
সিলেটে শুটকিসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনার ৩ ঘণ্টার মধ্যে পুলিশ ছিনতাই হওয়া শুটকিসহ ট্রাক উদ্ধার এবং ২ জনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার (৩১ মে) সিলেটের লামাকাজী থেকে হবিগঞ্জ যাওয়ার পথে সকাল ৯টায় জালালাবাদ থানাধীন শেখপাড়া বাইপাস তেমুখী পয়েন্টে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এই খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ সিলেট কোতোয়ালি থানার টহল পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে পৌনে ১২টার সময় সিলেট নগরীর নবাবরোড এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে ট্রাকসহ গ্রেপ্তার করা হয় এবং ছিনতাইকৃত ১০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়।
রবিবার (১ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
পুলিশ জানায়, গত শনিবার সকাল ৯টার দিকে একটি ট্রাকে করে বিভিন্ন জাতের ৮২ বস্তা মাছের শুটকি, যার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা, লামাকাজী থেকে হবিগঞ্জ নিয়ে যাচ্ছিলেন। এসময় জালালাবাদ থানাধীন শেখপাড়া বাইপাস তেমুখী পয়েন্টে পৌঁছালে ৬-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে মোটরসাইকেলে এসে ট্রাকের গতিরোধ করে। ধারালো চাকু ও অস্ত্রের মুখে চালক কাউছার আহমদ (২৬) ও হেলপার রানাকে (২৭) জিম্মি করে শুটকি বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
এরপর খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ কোতোয়ালি থানার টহল পুলিশের সহায়তায় পৌনে ১২টার দিকে কোতোয়ালী মডেল থানার নবাবরোড এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে ট্রাকসহ গ্রেপ্তার করে। এসময় ছিনতাইকৃত ১০ বস্তা শুঁটকিও উদ্ধার করে।
গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দড়িকিশোরপুর গ্রামের কাশেম আলীর ছেলে সাইদুল হক (২৭) এবং কিশোরগঞ্জ জেলার মিঠামাইন থানার কাঞ্চনপুর গ্রামের মৃত ইদু মিয়ার ছেলে আরজান মিয়া (২৩)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছিনতাই হওয়া শুটকির মালিক মো. সাইফুল ইসলাম (২৫) বাদী হয়ে এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-০১/৭২, তাং-০১/০৬/২০২৫ইং, ধারা-আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধনী-২০১৯) এর ৪/৫ রুজু হয়। আসামিদ্বয়কে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শাকিলা ববি/মাহফুজ