
টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন উপকূলীয় বঙ্গোপসাগর দিয়ে মাছ ধরার নৌকায় এক পরিবারে ১৩ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু অনুপ্রবেশ করেছে।
বৃহস্পতিবার (৫ জুন) তারা অনুপ্রবেশ করেন। পরে বিকেলে তাদের টেকনাফ পৌরসভার আবু ছিদ্দিক মাকের্টে অবস্থান করতে দেখা যায়।
তারা একই পরিবারের সদস্য এবং মায়ানমার বুচিডং লম্বাবিল এলাকার বাসিন্দা বলে জানা যায়।
রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ আমিন জানান, তারা আরাকান আর্মির নির্যাতনে থাকতে না পেরে পালিয়ে পাহাড়ে অবস্থান নেন। পাহাড়ে ১৩ দিন অবস্থান করার পর তার পরিবারসহ দুই পরিবারে ২১ জন নারী পুরুষ ও শিশুসহ মাছ ধরার নৌকায় সাগর দিয়ে অনুপ্রবেশ করেন।
তিনি জানান, অন্য এক পরিবারের আটজন নৌকা থেকে নেমে অন্যত্রে পালিয়ে গেলেও এখন টেকনাফ স্টেশনে এলাকায় আছেন। ওখানে মাকের্টে আশ্রয় নিয়েছে। মায়ানমার থেকে আসতে প্রতিজন থেকে এক লাখ টাকা করে নিয়েছে নৌকার মাঝি।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, স্থানীয়দের কাছে জেনে ১৩ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যাবাসনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
শাহীন/অমিয়/