
শরিয়তপুরের ডিসির ভাইরাল ঘটনার রেশ কাটতে না কাটতে এবার নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী (সহকারী নাজির) ইকরাম হোসেনের (৪২) বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী।
সোমবার (২৩ জুন) ওই নারী নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পরে বিজ্ঞ আদালত তা গ্রহণ করে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী খন্দকার আব্দুল হালিম।
অভিযুক্ত ইকরাম হোসেন নরসিংদী পৌর শহরের পূর্ব ভেলানগর এলাকার মৃত ইলিয়াস হোসেনের ছেলে এবং বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী নাজির হিসেবে কর্মরত।
মামলার বিবরণে জানা গেছে, বাদীর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি তার বাবার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি হুইলচেয়ারের আবেদন করেন। ওই আবেদন সূত্রে মোবাইল নম্বর সংগ্রহ করে অভিযুক্ত ইকরাম হোসেন বাদীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। কিছুদিন পর তিনি বাদীকে বিয়ের প্রস্তাব দেন।
বাদীর অভিযোগ, গত ৯ মার্চ ইকরাম তাকে বিয়ের কথা বলে মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন গাজী আবাসিক হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেন। পরে বিয়ের জন্য চাপ দিলে তিনি নানা অজুহাতে তা এড়িয়ে যান এবং অবশেষে গত ১৬ জুন বিয়ে করতে অস্বীকৃতি জানান।
বাদী আরও বলেন, বিষয়টি নিয়ে থানায় গেলে পুলিশ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়।
এ বিষয়ে জানতে মঙ্গলবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অভিযুক্ত সহকারী নাজির ইকরাম হোসেনকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে মঙ্গলবার বিকেলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিজ্ঞ আদালতের আদেশটি এখনো থনায় আসেনি। আদেশ এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শাওন/মেহেদী/