
চট্টগ্রামে চীন থেকে আমদানি করা ১২৩ রোল নিট কাপড় একটি পোশাক কারখানার গোডাউন থেকে চুরি হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে। কাপড়গুলোর আনুমানিক মূল্য ২৫ লাখ ৮৩ হাজার টাকা। একইসঙ্গে ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই কারখানার কর্মকর্তা ও কর্মচারী।
সোমবার (২ জুন) রাত দেড়টায় আসামিদের গ্রেপ্তার ও চুরি হওয়া কাপড় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি মুহাম্মদ সুলাইমান।
থানা সূত্রে জানা যায়, গত ২৯ মে রাত ৮টায় পাঁচলাইশ থানাধীন শাহ-নূর মার্কেটের তৃতীয় তলার পূর্ণা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার গোডাউন থেকে কারখানার ডিরেক্টরের অনুপস্থিতিতে কাটিং ম্যানেজার নুর নবী ওরফে মিজান (৪০), স্টোর ম্যানেজার সাইমুম ইসলাম (৪৮), সহকারী স্টোর কিপার মো. মহিউদ্দিন রাকিব (২৬) ১২৩ রোল কাপড় চুরি করে নিয়ে যায়। যার দাম ২৫ লাখ ৮৩ হাজার টাকা। এই কাজে সহযোগিতা করে চুরির পরামর্শকারী মো. বিল্লাল হোসেন (৩৪) ও মো. হাসান (৩২)। তারা তাদের ব্যবহৃত পিকআপ দিয়ে সেগুলো সরিয়ে নেয় এবং বিক্রি করে দেয়।
এ ঘটনায় কারখানার মালিক গোলাম রাব্বানী বাদী হয়ে মামলা করেন। তারই প্রেক্ষিতে পাঁচলাইশ থানা পুলিশের পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ও অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতায় একটি টিম অভিযান চালিয়ে সোমবার রাতে নগরের আতুরার ডিপো থেকে প্রথমে মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। এরপর বিল্লালকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা পিকআপ ও কাপড়ের রোল। ছবি: সংগৃহীত
পরে জানা গেছে, রোলগুলোর মধ্যে ৬৪ রোল বায়েজিদের বিডি জুট ফ্যাশনে ও ৫৯ রোল নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর কাছে আসামি হাসানের মাধ্যমে বিক্রি করেছে। একই রাতে হাসানকে বায়েজিদ বোস্তামীর বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর আসামি মোরশেদ আলম ও আবু রায়হানকে গ্রেপ্তার করা হয় এবং বিডি জুট ফ্যাশন কারখানার গোডাউন থেকে ৬৪ রোল নিট কাপড় উদ্ধার করা হয়। পরে নারায়ণগঞ্জ সদরের উকিল পাড়ার ‘মোহাম্মদ ট্রেডার্স’ থেকে ৫৯ রোল কাপড়ও উদ্ধার করা হয়। একইসঙ্গে একটি কাভার্ডভ্যান (চট্টমেট্রো-ম-৫১০৮-২৭) জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- ভোলা জেলার তজিমুদ্দিন থানার মো. মহিউদ্দিন রাকিব, পাঁচলাইশের মো. বিল্লাহ হোসেন, বাকলিয়ার বউ বাজার মাস্টারপুল এলাকার মো. হাসান, কুমিল্লার মুরাদনগর চালিয়কান্দির মো. মোরশেদ আলম ও নেত্রকোণার পূর্বধলা থানার বইর আটি ইউনিয়নের আবু রায়হান।
আসামিদেরকে মঙ্গলবার (৩ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পাঁচলাইশের ওসি মুহাম্মদ সুলাইমান।
মনির/মাহফুজ/