
ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।
সোমবার (২ জুন) রাত ৩টার দিকে তাদের পুশইন করা হয়।
ময়মনসিংহ ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের নায়েক মো. ইজ্জত আলী খবরের কাগজকে বলেন, রাত তিনটার দিকে হালুয়াঘাটের সূর্যপুর ক্যাম্পের সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে পুশইন করে বিএসএফ। এ সময় বিজিবির নজরে আসলে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। তাদের হালুয়াঘাট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
বিজিবি ৩১ ব্যাটালিয়নের সিইও মো. কামরুজ্জামান বলেন, রাত তিনটার দিকে ধোবাউড়ার মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে ১২ জনকে পুশইন করা হয়। পরে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একটি শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের খুলনার এক পরিবারের আটজন ও নড়াইলের এক পরিবারের চারজন রয়েছে।
তিনি বলেন, ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তারা। গুজরাটে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা-বাণিজ্য করেন। তবে হুট করেই অভিযান চালিয়ে তাদের আটক করে গুজরাট পুলিশ। কিছুদিন আটকে রেখে সোমবার রাতে মুন্সিপাড়া বিওপি এলাকায় দিয়ে তাদের পুশইন করা হয়।
তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান বিজিবি ৩১ ব্যাটালিয়নের সিইও মো. কামরুজ্জামান।
কামরুজ্জামান মিন্টু/অমিয়/