ঢাকা ২৪ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
English
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

জয়পুরহাটে অতিরিক্ত বাস ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:০৭ পিএম
জয়পুরহাটে অতিরিক্ত বাস ভাড়া ফেরত পেলেন যাত্রীরা
ছবি: খবরের কাগজ

জয়পুরহাট থেকে ঢাকাগামী বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর হস্তক্ষেপে অতিরিক্ত বাস ভাড়া ফেরত পেয়েছেন যাত্রীরা।  

বুধবার (১১ জুন) রাতে জয়পুরহাট-বগুড়া সড়কে জেলার ক্ষেতলাল ও কালাই উপজেলায় পৃথক চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে আলম এন্টারপ্রাইজ, সেলফি এন্টারপ্রাইজ, এসআর প্লাস, শাহ ফতেহ আলী পরিবহণ, মেঘা এন্টারপ্রাইজ, নাদের এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ এবং আহাদ এন্টারপ্রাইজ পরিবহনগুলোর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান সেনা সদস্যরা।

তাৎক্ষণিকভাবে বাস কর্তৃপক্ষের কাছ থেকে আদায়কৃত মোট ৫৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করে ১৮২ জন যাত্রীর মধ্যে তা ফেরত দেওয়া হয়েছে।

জয়পুরহাট সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বলেন, 'যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

সাগর/রিফাত/সুমন/

গোলাম দস্তগীর গাজীর কোম্পানির শেয়ার-ব্যাংক হিসাব ফ্রিজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম
গোলাম দস্তগীর গাজীর কোম্পানির শেয়ার-ব্যাংক হিসাব ফ্রিজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা
গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজী

সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ১২ কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব ও তিনটি গাড়ি ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ফ্রিজ হওয়া ১২ কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব ও তিনটি গাড়ীর সর্বমোট মূল্য ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা উল্লেখ করা হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের করা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার ওইসব সম্পদ অবরুদ্ধ করার আদেশ চেয়ে পৃথক তিনটি আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে যা তদন্তাধীন।  তদন্তকালে জানা যায়, আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব, গাড়ি ফ্রিজ করা প্রয়োজন। এ ছাড়া তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন এ জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। 

জলিল/মেহেদী/

লালমনিরহাটে ২ ভুয়া মেজর আটক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম
লালমনিরহাটে ২ ভুয়া মেজর আটক
ছবি: খবরের কাগজ

সেনাবাহিনীর মেজর পরিচয়ে দিয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় জমি দখলের নামে চাঁদাবাজি করায় দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ওই উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই ভুয়া মেজর হলেন- রংপুরের হাজিরহাট এলাকার সাজু আহমেদ ও তারাগঞ্জ এলাকার মাসুম।

পুলিশ জানায়, ওই এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বে-দখলে থাকা জমি উদ্ধারের জন্য  সাজু আহমেদ ও মাসুম নামে দুই ভুয়া মেজর ২০ হাজার টাকা নেন। মঙ্গলবার বাকি ৩০ হাজার টাকা নিতে রফিকুলের বাড়ি আসলে সাবেক এক সেনা কর্মকর্তার সহযোগিতায় দুই ভুয়া মেজরকে আটক করে স্থানীয় লোকজন। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। দুই ভুয়া মেজরের নামে মামলার প্রস্তুতি চলছে।

মেহেদী/

রংপুর নগরীর রাস্তায় বালু-পাথর, যান চলাচলে অসুবিধা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম
রংপুর নগরীর রাস্তায় বালু-পাথর, যান চলাচলে অসুবিধা
ছবি: খবরের কাগজ

রংপুর নগরীর সড়কগুলোতে বালু ও পাথরের স্তূপ করে পথচারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রভাবশালীরা। এতে করে সড়কে চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি বালু ছড়িয়ে ছিটিয়ে পড়ছে শহরের বসতবাড়িতে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

বালু ও পাথরের স্তূপের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভোগান্তিতে পড়েছে পথচারী ও গাড়িচালকরা। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে জনমনে ক্ষোভ। জেনেও নিরব প্রশাসন।

স্থানীয়রা বলছেন, এমন ঘটনা শহরে প্রতিনিয়ত ঘটলেও প্রশাসনের তদারকি নেই বললেই চলে। আগে এমন কোনো কিছু ঘটলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হতো। বেশিরভাগ বেয়ারা হয়েছে হাউজ বিল্ডিং কোম্পানিগুলো বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

