
দুইদিন বন্ধ থাকার পর শুক্রবার (১৩ জুন) সকাল ১০টার পর থেকে দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক রবীন্দ্র কাছারিবাড়ি।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের উপস্থিতিতে দর্শনার্থীদের হাতে টিকিট তুলে দিয়ে রবীন্দ্রনাথের কাছারিবাড়ি খুলে দেওয়া হয়। এ সময় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ঈদের ছুটিতে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ১১ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় রবীন্দ্র কাছারিবাড়ি। ঘটনার সূত্রপাত ঘটে গত ৮ জুন, এক দর্শনার্থী পার্কিং ফি নিয়ে গেটকর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অফিসকক্ষে আটকে রেখে মারধর করা হয়।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ১০ জুন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। এমন উত্তপ্ত পরিস্থিতির পর ১১ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনায় কাছারিবাড়ি দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এ ঘটনায় তদন্তে নামে স্থানীয় প্রশাসন। কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজাদপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়।
পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, কবিগুরুর কাছারি বাড়িতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আর কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। ঘটনার সঙ্গে জড়িত এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে শুক্রবার থেকে আবার কাছারিবাড়ি খুলে দেওয়ায় দর্শনার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠে কাছারিবাড়ি প্রাঙ্গণ। স্বস্তি ফিরে এসেছে সংস্কৃতিমনা মানুষ ও পর্যটকদের মধ্যে। স্থানীয়রা আশা প্রকাশ করছেন, প্রশাসনের উদ্যোগে ভবিষ্যতে এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যাবে এবং রবীন্দ্র ঐতিহ্যের এই কেন্দ্র নিরাপদ ও শান্তিপূর্ণভাবে রক্ষা করা সম্ভব হবে।
সিরাজুল ইসলাম/সুমন/