ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

পাথরমহাল খুলে দেওয়ার দাবিতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৮:১৮ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৮:৪৪ পিএম
পাথরমহাল খুলে দেওয়ার দাবিতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন চলাকালে বিএনপি-জামায়াত-এনসিপির একাত্মতায় সমাবেশ/  খবরের কাগজ

সিলেট বিভাগের বন্ধঘোষিত পাথরমহাল (পাথর কোয়ারি) খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৪ জুন) সংগঠনটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বিএনপি-জামায়াত-এনসিপির নেতারা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে পাথরমহাল খুলে দেওয়ার দাবি জানান। 

মানববন্ধন চলাকালে সমাবেশ থেকে বলা হয়, পাথরমহাল খুলে দেওয়ার ঘোষণা না দিলে ২৮ জুন থেকে সিলেটের সকল পাথর ও বালুমহাল থেকে ৪৮ ঘণ্টা লোড-আনলোডে কর্মবিরতি, ৩০ জুন থেকে সিলেট জেলার সকল পণ্যপরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি এবং ২ জুলাই থেকে সিলেট জেলায় সকল প্রকার পণ্যপরিবহন ও গণপরিবহনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে। 

সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক শ্রমিক অংশ নেন। 

ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহানগর জামায়াতে ইসলামীর আমির ফখরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার আহ্বায়ক নাজিম উদ্দিন সাহান, এনসিপির মহানগর শাখার আহ্বায়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী বক্তব্য দেন।

বিএনপি-জামায়াত ও এনসিপির নেতারা মালিক-শ্রমিক সংগঠনের ঘোষিত কর্মসূচির সঙ্গে আনুষ্ঠানিক একাত্মতা প্রকাশ করে অবিলম্বে পাথরমহাল খুলে দেওয়ার দাবি জানান। তারা বলেন, অন্যথায় যে কোনো অরাজক পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারকে দায়-দায়িত্ব নিতে হবে।  

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শাব্বীর আহমদ ফয়েজের সঞ্চালনায় সমাবেশে পর্যায়ক্রমে বক্তব্য দেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, ইসলামী আন্দোলন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রুহুল আমীন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুরসহ বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতারা।

সমাবেশ শেষে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন ও সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। 

ঘোষিত কর্মসূচি হলো- ২৮ জুন থেকে সিলেটের সকল বালু-পাথরমহাল থেকে ৪৮ ঘন্টা লোড-আনলোডে কর্মবিরতি, ৩০ জুন থেকে সিলেট জেলা সকল পণ্যপরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ও ২ জুলাই থেকে সিলেট জেলায় সকল পণ্যপরিবহন এব গণপরিবহনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শাব্বীর আহমদ ফয়েজ বলেন, ‘পরিবেশ রক্ষার দোহাই দিয়ে বন্ধ রাখা সিলেটের পাঁচটি পাথরমহাল খুলে দেওয়ার দাবিতে ‘‘সিলেট জেলা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’’ নামের সংগঠনটি ১৮ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ জ্বালানি উপদেষ্টা গত ১৪ জুন জাফলং ঘুরে যান। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিলেটের পাথরমহাল (কোয়ারি) আর লিজ দেওয়া হবে না বলে ঘোষণা দেন। এতে আমরা ব্যথিত ও হতাশ হয়েছি।’ 

তিনি বলেন, ‘সিলেটের কোটি মানুষের জীবন-জীবিকা নির্বাহে পাথরমহাল ইজারার স্থগিতাদেশ প্রত্যাহারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলনও হয়েছে। দাবির প্রতি এবারই প্রথম রাজনৈতিক দলের একাত্মতায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

পাথরমহালে বোমা মেশিনসহ বিভিন্ন যন্ত্র দিয়ে পাথর উত্তোলনে একের পর এক শ্রমিক নিহত ও পরিবেশ ধ্বংস হওয়ায় প্রথমে জাফলং সংকটাপন্ন ঘোষণা দিয়ে ইজারা কার্যক্রম বন্ধ করা হয়। এরপর করোনাকালে বাকি চারটি মহলের ইজারা স্থগিত করে পাথর উত্তোলন সম্পূর্ণ বন্ধ করা হয়। অন্তবর্তী সরকার আমলে সারা দেশের সঙ্গে সিলেটের পাথরমহালের ইজারা কার্যক্রম শুরু করা হলে পরিবেশ ও খনিজসম্পদ মন্ত্রণালয়েল বৈঠকে সিলেট বিভাগের পাঁচটি মহাল ইজারা বন্ধ করা হয়।

