
শরীয়তপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) বিকেলে পালং মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শরীয়তপুরে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি নেই। পুরাতন কমিটি ২০২১ বিলুপ্ত করা হয়। এদিকে জেলায় কার্যক্রম গতিশীল করতে মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে এইচ.এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
ছবি: খবরের কাগজ
বিকেলে একটি পক্ষ কমিটি ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিজয় মিছিল করে। অপরদিকে আরেকটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিল দু’টির একটি পালং থানার সামনের গেটের সড়ক ও আরেকটি মিছিল পেছনের গেটের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একটি পক্ষ আরেকটি পক্ষের ওপর হামলা চালায়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে অন্তত পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে ছাত্রদলের আহ্বায়ক কমিটি আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, দীর্ঘদিন জেলায় কমিটি ছিল না, নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এ কারণে আমরা আনন্দ মিছিল করেছিলাম, যারা কোনো সময়ই ছাত্রদল নেতা ছিল না, এ কমিটিতে তাদের নাম আসে নাই। আমরা যখন আনন্দ মিছিল করতেছিলাম, তখন তারা আমাদের মিছিলে হামলা করে এবং আমরা তাদের প্রতিহত করতে সক্ষম হই।
ছবি: খবরের কাগজ
এ কমিটির যুগ্ন-আহ্বায়ক ইসহাক সরদার বলেন, এ কমিটিতে যারা পদ পেয়েছে তারা অনেকেই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে সক্রিয়ভাবে ছিল না। অনেকে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে রাজনীতি করেছে। যারা পদবঞ্চিত হয়েছে, সবাই দুঃসময়ে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ কমিটির বিপক্ষে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতে ছিলাম, তখন যুবদল, যুবলীগের হেমলেট বাহিনী এসে আমাদের ওপর হামলা করে। আমরা এ কমিটি মানি না, এ কমিটির কোনো কার্যক্রম আমরা শরীয়তপুর করতে দিব না।
এ ব্যাপারে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের দু’পক্ষের মধ্যে একটি ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সতর্ক থাকায় বিষয়টি দ্রুত কন্ট্রোল করা সম্ভব হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
রাজিব হোসেন রাজন/মাহফুজ