
কাপ্তাই হ্রদে পানির স্তর বেড়ে যাওযায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দৈনিক ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এর পুরোটাই যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।
সোমবার ( ২ জুন) সকাল থেকে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এর মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৪০, ২ নম্বর ইউনিট থেকে ৪০, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তবে ৩ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।
কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল)। রুল কার্ভ অনুযায়ী বর্তমানে হ্রদে পানি থাকার কথা ৭৬ দশমিক ২৬ ফুট এমএসএল। কিন্তু সোমবার বিকেল ৪টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ছিল ৮৭ দশমিক ৩৪ ফুট এমএসএল। অর্থাৎ ১১ দশমিক শূন্য ৮ ফুট এমএসএল পানি বেশি ছিল। গেল কয়েকদিনের ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদে পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, হ্রদে পানির স্তর বেড়ে যাওযায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। পানি আরও বাড়ছে কেন্দ্রের সবগুলো ইউনিট চালু করা হবে।