এবং রক্ত-পানি ড্রেনে পড়ে না যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এসব অনিয়ম দুর্গন্ধ ছড়াতে পারে ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

মেয়র আরও বলেন, চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যাপ্ত লবণ ও ইকো-ফ্রেন্ডলি পলিথিন ব্যবহারের ব্যবস্থাও থাকবে। প্রতিটি ওয়ার্ডে মনিটরিং টিম কাজ করবে।

পরিচ্ছন্নতা অভিযান তদারকির জন্য মেয়র নিজেই সেদিন সকালে মাঠে থাকবেন বলে জানান। এছাড়া নগর ভবনের দামপাড়ায় একটি নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) খোলা থাকবে, যেখান থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। দুটি হটলাইন নম্বর ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ অভিযোগ বা পরামর্শ জানাতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ।

 

চৌহালীতে ভিডাব্লিউবির ২১০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:২৫ পিএম
চৌহালীতে ভিডাব্লিউবির ২১০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অভিযান চালিয়ে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির ২১০ বস্তা সরকারি চালসহ এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। 

রবিবার (১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোড়জান ইউনিয়নের চর জাজুরিয়া গ্রামে শাহজাহান সর্দার, রস্তোম আলী ও জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে চালসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার হওয়া চালগুলো মহিলা অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র ও অসহায় গর্ভবতী নারীদের জন্য বরাদ্দ ছিল। ঘটনাস্থল থেকে ৩০ কেজির ২১০টি বস্তা সরকারি চাল জব্দ করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলীকে আটক করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।’

অভিযানকালে চোহালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, চৌহালী থানার (ওসি তদন্ত) তদন্ত মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


সিরাজুল ইসলাম শিশির/মাহফুজ 

 

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:১০ পিএম
জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার সোহেল রানা। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে শহর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বিপ্লব আহমেদ পিয়াল হত্যা মামলার মূল আসামি সোহেল রানাকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১ জুন) গভীররাতে র‌্যাব-৫ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে নোয়াখালীর সুধারাম পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

সোমবার (২ জুন) বিকেলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার সোহেল রানা জয়পুরহাট পৌর শহরের আদর্শপাড়া (ইসলামনগর) এলাকার ছামছুদ্দীন মন্ডল চানুর ছেলে।

জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে গত ২৮ মে আসামিরা ছাত্রদল নেতা পিয়ালকে শহরের ইসলামনগর এলাকায় ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পিয়ালের মা ইতি আক্তার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার পর ঘটনার অন্যতম হোতা সোহেল রানা গ্রেপ্তার এড়াতে ঢাকা থেকে বাসযোগে নোয়াখালী যাওয়ার সময় সোমবার রাত দেড়টার দিকে র‌্যাব-৫ ও র‌্যাব-১১ যৌথ অভিযানের মাধ্যমে সুধারাম পুরাতন বাসস্ট্যান্ড এলাকা হতে সোহেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হবে।

সাগর কুমার/মাহফুজ

 

তিস্তার পানি বাড়ায় চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৫৯ পিএম
তিস্তার পানি বাড়ায় চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
তিস্তার পানি বৃদ্ধিতে পাকা ধান ক্ষেত পানির নিচে। ছবি: খবরের কাগজ

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে হঠাৎ করেই তিস্তা নদীর পানি বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চলের শত শত একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানির তোড়ে ডুবে গেছে বাদাম, ভুট্টা, পাট ও ধানের মাঠ। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকরা।

পানি হঠাৎ করে বেড়ে যাওয়ায় অনেক জমির ফসল কাটার উপযুক্ত সময় হলেও তা ঘরে তোলার আগেই প্লাবিত হয়ে যায়। এতে করে সবজি ও শস্য ঘরে তোলার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কৃষকরা। তারা এখন নৌকা ও অন্যান্য উপায়ে ক্ষতিগ্রস্ত জমি থেকে ফসল উদ্ধারে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জেলার বিভিন্ন এলাকায় একই অবস্থা দেখা গেছে। নদী তীরবর্তী পাঁচটি উপজেলার চরাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কোথাও কোথাও পাট, ভুট্টা, ও বাদাম তলিয়ে যাওয়ায় গাছ পঁচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হঠাৎ পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন কৃষক পরিবারগুলো। বীজ, সার ও জমি চাষে নেওয়া ঋণ মেটানো তো দূরের কথা, অনেকে তাদের শেষ সম্বল ফসলটুকুও রক্ষা করতে পারছেন না। এখনই সরকারিভাবে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনা ঘোষণা করা না হলে এই এলাকার কৃষকদের পুনরুদ্ধার দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।

মহিষখোচার গোবর্ধন এলাকার কৃষক আবুল হোসেন বলেন, ‘আমার দুই একর জমিতে ভুট্টা ছিল। কাটার সময় হয়েছিল, কিন্তু হঠাৎ পানি এসে সব ভাসিয়ে নিয়ে গেল। এখন আর কিছুই করার নাই। নৌকা দিয়ে যা পারি তুলে নিচ্ছি।’

আরেক কৃষক হাসান আলী বলেন, ‘আর ১৫-২০ দিন সময় পেলেই বেশিরভাগ ফসল ঘরে তুলতে পারতাম। হঠাৎ করে বন্যায় হয়েছে তাই বেশি ক্ষতির আশঙ্কা করছি। শেষ সময়ে এসে পানি পাইলে ফসল নস্ট হয়ে যাবে।’

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, ‘ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ বছর বেশি বৃষ্টিপাত হওয়ায় এ বন্যা দেখা দিয়েছে। আমরা পরবর্তীতে ক্ষতি নিরুপণ করে প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যাবস্থা গ্রহণ করব।’

তিস্তা নদীর পানি বৃদ্ধি নিয়ে পানি উন্নয়ন বোর্ডও রয়েছে সতর্ক অবস্থানে। বোর্ডের লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, শুষ্ক মৌসুমে যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছিল, সেখানে প্রতিরক্ষা কাজ আগেই সম্পন্ন করা হয়েছে। জরুরি দুর্ঘটনা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী তিনদিন তিস্তায় পানি কিছুটা বাড়ন্ত থাকতে পারে।

এমআই বকুল/মাহফুজ