ছবি: খবরের কাগজ

সরেজমিনে দেখা যায়, নগরীর মুন্সিপাড়া থেকে বাস টার্মিনালের রাস্তার উপরে এক-তৃতীয়াংশ রাস্তায় রাখা হয়েছে বালু ও পাথর। বাস টার্মিনাল ও রংপুর কোর্ট, ডিসি অফিস, পুলিশ কমিশনার অফিস, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর জেলা স্কুল—যাতায়াতের প্রধান রাস্তা এটি। যা চলাচলের বাধা হয়ে গেছে এই বালু-পাথর।

নগরীর কেরানীপাড়া চৌরাস্তা মোড়, মুন্সিপাড়া, পালপাড়া, গোমস্তাপাড়া, পাশাড়িপাড়া রাস্তা, মডার্ন মোড়, ধাপ পুলিশ ফাঁড়ি, গুপ্তপাড়া-সহ রংপুর সিটি করপোরেশনের একাধিক রাস্তার একই অবস্থা।

স্থানীয়রা বলছেন, বেশ কিছুদিন ধরে এ ধরনের সমস্যায় পড়তে হচ্ছে নগরবাসীকে। তবে এর কোনো সমাধান করা হচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয়রা।

গাড়িচালক রাশেদুল ইসলাম বলেন, ‘দেশ স্বাধীন হইয়া কী হইছে? এরা আরও বেয়ারা হইয়া গেছে। আগেই একটু নিয়মকানুন মানতো। এখন সবাই নেতা হইয়া গেছে।’

নগরীর গুপ্তপাড়ার বাসিন্দা রেজওয়ান কবির বলেন, ফুটপাত ও রাস্তার পাশে ইট-বালু-সিমেন্ট স্তূপ করে রাখায় চলাচলের অনেক অসুবিধা হয়ে গেছে। প্রায় সময় রাস্তায় জ্যাম লেগে থাকে। প্রশাসনের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

জনশক্তি ও কর্মসংস্থান অফিসের কেয়ারটেকার জাকির হোসেন বলেন, আমি এখানে দায়িত্বে আছি। কে ফেলেছে জানি না। সকালে বাধা দিয়েছি, তারপরও ফেলেছে।

বালু দিয়ে রাস্তা বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি করার বিষয়ে দলিল লেখক দীপু অস্বীকার করে বলেন, এগুলো আমার না। আমি কিছু জানি না।

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতেমা বলেন, আমাদের লোকবল সংকটের কারণে এগুলোতে তদারকি করা যাচ্ছে না। আমাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় অভিযানে যাচ্ছেন। তারপরেও বিষয়গুলো দেখা হচ্ছে।

সেলিম সরকার/মাহফুজ

ফেনীতে ফের বন্যার শঙ্কা, ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০৬ মি.মি. বৃষ্টিপাত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৬:২০ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম
ফেনীতে ফের বন্যার শঙ্কা, ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০৬ মি.মি. বৃষ্টিপাত
টানা বৃষ্টিতে ফেনী শহরের রাস্তাঘাট ডুবে গেছে। ছবি: খবরের কাগজ

টানা বৃষ্টিতে ফেনী শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফেনীতে ২৪ ঘণ্টায় ৪০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি বছরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের গদানগর এলকায় সিলোনিয়া নদীর একটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া ফুলগাজীতে মুহুরী নদীতে ভেসে গেছে দু’টি দোকান ঘর, নদী পাড়ের রাস্তা ভেঙ্গে ফুলগাজী বাজার থেকে রাজসপুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

অন্যদিকে সকাল থেকে ফেনী শহরের কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জানা যায়নি। টানা ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কায় আতঙ্ক দেখা দিয়েছে। 

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, সোমবার (৭ জুলাই) বিকাল ৩টা হতে মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতে মৌসুমের জন্য সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আরও দুইদিন ফেনীতে মাঝারি ও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছবি: খবরের কাগজ

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, পরশুরামের উপজেলার মির্জানগর ইউনিয়নের সিলোনিয়া নদীর উপর একটি ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। 

জানা গেছে, সোমবার বিকাল থেকে ফেনীতে ভারী বর্ষণ শুরু হয়। বৃষ্টির পানিতে ফেনী শহর নিমজ্জিত হয়ে পড়েছে। শহরের অলিতে গলিতে কোথায় কোথায় সড়কে তিন থেকে চার ফুট পানি জমেছে। পাড়ামহল্লার রাস্তাঘাট পানিতে তলিয়ে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। 

ফেনী শহর ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে শহরের প্রধান সড়ক শহিদ শহীদুল্লা কায়সার সড়ক, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠান বাড়ি এলাকা, নাজির রোড, পেট্রো বাংলাসহ বিভিন্ন এলাকায় তৈরী হয়েছে জলাবদ্ধতা। এসব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অতিরিক্ত পানির চাপে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমতাবস্থায় দূর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  