নড়াইলে ঘুষ গ্রহণের অভিযোগে এএসআই ক্লোজ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ পিএম
নড়াইলে ঘুষ গ্রহণের অভিযোগে এএসআই ক্লোজ
অভিযুক্ত এএসআই ইলিয়াস হোসেন

ছাত্র-জনতার মিছিলে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা মামলার আসামির থেকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে নড়াইলের লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাতে ক্লোজ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট লোহাগড়ায় ছাত্র-জনতার মিছিলে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে ওই বছরের ৯ ডিসেম্বর লোহাগড়া থানায় ২৯৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০-৩৫০ জনের নামে একটি মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মূখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু।

ওই মামলার এজাহারনামীয় আসামি লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকার জিল্লুর রহমান।

পরে গত ৬ জুলাই ফেসবুকে পোস্ট দিয়ে মামলার বাদী বাবু অভিযোগ করেন, 'এএসআই ইলিয়াস হোসেন ও তার দল আসামি জিল্লুর রহমানকে গ্রেপ্তারের পর অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছেন।

ওই পোস্টে ইয়াজুর রহমান লিখেছিলেন, তার করা মামলার আসামি জিল্লুর রহমানকে গত ৫ জুলাই রাতে এড়েন্দা থেকে গ্রেপ্তার করেন লোহাগড়া থানার (এএসআই) ইলিয়াস হোসেন ও তার দল। এ সময় ৪০ হাজার টাকার বিনিময়ে ওই আসামিকে ছেড়ে দেওয়া হয়। যার মধ্যে ৩০ হাজার নগদ পরিশোধ এবং ১০ হাজার টাকা বাকি রাখা হয়।

ইয়াজুর রহমান আরও লিখেন, 'লোহাগড়া থানার ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, বাকি ১০ হাজার টাকা আমার এক পরিচিত ভাইয়ের কাছে রেখে গেছে আসামি, টাকাটা নিয়ে যাওয়ার অনুরোধ করছি।

এর পর তার পোস্টে পুলিশকে নিয়ে নানা সমালোচনামূলক মন্তব্য শুরু করেন ফেসবুক ব্যবহারকারীরা।

তবে অভিযোগ অস্বীকার করে (এএসআই) ইলিয়াস হোসেন বলেন, 'একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে আসামি জিল্লুর রহমানকে গ্রেপ্তার করতে তার বাড়িতে গিয়েছিলাম। কিন্তু বাড়িতে গিয়ে আমরা তাকে না পেয়ে ফিরে চলে এসেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। আমি আল্লাহর কাছে এর বিচার দিয়ে রাখলাম।'

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, 'অভিযোগ ওঠায় ওই এএসআইকে সোমবার রাতে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

শরিফুল ইসলাম/মৌসুমী
 

রোহিঙ্গা ক্যাম্পে ৪ খুন, তিন দিনের রিমান্ডে আরসা প্রধান জুনুনী

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৬ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে ৪ খুন, তিন দিনের রিমান্ডে আরসা প্রধান জুনুনী
আরসা প্রধান জুনুনীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: খবরের কাগজ

রোহিঙ্গা ক্যাম্পে একই সঙ্গে চার খুনের একটি মামলায় আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ২০২০ সালে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামি আরসা প্রধান আতাউল্লাহ জুনুনী। মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আরসা প্রধানকে নেওয়া হয় আদালত প্রাঙ্গণে। আদালতে আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সুবিধাজনক সময়ে কারাগার থেকে রিমান্ডে নিয়ে যাবেন বলে জানিয়েছেন মো. গোলাম জিলানী।

