ঢাকা ২৭ আষাঢ় ১৪৩২, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
English
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

মধুখালীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ভ্যানচালক নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৪:১০ পিএম
মধুখালীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ভ্যানচালক নিহত
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।‌ এ ঘটনায় আহত হয়েছে ১৯ জন। 

শুক্রবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছে ধাক্কা দেয়। এ সময় গাছের পাশে ভ্যান নিয়ে বসে থাকা আমিনুল ইসলাম বিদুল (৫৫) বাস ও গাছের মাঝে আটকে পড়েন। 

খবর পেয়ে মধুখালী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় বাসের অন্তত আরও ১৯ যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সঞ্জিব দাস/অমিয়/

কর্ণফুলী ইপিজেডে ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৭:৪২ পিএম
কর্ণফুলী ইপিজেডে ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডে ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫১ মিনিটের দিকে জ্যান্ট এক্সেসরিজ নামের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

কর্ণফুলী ইপিজেডের নির্বাহী পরিচালক (জিএম) মশিউদ্দিন বিন মিসবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল বলেন, ‘দুপুর ২টা ৫১ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামক একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণের বিস্তারিত পরে জানানো হবে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।’

সালমান/

সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম
সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু
নিহত পুলিশের উপ-পরিদর্শক সাঈদুজ্জামান। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সাঈদুজ্জামান (৪৯) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে তার মৃত্যু হয়। উপ-পরিদর্শক মো. সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে।

শুক্রবার (১১ জুলাই) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে কাটিয়া লস্করপাড়া এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এসময় হঠাৎ বুকের তীব্র ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন উপ-পুলিশ পরিদর্শক মো. সাঈদুজ্জামান। অভিযানে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, পুলিশ কর্মকর্তার মৃত্যুতে সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের পরিবারের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন

নাজমুল শাহাদাৎ জাকির/মাহফুজ

 

বরিশালে এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম
বরিশালে এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা
প্রতীকী ছবি

বরিশালে এসএসসি পরীক্ষায় পাস করতে না পেরে অর্পিতা মাতুব্বর (১৬) ও  মীম ইসলাম (১৬) নামে দুই ছাত্রী আত্মহত্যা করেছ। এ ছাড়া বিভিন্ন উপজেলাতে আরও তিন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

অর্পিতা মাতুব্বরের বাড়ি জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। সে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। অর্পিতা খুন্না অমল মাতুব্বরের মেয়ে। সে এ বছর হিজলা বিসিডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

হিজলা থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পরিবার থেকে ময়নাতদন্ত করাতে না চাইলে আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ পরিবারের কাছে হতান্তর করা হয়েছে।

একই দিন বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার কাজল খান মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী মীম ইসলাম (১৬) বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মীম উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, প্রাথমিক তদন্তে ওই ছাত্রী এসএসসি পরীক্ষায় পাস করতে না পেরে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী মোরশেদা আক্তার ইমা (১৬), বাকেরগঞ্জ পৌরসভার জহিরুল ইসলামের মেয়ে তনি আক্তার (১৭) এবং নিয়ামতি চামটা গ্রামের আউয়াল হোসেনের মেয়ে মুরছানা আক্তার (১৭) এসএসসির ফলাফল জানার পর বিষ ও ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে তারা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।

মঈনুল ইসলাসম/সুমন/

বাগেরহাটে তলিয়ে গেছে ৯ শতাধিক ঘের, অর্ধকোটি টাকার ক্ষতি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম
বাগেরহাটে তলিয়ে গেছে ৯ শতাধিক ঘের, অর্ধকোটি টাকার ক্ষতি
বন্যায় তলিয়ে যাওয়া মাছের ঘের। ছবি: খবরের কাগজ

বাগেরহাটে টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় প্লাবিত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের। বিশেষ করে মৎস্য চাষে খ্যাত এ অঞ্চলে তলিয়ে গেছে ৯ শতাধিকেরও বেশি মৎস্য ঘের। এতে অর্ধকোটি টাকার মাছ ভেসে গিয়ে চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

মৎস্য বিভাগ সূত্রে জানান, এবারের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গলদা চিংড়ি উৎপাদনের অন্যতম এলাকা মোংলা, রামপাল, বাগেরহাট সদর  এবং মোরেলগঞ্জের সঙ্গে ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট উপজেলার চাষিদের ক্ষতির পরিমাণও কম নয়।

চাষিদের দাবি, কয়েক শ কোটি টাকার মাছ ভেসে গেছে এ পানিতে।

ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকার সবুজ রায় বলেন, 'বৃষ্টির পানিতে ঘের ডুবে একাকার হয়ে গেছে। ঘেরের পাড়ের উপর হাঁটু পানি। নেট, কচুরিপানা ও ঘাস দিয়ে মাছ ভেসে যাওয়া ঠেকানোর চেষ্টা করেছি, কিন্তু কতদূর আছে জানি না।'

চিতলমারীর সালাম নামের আরেক চাষি বলেন, 'এখন আসলে মাছ ধরার সময় আমাদের। কিন্তু হঠাৎ দুর্যোগ আমাদের পথে বসিয়ে গেল। আমার তিনটি ঘেরের প্রায় ১০ লাখ টাকার মাছ ভেসে গেছে। ঘেরের পাড়ের সবজি গাছও মরে যাবে পানি টানার সঙ্গে সঙ্গে।'

স্থানীয় মৎস্যচাষিরা জানান, হঠাৎ করেই পানি বাড়তে শুরু করে। মাত্র এক রাতেই ঘেরগুলো ডুবে যায়। মাছ বের করে নেওয়ার কোনো সুযোগই পাওয়া যায়নি। এ অবস্থায় অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন।

মোরেলগঞ্জ উপজেলার চাষি রফিকুল ইসলাম বলেন, 'আমি ৭ বিঘা জমিতে রুই, কাতলা, পাঙাস ও তেলাপিয়া মাছের চাষ করেছিলাম। কয়েক দিনের মধ্যে বিক্রি করার কথা ছিল। কিন্তু হঠাৎ পানি বেড়ে সব ভেসে গেছে। প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।'

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজদ বলেন, 'বন্যা ও অতিবৃষ্টির কারণে ৯০০টির বেশি ঘের পানির নিচে চলে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ৪৫ লাখ টাকা।'

মাহামুদ/রিফাত/পপি/

কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৪:৪৫ পিএম
কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, ইপিজেড এলাকার একটি ফোম তৈরির কারখানায় আগুন লাগে। এরপর দ্রুত তা আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরে বিস্তারিত জানাবে ফায়ার সার্ভিস।

সালমান/