ফেনী সরকারি কলেজ থেকে বাংলা সমাপনী বর্ষের পরীক্ষার্থী ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের খালেদুল আশরাফ বলেন, মঙ্গলবার দুপুর ২টা থেকে অনার্স সমাপনী বর্ষের পরীক্ষা রয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে গ্রামের রাস্তাঘাট ডুবে গেছে, সড়কে কোনো পরিবহন নেই। বোর্ড থেকেও পরীক্ষা স্থগিতের নির্দেশনা পাওয়া যায়নি। এমতাবস্থায় কীভাবে কলেজে যাব? পরীক্ষা দেব? সেটি বুঝতে পারছি না।  

গাড়ি চালক বেলায়েত হোসেন জানান, ২০২৪ আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি থেকে এখনো ফেনীর মানুষ কেটে উঠতে পারেনি। বৃষ্টি পরিস্থিতিতে আবার বন্যা শুরু হতে পারে। বন্যার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পরিবার ও স্বজনদের নিয়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যাওয়ার চিন্তা করছি।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, ভারী বৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বিপৎসীমান উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল ৭টার দিকে ফুলগাজীর রাজেশপুর সড়কের মুহুরী নদীর বাধ ভেঙে দু’টি দোকান নদীতে ধসে গিয়েছে। এতে করে ওই গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, এখন প্রায় সকল স্কুলেই ষান্মাসিক পরীক্ষা চলমান রয়েছে। সড়ক ও স্কুলে পানি ওঠায় অনেক স্কুলে ইতোমধ্যে অন্তবর্তী পরীক্ষা স্থগিত করার নোটিশ দিয়েছে। তবে বোর্ড পর্যায়ে চলমান পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো নোটিশ পাওয়া যায়নি। 

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার বলেন, সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের গদানগর গ্রামে পূর্বের ভাঙন দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে। আর উজানে ভারী বৃষ্টি হলে নদীর পানি আরও বাড়বে। বন্যা নিয়ন্ত্রণ বাধের বেশ কয়েকটি স্থানে ভাঙনের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

তোফায়েল নিলয়/মাহফুজ

 

চট্টগ্রামে প্রথমবারের মতো ২ জনের জিকা ভাইরাস শনাক্ত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৬:১৪ পিএম
চট্টগ্রামে প্রথমবারের মতো ২ জনের জিকা ভাইরাস শনাক্ত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দুইজনের দেহে জিকা ভাইরাস (মশাবাহিত ভাইরাস) শনাক্ত হয়েছে। বন্দর নগরে এই রোগে আক্রান্ত হওয়ার এটিই প্রথম ঘটনা। পাশাপাশি এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উপসর্গ দেখা দেওয়ায় সোমবার (৭ জুলাই) রাতে নগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ল্যাবে দুই রোগীর পরীক্ষা করা হয়। সেখানে দুজনের রিপোর্টে জিকা ভাইরাস পজিটিভ আসে। আক্রান্তদের একজন পুরুষ ও অপরজন নারী। দুজনেই ৪২ বছর বয়সী।’

ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘যেসব কীট দিয়ে ডেঙ্গু, চিকুনগুনিয়া পরীক্ষা করা হয়, ওই একই কীট দিয়ে জিকা ভাইরাস শনাক্ত করা হয়। এই ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। উপসর্গভিত্তিক চিকিৎসা হয়। কোনো অপ্রচলিত বা বিরল রোগের ক্ষেত্রে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) সিদ্ধান্ত নিয়ে থাকে। আক্রান্ত দুজনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। এখন তারা চাইলে চট্টগ্রামের ওই ল্যাব টেস্টের ওপর ভরসা করতে পারে, অথবা নিজেরা পুনরায় পরীক্ষা করতে পারে।’

জানা গেছে, আক্রান্ত দুজনের শরীরে জ্বর, ব্যথা ও র‌্যাশ (চামড়ায় লালচে দানার মতো ছোপ) রয়েছে। পাশাপাশি হাত-পা ফোলা রয়েছে।

দেশে প্রথম ২০১৪ সালে জিকা ভাইরাস শনাক্ত হয়। তবে চট্টগ্রামে এটিই প্রথম ঘটনা। 

চিকিৎসকরা জানিয়েছেন, জিকা ভাইরাসে জীবনঝুঁকি নেই। তবে গর্ভবতী নারীদের অনাগত শিশু অপরিপূর্ণ হয়। এডিস মশার কামড়ে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা- এই তিন রোগ হয়। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম, প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। চিকিৎসকের পরামর্শে জ্বর ও ব্যথার জন্য ওষুধ খেতে হবে। রোগীর অবস্থার অবনতি হলে সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে বা রোগীকে ভর্তি করতে হবে।

সালমান/