আদালতের প্রাপ্ত তথ্যমতে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংর্ঘষে চারজনের মৃত্যু হয়েছিল। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তে রয়েছে।

চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে জুনুনীসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

মুহিববুল্লাহ/পপি/

মৌলভীবাজারে ৫০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০১:৫৮ পিএম
মৌলভীবাজারে ৫০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২
ভারতীয় চোরাই পণ্যসহ গ্রেপ্তার দুই চোরাকারবারি। ছবি: খবরের কাগজ

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) ও কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) সকালে সরকারবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি রেফ্রিজারেটর ভ্যানকে থামার সিগনাল দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে সাধুহাটি এলাকায় গাড়িটি জব্দ করা হয়। গাড়িটিতে তল্লাশি করে মোট ১৬ হাজার ১৬৪ পিস ফেসক্রিম এবং ১৯২ পিস ফেসওয়াশ জব্দ করা হয়েছে। প্রসাধনীগুলোর মোট বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৭৭ হাজার ৩৩৬ টাকা। এ ছাড়া রেফ্রিজারেটর ভ্যানটিও জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই পণ্যগুলো সিলেট সীমান্ত থেকে সংগ্রহ করে ঢাকায় চালানের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

পুলক/সালমান/

সিরাজগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০১:৫২ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০১ পিএম
সিরাজগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন
খবরের কাগজ

জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ও জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্বরণে সিরাজগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে জেলার স্থানীয় নেতাদের সঙ্গে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মান কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, 'জুলাই আন্দোলনে বীর শহিদদের স্মরণে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটা সারা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্মিত হবে। আগামী ৫ আগস্টে এ স্মৃতিস্তম্ভ শহিদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।'

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, 'জুলাই-আগস্টে যারা শহিদ হয়েছেন তাদের স্মরণে সারাদেশের মতো সিরাজগঞ্জেও স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এটা স্থাপিত হচ্ছে। আগস্টের পাঁচ তারিখে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র, জনতা ও পুলিশসহ এ জেলায় ২৯ জন নিহত হন।

শিশির/মৌসুমী/মেহেদী/ 

সন্তান হত্যার হুমকি দিয়ে ভাবিকে ধর্ষণ, কারাগারে দেবর

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০১:৩৬ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০১:৩৮ পিএম
সন্তান হত্যার হুমকি দিয়ে ভাবিকে ধর্ষণ, কারাগারে দেবর
ছবি: খবরের কাগজ

কুষ্টিয়া কুমারখালীতে দেড় বছরের মেয়ে শিশুকে হত্যার হুমকি দিয়ে মাকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর দেবর নাঈম শেখকে (২০) কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষার জন্য ভুক্তভোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নাইম শেখ কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা। তিনি চলতি বছরে খোর্শেদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ভুক্তভোগী ও আসামি সম্পর্কে আপন দেবর-ভাবি।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সোলাইমান শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীের স্বামী পদ্মানদীতে ট্রলারে কাজ করেন। গত সোমবার (৭ জুলাই) রাতে স্বামী কাজে গেলে দেবর নাইম শেখ ভাবির শোবার ঘরে ঢুকে দেড় বছর বয়সি শিশুকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। এর পর ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি বললে তিনি আপোষ-মীমাংসার কথা বলেন। পরে ভুক্তভোগীের বাবা থানায় মামলা করেন।

ভুক্তভোগীর মামা বলেন, 'ভাগ্নিকে নিয়ে হাসপাতালে পরীক্ষার জন্য এসেছি। তার দেড় বছরের এক বাচ্চা আছে। নাইম বাচ্চাকে জবাই করে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক খারাপ কাজ করেছে।'

মামলার বাদী বলেন, 'মেয়েকে তার দেবর জোরপূর্বক ধর্ষণ করেছে। উপযুক্ত শাস্তির প্রত্যাশায় থানায় মামলা করেছি।'

তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ভুক্তভোগী নারীর স্বামী ও অভিযুক্তের বড় ভাই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ  বলেন, 'ভাবিকে তার সন্তান হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। মামলায় আসামিকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। 

মিলন/মেহেদী/