
পঞ্চগড়ের সদর উপজেলায় গোলাবাড়ি সীমান্ত দিয়ে সাতজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে তিন নারী দুই পুরুষ ও দুইটি শিশু রয়েছে।
শুক্রবার (১৩ জুন) ভোরে উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
পরে তারা বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে গোলাবাড়ি এলাকায় ঘোরাফেরা করলে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই বাংলাদেশি। তাদের বাড়ি নড়াইল ও যশোর জেলায়।
আটকদের শুক্রবার সকাল ১০টায় পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার আরিফুল শেখ (৩১), তার বড় ছেলে ইমরান শেখ (১১), ছোট ছেলে রায়হান শেখ (৭), একই এলাকার রহিমা বেগম (৩০), খাদিজা বেগম (৩৬), বিস্টুপুর এলাকার আল মামুন বিশ্বাস (৩০), যশোর জেলার অভয়নগর উপজেলার নাজমিন আক্তার (৪০)।
পরে তাদের সেখান থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের তত্বাবধানে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়। পরিচয় নিশ্চিতের পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবি ও আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের রায়গড় এলাকায় অবৈধভাবে বসবাস করে শ্রমিকের কাজ করতেন।
নীলফামারীর ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা বলেন, পুশইন হওয়া সাতজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছেন। পুশইনে বিএসএফ কোনো সীমান্ত আইন না মানায় বিজিবির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, পরিচয় নিশ্চিত হলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
রনি মিয়াজী/অমিয়/