
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে ঝিনাইদহ শহর এবং কোটচাঁদপুরে এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে কলেজছাত্র কাজল (১৮) এবং ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার শিমুল হোসেনের ছেলে মাদ্রাসাপড়ুয়া ছাত্র আদনান (১০)।
প্রত্যক্ষদর্শীরা খবরের কাগজকে জানান, শুক্রবার সকালে জাম খাওয়ার উদ্দেশ্যে আদনান পবহাটি এলাকায় গিয়েছিল। ফেরার পথে কলাহাট এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মাটিবাহী লাটাহাম্বা গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আদনান।
এদিকে, শুক্রবার সকালে কলেজছাত্র কাজল তার চাচাতো ভাই অভিকে নিয়ে মোটরসাইকেলে কোটচাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বহরমপুর গ্রামের মাঠ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাজল নিহত হন। আহত অভিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া খবরের কাগজকে জানান, দুটি দুর্ঘটনার পরপরই পুলিশ গিয়ে আইনি ব্যবস্থা নিয়েছে। এসব ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।
মাহফুজ/অমিয়/