
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় চলা এ সংঘর্ষের কারণে সরাইল-অরুয়াইল সড়কে অন্তত দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাকশিমুল গ্রামের সরাইল-অরুয়াইল সড়কের পাশে একটি জায়গা নিয়ে স্থানীয় বাসিন্দা নূর আলম ও আবদুর রউফের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সকাল সাড়ে ১০টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, সরাইল থানা ও পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।