
কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ আলী (৭০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মোহাম্মদ আলী খোকসা উপজেলা সাতপাকিয়া গ্রামের মৃত আকমত প্রমানিকের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে খোকসা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম খবেরর কাগজকে জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনাই শেখের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে সোনাই শেখের নেতৃত্বে কয়েকজন মিলে আলীর বাড়ীতে হামলা করে তাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, 'আলী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার অন্ডকোষে ও ঘাড়ের পাশে আঘাতের চিহ্ন রয়েছে।'
ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, 'নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে মামলাসহ তাদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।'
মিলন/রিফাত/