
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ঈদযাত্রার চাপ সামলাতে যমুনা সেতুতে ঢাকাগামী লেনে টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখার ফলে এই যানজট সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৫ জুন) পশ্চিম পাড় এলাকায় ভোর থেকে সেতুর পশ্চিম গোলচত্বর থেকে সায়দাবাদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও যানবাহনের চালকরা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ অনেক বেড়ে যাওয়ায় শুধু উত্তরমুখী লেনে টোল আদায় চালু রাখা হয়েছিল। ওই লেনের যানবাহন ও যাত্রীর চাপ তুলনামূলক বেশি। তবে ৪০ মিনিট পরেই ঢাকামুখী টোল আদায় শুরু হয়।
যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দীর্ঘ সময় টোল আদায় বন্ধ থাকার পর পুনরায় টোল আদায় শুরু হলে যানজট কিছুটা কমে। যান চলাচল স্বাভাবিক হলে আবারও টোল আদায় বন্ধ করা হলে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
ঢাকাগামী বাস আর কে পরিবহনের চালক মিলন শেখ বলেন, গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।
সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী অভি পরিবহনের সুপারভাইজার আব্দুল কাদের বলেন, যমুনা সেতুতে ঢাকামুখী লেনে টোল আদায় বন্ধ রাখা হয়েছে। এ জন্য গাড়ি থামিয়ে বসে আছি, কখন চলবে ঠিক নেই।
যানজটে আটকেপড়া যাত্রী হাসিনুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকক্ষণ হলো যানজটে আটকে আছি। প্রচণ্ড গরমে অনেক কষ্ট হচ্ছে। কিছুই করার নেই।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ বলেন, মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক জেলা পুলিশের সদস্য বিভিন্ন পয়েন্টে নিয়োজিত রয়েছেন। মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন এ জন্য তারা কাজ করছেন।
সিরাজুল ইসলাম/অমিয়/