
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মো. উজ্জ্বল (৩৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সোমবার (২৩ জুন) রাত ২টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে কল্পনা ও তার বাবা বাবর আলী পলাতক।
উজ্জ্বল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চওড়াপাড়ার শামসুজ্জামানের ছেলে। তিনি কল্পনার সঙ্গে কিছুদিন ধরে কৃষ্ণপুরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় কল্পনা ধারালো কিছু দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। উজ্জ্বল রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকলে তার মোবাইল থেকে তৃতীয় স্ত্রী ফারজানাকে ফোন করে বিষয়টি জানানো হয়। পরে ফারজানা উজ্জ্বলকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘সদর হাসপাতাল থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। উজ্জ্বলের দ্বিতীয় স্ত্রী কল্পনা কৌশলে বাড়িতে নিয়ে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয় বলে অভিযোগ। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রিফাত/অমিয়/