
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাওনা টাকা নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে থামাতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ। ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) সকালে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙ্গারি ব্যবসা করার জন্য টাকা নেয়। সেই টাকা সময়মতো না দেওয়ায় ফারুক হোসেন মাঝবাড়ি গ্রামের তার শ্বশুর আলিনুর দাঁড়িয়াকে জানায়। আলিনুর দাঁড়িয়া লোকজন নিয়ে রিয়াজুল শেখের কাছে টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একে অপরের ওপর বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ২৫ জন আহত হন।’
খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় পুলিশ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে। আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাদল সাহা/সুমন/