
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের মালিনাকাধীন ওয়েল কম্পোজিট নিট লিমিটেড কারখানা থেকে কেএনএফ এর পোশাক তৈরি কাপড় জব্দের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এর আগে সোমবার (২ জুন) রাতে কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। একইসঙ্গে গাড়িসহ কাপড়ের রোল জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ এর বিচারক ইব্রাহিম খলিল এ আদেশ দেন। এর আগে বায়েজিদ থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন আদালতের কাছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
রিমান্ড মঞ্জুর হওয়া তিন আসামি হলেন- আতিকুর রহমান, তারেকুল ইসলাম তারেক ও তৌহিদুল ইসলাম। এদের মধ্যে তারেকুল ইসলাম আবদুচ ছালামের আপন ভাই। আবদুচ ছালাম ৯ বছর আওয়ামী লীগের হয়ে সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যান ছিলেন এবং তিনি মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। এছাড়াও সর্বশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসন থেকে তিনি একতরফাভাবে এমপি হন।
জানা গেছে, সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহের অভিযোগে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের মালিকানাধীন ওয়েল কম্পোজিট নিট লিমিটেড কারখানায় কেএনএফ এর পোশাক তৈরি হচ্ছে এমন সন্দেহে সোমবার (২ জুন) রাতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪ জনকে একটি গাড়িসহ আটক করা হয়। ওই গাড়িতে কাপড়ের রোল রয়েছে।
এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়। এই চারজনের মধ্যে তারেকুল ইসলাম ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের পরিচালক। এটি আবদুচ ছালামের ওয়েল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। তিনি ওই গ্রুপের চেয়ারম্যান।
গ্রেপ্তার অন্য তিনজন তৌহিদুল ইসলাম জামালুল ইসলাম ও মো. আতিকুর রহমান ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা। পুলিশের ভাষ্য, তারা কেএনএফের ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ জানায়, গত ১৭ মে বায়েজিদ বোস্তামী থানার এলাকার রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। এরপর ২৬ মে দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি সন্দেহজনক ইউনিফর্ম জব্দ করে পুলিশ। ২৭ মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের একটি কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ।
মনির/মাহফুজ