
ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১৯ জন।
শুক্রবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছে ধাক্কা দেয়। এ সময় গাছের পাশে ভ্যান নিয়ে বসে থাকা আমিনুল ইসলাম বিদুল (৫৫) বাস ও গাছের মাঝে আটকে পড়েন।
খবর পেয়ে মধুখালী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় বাসের অন্তত আরও ১৯ যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সঞ্জিব দাস/অমিয়/