
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়ার সঙ্গে একই মঞ্চে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেককে দেখে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই মঞ্চে তাদের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুরো জেলায় যুবদলের নেতাকর্মী মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় বইছে।
রবিবার (১ জুন) বিকেলে উপজেলার পেরাবো এলাকার ফান ল্যান্ড পার্কে শহিদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে একই মঞ্চে বসে বিভিন্ন আলাপ ও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
জানা যায়, দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে গত ২৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আশরাফ ভূঁইয়াকে সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। সেই বিজ্ঞপ্তিতে যুবদলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সিদ্ধান্তকে উপেক্ষা করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক তার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেই যাচ্ছেন। এতে একাধিবার বিতর্ক সৃষ্টি হলেও এবার পুরো জেলায় টক অব দ্যা টাউন এ পরিনত হয়েছে।
অভিযোগ রয়েছে, বহিষ্কার হওয়ার পর থেকেই জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সঙ্গে আঁতাত করে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আশরাফ ভূঁইয়া। এছাড়াও বহিষ্কৃত এ নেতা আশরাফ ভূঁইয়ার সঙ্গে সোনারগাঁ থানায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি রাতে একটি সালিশি বৈঠকে ওসির কক্ষে সাদেকুর রহমান সাদেককে দেখা গিয়েছে।
গত ২১ মে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি অভিজাত রেস্টুরেন্টে তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভায় সাদেকুর রহমান সাদেকের বলয়ে কিছু সংখ্যক লোক নিয়ে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক জিয়ার সামনে আশরাফ ভূইয়া বসলে হৈ চৈ শুরু হয়। পরে আশরাফ ভূইয়ার সাংগঠনিকভাবে বহিষ্কার হওয়া সত্ত্বেও অনুষ্ঠানে আসায় তাকে শাসিয়ে সভা কক্ষ থেকে বের করে দেন রেজাউল কবির পল। পরে পরিস্থিতি শান্ত হয়। এ নিয়েও নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। যুবদলের নেতাকর্মীদের অভিযোগ, বহিষ্কৃত নেতা আশরাফ ভূইয়া নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ককে ব্যবহার করে জামপুর ইউনিয়নে বেপরোয়া হয়ে ওঠেছেন। কিছুতেই তার লাগাম টানা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা যুবদল নেতা জানান, আশরাফ ভূইয়াকে চাঁদাবাজি ও তার উশৃঙ্খলার সত্যতা পেয়েই কেন্দ্র থেকে সরাসরি বহিষ্কার করা হয়। একই সঙ্গে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে যুবদলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। জেলা আহ্বায়কের এমন কর্মকাণ্ড সাংগঠনিক শিষ্টাচার বহির্ভূত।
সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আশরাফ ভূঁইয়াকে বহিষ্কারের পাশাপাশি তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে রাজনীতি করি। কেউ তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রেখে তাকে সঙ্গে নিয়ে সভা, সমাবেশ করলে দায় ভার তার নিজের নিতে হবে।
নারায়ণগঞ্জে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, সোনারগাঁয়ের ২১ মে একটি অভিজাত রেস্টুরেন্টে তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা শেষে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল তাকে ঢাকায় সমাবেশে নেতাকর্মী নিয়ে যাওয়ার জন্য বলেছেন। তবে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী আশরাফ ব্যক্তিগতভাবে পালন করেছেন। দলীয় পদ ব্যবহার না করে অনুষ্ঠান করেছেন। সেই অনুষ্ঠানে আমাকে অতিথি করেছেন, আমি গিয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
ইমরান হোসেন/মাহফুজ