
চাঁদপুরের শাহরাস্তিতে দুঃস্থদের জন্য বরাদ্দের ভিজিএফ চাল এক ইউপি সদস্যের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হুমায়ুন কবির উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
রবিবার (১ জুন) রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ওই ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ১৬ বস্তা আতপ চাল সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউপি সদস্য সেগুলো বিতরণ না করে নিজের বাড়িতে মজুদ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ইউএনওকে জানান। তাৎক্ষণিকভাবে ইউএনও ঘটনাস্থলে গিয়ে চাল মজুদের সত্যতা পান। তখন তিনি ইউপি সদ্যকে আটক করে মামলা করার নির্দেশ দেন।
তবে গ্রেপ্তারের আগে ইউপি সদস্য হুমায়ুন কবির দাবি করেন, চালগুলো তিনি পরদিন গ্রামবাসীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে নিজ ঘরে রেখেছিলেন।
অবশ্য ইউএনও নিগার সুলতানা জানান, ভিজিএফের চাল বাড়িতে মজুদ রাখার কোনো বিধান নেই। চাল বিতরণে অনিয়ম করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।