
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ মে) মধ্যরাতে উপজেলার দক্ষিণ শ্রীপুরে তার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্তিযোদ্ধা আলী হোসেনের স্ত্রী চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার বলেন, ‘রাত দেড়টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্তের একটি দল আমাদের বাড়িতে আক্রমণ করে। প্রথমে তারা আমাদের বাড়ির কেয়ারটেকারকে জিম্মি করে ঘরের দরজায় আগুন জ্বালিয়ে দেয়। সে ঘরের ভেতরে কেয়ারটেকার তার বউ-বাচ্চা নিয়ে থাকে। এক পর্যায়ে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আমাদের মূল ঘরের থাই গ্লাস ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করে আগুন জ্বালিয়ে দেয়।’
তিনি আরও বলেন, ‘তাদের দেওয়া আগুনে ঘরের ভেতরে থাকা সবকিছু পুড়ে গেছে। রাতে বিভিন্নজনের কাছ থেকে খবর পেয়ে আমি সঙ্গেসঙ্গেই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি। রাত প্রায় তিনটা পর্যন্ত দুর্বৃত্তরা আমাদের বাড়িতে তাণ্ডব চালায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’
রাশেদা আখতার বলেন বলেন, ‘আমার স্বামী একজন বীরমুক্তিযোদ্ধা এবং সাবেক নির্বাচিত জনপ্রতিনিধি। ২০১৫ সালের পর থেকেই তিনি রাজনীতির বাইরে। তার ব্রেইন হেমারেজ, তিনি মুভমেন্ট করতে পারেন না। এখন এই সময়ে এসে কে কারা এই কাজ কারা করল, কিছুই বুঝতে পারছি না। স্বাধীনতার ৫৪ বছর পর এসে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ঘরে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া কীসের আলামত?’
উল্লেখ্য দীর্ঘদিন ধরেই অসুস্থ মুক্তিযোদ্ধা আলী হোসেন গ্রামের বাড়িতে থাকেন না। ব্রেন হেমারেজে তিনি চলাফেরাও করতে পারেন না। তিনি কুমিল্লা শহরে থাকেন।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অগ্নিকাণ্ড ও ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জহির শান্ত/সুমন