ঢাকা ৩১ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
English
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরাইলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৯:৫৩ এএম
সরাইলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
সরাইলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় চলা এ সংঘর্ষের কারণে সরাইল-অরুয়াইল সড়কে অন্তত দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাকশিমুল গ্রামের সরাইল-অরুয়াইল সড়কের পাশে একটি জায়গা নিয়ে স্থানীয় বাসিন্দা নূর আলম ও আবদুর রউফের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সকাল সাড়ে ১০টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, সরাইল থানা ও পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:৪৮ পিএম
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

খুলনার আলিফ গেট এলাকায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, মালবাহী একটি ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আলিফ গেট এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, চলন্ত ট্রেনের সামনে একটি ট্রাক চলে এলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রেনের একটি কোচ বেশি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

এদিকে দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাস্থল পরিষ্কার না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না।

মেহেদী/

মেহেরপুরে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৯:০৫ পিএম
মেহেরপুরে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

মেহেরপুরের গাংনী পৌরসভায় বিদ্যুতায়িত হয়ে গোলাম কিবরিয়া নামে এক রাজমিস্ত্রি এবং তার তার স্ত্রী রিনা খাতুনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌরসভার চৌগাছা গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সঙ্গে বাইসাইকেল রাখা ছিল। কোনোভাবে আথিং তারের সঙ্গে বাড়ির সাইড লাইনের সংযোগ হয়ে যায়। গোলাম কিবিরিয়া অজান্তে বাইসাইকেল ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে তাকে
বাঁচাতে ছুটে যান তার স্ত্রী রিনা খাতুন। স্বামীকে টেনে সরিয়ে দেওয়ার সময় রিনা খাতুনও বিদ্যুায়িত হয়ে পড়েন। এ সময় তাদের ছোট মেয়ে চিৎকার দিয়ে আশেপাশের লোকজনকে জানায়। পরে পথচারীরা ছুটে গিয়ে গোলাম কিবরিয়া ও তার স্ত্রীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মেহেদী/

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৮:০৭ পিএম
লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা
ছবি: খবরের কাগজ

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ সড়কের দুরবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুর ১২ টান দিকে প্রবল বর্ষণ উপেক্ষা করে  লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় সওজ অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও গায়েবানা জানাজা কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, ছাত্রনেতা মো. সারোয়ার, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।

এ সময় বক্তারা জানান, 'লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জধ সড়কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে রয়েছে। রাস্তাজুড়ে খানাখন্দ আর ভাঙাচোরা অংশে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বারবার জানানোর পরও সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।'

তারা আরও জানান, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে সামনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

এ বিষয়ে জানতে সওজ-এর লক্ষ্মীপুর কার্যালয়ে গিয়েও নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে পাওয়া যায়নি।

মেহেদী/

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় মা-বাবাকে মারধর

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:৫৯ পিএম
চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় মা-বাবাকে মারধর
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জিধুরী গ্রামে চিপস কিনতে গিয়ে এক চতুর্থ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় দোকানদার চান মোহাম্মদ সিকদারের (৬০) বিরুদ্ধে। এ ছাড়া ঘটনায় অভিযুক্তের পরিবারকে জিজ্ঞাসা করতে গেলে ছাত্রীর মা-বাবাকে মারধরের অভিযোগও উঠেছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা চান মোহাম্মদ সিকদারের নাম উল্লেখ করে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত চান মোহাম্মদ জিধুরী গ্রামের মৃত লাল মিয়া সিকদারের ছেলে।

স্থানীয়দের মধ্যে অনেকে দাবি করছেন, এর আগেও ওই দোকানদার সম্পর্কে বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শোনা গেছে, তবে সাহস করে কেউই প্রকাশ্যে অভিযোগ করেনি।

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, 'গত বৃহস্পতিবার সকালে স্কুল শেষে আমার মেয়ে পাশের দোকানে চিপস কিনতে যায়। সে সময় দোকানদার চান মোহাম্মদ তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। বিষয়টি নিয়ে ভয়ে ও লজ্জায় মেয়েটি তাৎক্ষণিকভাবে কিছু না বললেও পরে বাড়ি ফিরে কান্নারত অবস্থায় পুরো ঘটনা জানায়। এর পর আমি ও আমার স্বামী অভিযুক্ত দোকানদারের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চাইলে তারা আমাদের ওপর চড়াও হয় এবং মারধর করে আহত করে।'

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, 'এ ঘটনায় প্রাথমিক অভিযোগ পেয়েছি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবক মহলে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এখন আরও বেশি সচেতন হওয়ার সময় এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকরাও ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।

আল-আমিন/মেহেদী/

গাজীপুরে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৬:৫৪ পিএম
গাজীপুরে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: খবরের কাগজ

গাজীপুরের শ্রীপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক হারুন অর রশিদ (৪০) উপজেলা সিমলাপাড়া গ্রামের মো. আহমদ আলীর ছেলে এবং নিহত জাকির হোসেন (৪৫) শিমলাপাড়া গ্রামের মো. বারেকের ছেলে। তারা দুজনই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় মাসুদ রানা জানান, সোমবার পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাট বসে। সেই হাটের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে হারুন ও জাকির শিমলাপাড়া বাজার থেকে রওনা দেন। পরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত জাকিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাকির।

এ দিকে ঘটনার পরপরই পালিয়ে গেছে ঘাতক পিকআপটি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক পিকআপ শনাক্তে কাজ চলছে।

মেহেদী/