
মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচার বিরুদ্ধে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতদের মাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
মঙ্গলবার (৩ জুন) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৭), তার ছোট বোন মাছুমা বেগম (২৫)। অপরদিকে অভিযুক্ত চাচার নাম মাসুক মিয়া।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে কাঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাসুক মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করতে গেলে আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম ও তার দুই মেয়ে শারমিন ও মাছুমা বেগম বাধা দেন।
এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাদেরকে কুপিয়ে জখম করেন অভিযুক্ত মাসুক মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুই বোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। আসামি গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
পুলক পুরকায়স্থ/মাহফুজ