
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পাঁচলাইশ ওয়ার্ডের হাজীপাড়া, চালিতাতলী ও ওয়াজেদিয়া এলাকায় জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে খাল ও নালার স্বাভাবিক পানি প্রবাহে বাধা। অনেক জায়গায় দেখা গেছে, নালার উচ্চতা রাস্তার সমান হয়ে গেছে, যেকারণে পানি জমে যাচ্ছে। এই সমস্যা সমাধানে নালা ১-২ ফুট উঁচু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি মঙ্গলবার (৩ মে) দুপুরে নগরীর জলাবদ্ধ এলাকা পাঁচলাইশ ওয়ার্ডস্থ হাজীপাড়া এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ার কারণগুলো চিহ্নিত করেন।
সিটি মেয়র জানান, আশেকানে আউলিয়া মাদ্রাসা সংলগ্ন নিচু জায়গার পানি পার্শ্ববর্তী খালে পড়তে বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য বুধবার (৪ জুন) চসিকের অস্থায়ী কার্যালয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগ এবং পাঁচলাইশ ওয়ার্ড এলাকাবাসী নিয়ে যৌথভাবে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে।
মেয়র বলেন, বিভিন্ন নীচু এলাকার খালগুলোর মাঝে ড্রেনেজ সংযোগ স্থাপন করা গেলে এলাকাবাসী কিছুটা হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। আমাদের লক্ষ্য জনগণকে একটি স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে আসা। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খাল সংস্কার ও পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে রাজনৈতিক দল, স্থানীয় জনসাধারণ এবং প্রশাসনের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বলেন খাল ও নালায় গৃহস্থালি ময়লা আবর্জনা ফেলবেন না। ময়লা ডাস্টবিনে ফেলবেন। আল্লাহর রহমতে এ বছর জলাবদ্ধতা ৫০ থেকে ৬০ শতাংশ কমেছে। আমরা আরও উন্নতি করতে পারব ইনশাআল্লাহ।
পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শামসুল আলম, জি এম আইয়ুব খান, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আবু ইউছুপ প্রমুখ।