ঢাকা ২৮ আষাঢ় ১৪৩২, শনিবার, ১২ জুলাই ২০২৫
English

চাঁদপুরে ভিজিএফের চাল মজুদ, ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৩:৩৩ পিএম
আপডেট: ০২ জুন ২০২৫, ০৪:১৯ পিএম
চাঁদপুরে ভিজিএফের চাল মজুদ, ইউপি সদস্য গ্রেপ্তার
ইউপি সদস্য মো. হুমায়ুন কবির

চাঁদপুরের শাহরাস্তিতে দুঃস্থদের জন্য বরাদ্দের ভিজিএফ চাল এক ইউপি সদস্যের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হুমায়ুন কবির উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

রবিবার (১ জুন) রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ওই ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ১৬ বস্তা আতপ চাল সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউপি সদস্য সেগুলো বিতরণ না করে নিজের বাড়িতে মজুদ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ইউএনওকে জানান। তাৎক্ষণিকভাবে ইউএনও ঘটনাস্থলে গিয়ে চাল মজুদের সত্যতা পান। তখন তিনি ইউপি সদ্যকে আটক করে মামলা করার নির্দেশ দেন।

তবে গ্রেপ্তারের আগে ইউপি সদস্য হুমায়ুন কবির দাবি করেন, চালগুলো তিনি পরদিন গ্রামবাসীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে নিজ ঘরে রেখেছিলেন। 

অবশ্য ইউএনও নিগার সুলতানা জানান, ভিজিএফের চাল বাড়িতে মজুদ রাখার কোনো বিধান নেই। চাল বিতরণে অনিয়ম করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনায় সেই বহিষ্কৃত যুবদল নেতাকে গুলি করে পায়ের রগ কেটে হত্যা

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:২৯ পিএম
খুলনায় সেই বহিষ্কৃত যুবদল নেতাকে গুলি করে পায়ের রগ কেটে হত্যা
দুর্বৃত্তের গুলিতে নিহত যুবদল নেতা মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের সময় রামদা হাতে ভাইরাল হওয়া যুবদলের সেই মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দুপুরে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। মোল্লা মাহবুবুর দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত প্রাইভেট কারের সামনে নামে। এরপর তারা মাহবুবুরকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিয়ে পড়ে যান। পরে দুর্বৃত্তরা মাহবুবুরের পায়ের রগ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয়রা আরও জানান, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে মোল্লা মাহবুবুরের একটি ছবি ভাইরাল হয়। এ ঘটনার পর ওই রাতেই মাহাবুবুরকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি দৌলতপুর থানা বিএনপি অফিস ভাঙচুর মামলার বাদী ছিলেন। এই মামলায় আওয়ামী লীগের শীর্ষ সারির নেতাদের আসামি করা হয়। 

এদিকে মোল্লা মাহবুবুরের সহকর্মীদের দাবি, প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, ‘একের পর এক হত্যাকাণ্ডে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। গত ১০ মাসে খুলনায় ২৭টি হত্যাকাণ্ড ঘটেছে। পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যর্থ হয়েছে। এর দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে।’

মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) খন্দকার হোসেন আহমেদ বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্তদের খুঁজে বের করা হবে। পুলিশ অভিযান শুরু করেছে। 

 

সাতকানিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক ৩

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম
সাতকানিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক ৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সম্পৃক্ততা ও স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- বান্দরবান জেলার আলীকদম উপজেলার আবুল কাশেম পাড়ার শাহাব উদ্দিনের দুই ছেলে মো. আবুল কাশেম (২৯) ও মো. হোসাইন (১৯)। অপরজন হলেন- বান্দরবান জেলার লামা উপজেলার রূপসী পাড়া এলাকার আবুল হাশেমের ছেলে আবু মুছা (৩০)। তারা দীর্ঘদিন ধরে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সন্দীপ্যা পাড়ায় বসবাস করে আসছেন।

এলাকাবাসী জানায়, আটকদের সঙ্গে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে। তারা এলাকার বিভিন্ন তথ্য পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের পাঠান। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ ও হত্যার ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদা আদায় করা আসছে। পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হুমকিতে এলাকাবাসী রীতিমত অতিষ্ঠ হয়ে উঠেছে।

এলাকাবাসী আরও জানায়, আটকরা কিছুদিন আগে চাঁদা না পেয়ে এক কৃষকের খামারে আগুন লাগিয়ে দেন। সাম্প্রতিক সময়ে আরও বেশ কয়েকজন কৃষকের কাছে মোবাইলে চাঁদা দাবি করে আসছিলেন তারা। বৃহস্পতিবার রাতে ওই তিনজনকে ফকিরহাট এলাকা থেকে আটক করেন এলাকাবাসী। পরে তাদেরকে সাতকানিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম খবরের কাগজকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের নামে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।’

আরিফুল ইসলাম/সুমন

কর্ণফুলী ইপিজেডে ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৭:৪২ পিএম
কর্ণফুলী ইপিজেডে ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডে ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫১ মিনিটের দিকে জ্যান্ট এক্সেসরিজ নামের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

কর্ণফুলী ইপিজেডের নির্বাহী পরিচালক (জিএম) মশিউদ্দিন বিন মিসবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল বলেন, ‘দুপুর ২টা ৫১ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামক একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণের বিস্তারিত পরে জানানো হবে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।’

সালমান/

সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম
সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু
নিহত পুলিশের উপ-পরিদর্শক সাঈদুজ্জামান। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সাঈদুজ্জামান (৪৯) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে তার মৃত্যু হয়। উপ-পরিদর্শক মো. সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে।

শুক্রবার (১১ জুলাই) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে কাটিয়া লস্করপাড়া এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এসময় হঠাৎ বুকের তীব্র ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন উপ-পুলিশ পরিদর্শক মো. সাঈদুজ্জামান। অভিযানে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, পুলিশ কর্মকর্তার মৃত্যুতে সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের পরিবারের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন

নাজমুল শাহাদাৎ জাকির/মাহফুজ

 

বরিশালে এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম
বরিশালে এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা
প্রতীকী ছবি

বরিশালে এসএসসি পরীক্ষায় পাস করতে না পেরে অর্পিতা মাতুব্বর (১৬) ও  মীম ইসলাম (১৬) নামে দুই ছাত্রী আত্মহত্যা করেছ। এ ছাড়া বিভিন্ন উপজেলাতে আরও তিন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

অর্পিতা মাতুব্বরের বাড়ি জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। সে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। অর্পিতা খুন্না অমল মাতুব্বরের মেয়ে। সে এ বছর হিজলা বিসিডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

হিজলা থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পরিবার থেকে ময়নাতদন্ত করাতে না চাইলে আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ পরিবারের কাছে হতান্তর করা হয়েছে।

একই দিন বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার কাজল খান মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী মীম ইসলাম (১৬) বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মীম উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, প্রাথমিক তদন্তে ওই ছাত্রী এসএসসি পরীক্ষায় পাস করতে না পেরে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী মোরশেদা আক্তার ইমা (১৬), বাকেরগঞ্জ পৌরসভার জহিরুল ইসলামের মেয়ে তনি আক্তার (১৭) এবং নিয়ামতি চামটা গ্রামের আউয়াল হোসেনের মেয়ে মুরছানা আক্তার (১৭) এসএসসির ফলাফল জানার পর বিষ ও ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে তারা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।

মঈনুল ইসলাসম/সুমন/